অনলাইন ডেস্ক
ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য বিশ্বস্ত অ্যাপ গুগল ফটোজ। ফোনের বিভিন্ন অ্যাপ থেকে ছবি সংগ্রহ করে এটি বিভিন্ন লাইব্রেরিতে গুছিয়ে রাখে। এর ফলে কোনো ছবি ও ভিডিওগুলো খুব সহজে খুঁজে পাওয়া যায়। ডিভাইসের বিভিন্ন স্ক্রিনশটগুলোও সুন্দরভাবে গুছিয়ে রাখে এই অ্যাপ। তাই চট জলদি এগুলো খুঁজে পাওয়া যায়।
দেখার জন্য বা গুগল ফটোজের স্টোরজে খালি করার জন্য স্ক্রিনশটগুলো খুঁজে থাকেন অনেকেই। এত ছবির ভিড়ে এগুলো খুঁজে পাওয়া বেশ কঠিন। এগুলো আলাদা করে গুছিয়ে রাখে গুগল ফটোজ। তবে এ জন্য গুগল ফটোজের স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ রাখার অপশনটি চালু থাকতে হবে।
চার উপায়ে এসব স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়।
পদ্ধতি ১: লাইব্রেরি ট্যাবে স্ক্রিনশট খুঁজে পাবেন যেভাবে
দুই ধরনের স্ক্রিনশট গুগল ফটোজ সেভ করে রাখে। একটি হলো—ব্যবহারকারীর ডিভাইসের মাধ্যমে তোলা স্ক্রিনশট। আরেকটি হলো—অন্য কোনো ডিভাইস থেকে তোলা স্ক্রিনশট।
লাইব্রেরি সেকশন থেকে দ্রুত স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়। তবে সেগুলো শুধু আপনার ডিভাইস থেকে তোলা স্ক্রিনশটগুলো।
লাইব্রেরি ট্যাব থেকে স্ক্রিনশট খুঁজে পাওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে গুগল ফটোজ চালু করুন।
২. এরপর নিচের দিকে থাকা লাইব্রেরি ট্যাবে ট্যাপ করুন।
৩. ‘ফটোজ অন ডিভাইস’ সেকশন থেকে ‘স্ক্রিনশট’ ফোল্ডারে ট্যাপ করুন।
এই ফোল্ডার থেকে গুগল ফটোজে থাকা সব স্ক্রিনশট পাওয়া যাবে। সবগুলো ছবি তারিখ অনুযায়ী সাজানো থাকবে।
পদ্ধতি ২: সার্চ ট্যাব থেকে স্ক্রিনশট খুঁজে পাবেন যেভাবে
নিজের ডিভাইস বা অন্য অ্যাপ থেকে সেভ করে রাখা স্ক্রিনশট খুঁজে পাওয়ার জন্য সার্চ ট্যাব ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোন থেকে স্ক্রিনশট খুঁজে পাবেন যেভাবে
১. গুগল ফটোজ চালু করুন।
২. নিচের দিকে ডান পাশে থাকা সার্চ ট্যাবে ট্যাপ করুন।
৩. নিচের দিকে ‘ক্যাটাগরিজ’ সেকশনটি খুঁজে বের করুন।
৪. এই সেকশন থেকে ‘স্ক্রিনশট’ অপশনে ট্যাপ করুন।
কম্পিউটার থেকে স্ক্রিনশট খুঁজে পাবেন যেভাবে
১. পছন্দের মতো ব্রাউজার থেকে গুগল ফটোজ ওয়েবসাইটে প্রবেশ করুন। নিজের গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করুন।
২. এর বামপাশের সাইডবার থেকে ‘এক্সপ্লোর ট্যাব’ অপশনে ট্যাব করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে ‘ক্যাটাগরিজ’ অপশন খুঁজে বের করুন।
৪. এর পর স্ক্রিনশট অপশনে ক্লিক করুন।
এখন গুগল ফটোজে থাকা সবগুলো স্ক্রিনশট একই সঙ্গে দেখা যাবে।
পদ্ধতি ৩: গুগল ফটোজের সার্চবার অপশন ব্যবহার করে
