অনলাইন ডেস্ক
পাসওয়ার্ডের বদলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন পাসকি সুবিধা ব্যবহার করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। গত এপ্রিল মাসে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচার ব্যবহারের মাধ্যমে এক্স অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার হবে।
গত বছর বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানি ও অনলাইন সেবা পাসকি সুবিধা চালু করে। পেপাল, টিকটক, হোয়াটসঅ্যাপ, গিটহাবসহ বিভিন্ন সেবায় ইতিমধ্যেই পাসকি সুবিধা চালু রয়েছে। এ সুবিধা চালুর ফলে এক্সের ব্যবহারকারীদের এখন আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না।
কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয় পাসকি। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল।
তবে নতুন এক্সের অ্যাকাউন্টের জন্য এখনো একটি পাসওয়ার্ড তৈরি প্রয়োজন। অ্যাকাউন্ট তৈরির পর এক্সের সেটিংস অ্যান্ড সাপোর্ট মেনু থেকে পাসকি সুবিধা চালু করা যাবে। এটি সিকিউরিটি ট্যাবের ‘Additional password protection’ এর নিচে অবস্থিত।
পাসকি প্রযুক্তিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা সংরক্ষণ করে রাখা হয়। ফলে ফোন আনলক থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ঢোকার সময় এটি ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা ডেটার সঙ্গে মিলিয়ে দেখে। ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য সংগ্রহের কাজটি হ্যাকারদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল গ্রোক–২ ও গ্রোক–২ মিনির বেটা সংস্করণ উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। নতুন মডেলটির সাহায্যে এখন এআই ছবি তৈরি করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (সাবেক টুইটার)। তবে এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররাই শুধু গ্রোক মডেলটি ব্যবহার করতে পারেন।
এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি তৈরিও করা যাবে এই মডেল দিয়ে। তাই অনেক ব্যবহারকারীই এই সুবিধা ব্যবহার করে ইতিমধ্যে রাজনৈতিক নেতাদের এআই ছবি তৈরি করেছেন। তবে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে কোনো মেটাডেটা যুক্ত করা হয় নাকি তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য এআই দিয়ে তৈরি ছবি মেটাডেটার মাধ্যমে শনাক্ত করা যায়।
তথ্যসূত্র: এন্ড গ্যাজেট
পাসওয়ার্ডের বদলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন পাসকি সুবিধা ব্যবহার করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন। গত এপ্রিল মাসে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচার ব্যবহারের মাধ্যমে এক্স অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার হবে।
গত বছর বিভিন্ন বড় প্রযুক্তি কোম্পানি ও অনলাইন সেবা পাসকি সুবিধা চালু করে। পেপাল, টিকটক, হোয়াটসঅ্যাপ, গিটহাবসহ বিভিন্ন সেবায় ইতিমধ্যেই পাসকি সুবিধা চালু রয়েছে। এ সুবিধা চালুর ফলে এক্সের ব্যবহারকারীদের এখন আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না।
কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয় পাসকি। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল।
তবে নতুন এক্সের অ্যাকাউন্টের জন্য এখনো একটি পাসওয়ার্ড তৈরি প্রয