গুগল ফোটোজে স্ক্রিনশট খুঁজে পাওয়া একটি অন্যতম উপায় হলো অ্যাপটি সার্চবার অপশনটি ব্যবহার করা। এর মাধ্যমে ক্যাটাগরি হিসেবে সার্চ করার পাশাপাশি স্ক্রিনশটে থাকা টেক্সটের মাধ্যমেও এগুলো সার্চ করা যায়। উদাহরণস্বরূপ: স্ক্রিনশট থাকা একটি নির্দিষ্ট শব্দ মনে থাকলে সেটি সার্চ বারে টাইপ করলে স্ক্রিনশটটি খুঁজে দেবে গুগল ফটোজ। তবে এই ফিচার ব্যবহার করার জন্য স্ক্রিনশটটি ক্লাউডে আপলোড থাকতে হবে। এখন নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ফটোজ চালু করুন ও নিচের ডান দিকে থাকা সার্চ ট্যাবে ক্লিক করুন।
২. ওপরের সার্চ বারে ট্যাপ করুন ও ‘screenshots’ টাইপ করুন।
৩. এর ফলে সার্চে ফলাফলে সবগুলো স্ক্রিনশট একই সঙ্গে দেখানো হবে।
এভাবে স্ক্রিনশটে থাকা নির্দিষ্ট শব্দ টাইপ করেও স্ক্রিনশটটি খুঁজে পেতে পারবেন।
পদ্ধতি ৪: গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে
গুগল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন অ্যাপ চালু করতে সাহায্য করে। সেই সঙ্গে অ্যাপগুলোর নির্দিষ্ট ফিচার ব্যবহার করতেও সাহায্য করে। গুগল ফটোজের স্ক্রিনশট খুঁজে দেওয়ার নির্দেশ গুগল অ্যাসিস্ট্যান্টকে দেওয়া জন্য। গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে স্ক্রিনশট খুঁজে পাওয়া জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল অ্যাসিস্ট্যান্টকে চালু করার জন্য ডিভাইসের কাছ থেকে ‘Hey Google’ বলুন।
২. এরপর ‘screenshots on Google Photos’—বাক্যটি অ্যাসিস্টেন্টকে বলুন।
এর ফলে গুগল ফটোজে আপলোড করা ও ব্যাকআপ রাখা সবগুলো স্ক্রিনশট দেখানো হবে।
ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য বিশ্বস্ত অ্যাপ গুগল ফটোজ। ফোনের বিভিন্ন অ্যাপ থেকে ছবি সংগ্রহ করে এটি বিভিন্ন লাইব্রেরিতে গুছিয়ে রাখে। এর ফলে কোনো ছবি ও ভিডিওগুলো খুব সহজে খুঁজে পাওয়া যায়। ডিভাইসের বিভিন্ন স্ক্রিনশটগুলোও সুন্দরভাবে গুছিয়ে রাখে এই অ্যাপ। তাই চট জলদি এগুলো খুঁজে পাওয়া যায়।
দেখার জন্য বা গুগল ফটোজের স্টোরজে খালি করার জন্য স্ক্রিনশটগুলো খুঁজে থাকেন অনেকেই। এত ছবির ভিড়ে এগুলো খুঁজে পাওয়া বেশ কঠিন। এগুলো আলাদা করে গুছিয়ে রাখে গুগল ফটোজ। তবে এ জন্য গুগল ফটোজের স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ রাখার অপশনটি চালু থাকতে হবে।
চার উপায়ে এসব স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়।
পদ্ধতি ১: লাইব্রেরি ট্যাবে স্ক্রিনশট খুঁজে পাবেন যেভাবে
দুই ধরনের স্ক্রিনশট গুগল ফটোজ সেভ করে রাখে। একটি হলো—ব্যবহারকারীর ডিভাইসের মাধ্যমে তোলা স্ক্রিনশট। আরেকটি হলো—অন্য কোনো ডিভাইস থেকে তোলা স্ক্রিনশট।
লাইব্রেরি সেকশন থেকে দ্রুত স্ক্রিনশট খুঁজে পাওয়া যায়। তবে সেগুলো শুধু আপনার ডিভাইস থেকে তোলা স্ক্রিনশটগুলো।
লাইব্রেরি ট্যাব থেকে স্ক্রিনশট খুঁজে পাওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোন থেকে গুগল ফটোজ চালু করুন।
২. এরপর নিচের দিকে থাকা লাইব্রেরি ট্যাবে ট্যাপ করুন।
৩. ‘ফটোজ অন ডিভাইস’ সেকশন থেকে ‘স্ক্রিনশট’ ফোল্ডারে ট্যাপ করুন।
এই ফোল্ডার থেকে গুগল ফটোজে থাকা সব স্ক্রিনশট পাওয়া যাবে। সবগুলো ছবি তারিখ অনুযায়ী সাজানো থাকবে।
পদ্ধতি ২: সার্চ ট্যাব থেকে স্ক্রিনশট খুঁজে পাবেন যেভাবে
নিজের ডিভাইস বা অন্য অ্যাপ থেকে সেভ করে রাখা স্ক্রিনশট খুঁজে পাওয়ার জন্য সার্চ ট্যাব ব্যবহার করতে পারবেন।
স্মার্টফোন থেকে স্ক্রিনশট খুঁজে পাবেন যেভাবে
১. গুগল ফটোজ চালু করুন।
২. নিচের দিকে ডান পাশে থাকা সার্চ ট্যাবে ট্যাপ করুন।
৩. নিচের দিকে ‘ক্যাটাগরিজ’ সেকশনটি খুঁজে বের করুন।
৪. এই সেকশন থেকে ‘স্ক্রিনশট’ অপশনে ট্যাপ করুন।
কম্পিউটার থেকে স্ক্রিনশট খুঁজে পাবেন যেভাবে
১. পছন্দের মতো ব্রাউজার থেকে গুগল ফটোজ ওয়েবসাইটে প্রবেশ করুন। নিজের গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করুন।
২. এর বামপাশের সাইডবার থেকে ‘এক্সপ্লোর ট্যাব’ অপশনে ট্যাব করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে ‘ক্যাটাগরিজ’ অপশন খুঁজে বের করুন।
৪. এর পর স্ক্রিনশট অপশনে ক্লিক করুন।
এখন গুগল ফটোজে থাকা সবগুলো স্ক্রিনশট একই সঙ্গে দেখা যাবে।
পদ্ধতি ৩: গুগল ফটোজের সার্চবার অপশন ব্যবহার করে
গুগল ফোটোজে স্ক্রিনশট খুঁজে পাওয়া একটি অন্যতম উপায় হলো অ্যাপটি সার্চবার অপশনটি ব্যবহার করা। এর মাধ্যমে ক্যাটাগরি হিসেবে সার্চ করার পাশাপাশি স্ক্রিনশটে থাকা টেক্সটের মাধ্যমেও এগুলো সার্চ করা যায়। উদাহরণস্বরূপ: স্ক্রিনশট থাকা একটি নির্দিষ্ট শব্দ মনে থাকলে সেটি সার্চ বারে টাইপ করলে স্ক্রিনশটটি খুঁজে দেবে গুগল ফটোজ। তবে এই ফিচার ব্যবহার করার জন্য স্ক্রিনশটটি ক্লাউডে আপলোড থাকতে হবে। এখন নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল ফটোজ চালু করুন ও নিচের ডান দিকে থাকা সার্চ ট্যাবে ক্লিক করুন।
২. ওপরের সার্চ বারে ট্যাপ করুন ও ‘screenshots’ টাইপ করুন।
৩. এর ফলে সার্চে ফলাফলে সবগুলো স্ক্রিনশট একই সঙ্গে দেখানো হবে।
এভাবে স্ক্রিনশটে থাকা নির্দিষ্ট শব্দ টাইপ করেও স্ক্রিনশটটি খুঁজে পেতে পারবেন।
পদ্ধতি ৪: গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে
গুগল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন অ্যাপ চালু করতে সাহায্য করে। সেই সঙ্গে অ্যাপগুলোর নির্দিষ্ট ফিচার ব্যবহার করতেও সাহায্য করে। গুগল ফটোজের স্ক্রিনশট খুঁজে দেওয়ার নির্দেশ গুগল অ্যাসিস্ট্যান্টকে দেওয়া জন্য। গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে স্ক্রিনশট খুঁজে পাওয়া জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. গুগল অ্যাসিস্ট্যান্টকে চালু করার জন্য ডিভাইসের কাছ থেকে ‘Hey Google’ বলুন।
২. এরপর ‘screenshots on Google Photos’—বাক্যটি অ্যাসিস্টেন্টকে বলুন।
এর ফলে গুগল ফটোজে আপলোড করা ও ব্যাকআপ রাখা সবগুলো স্ক্রিনশট দেখানো হবে।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে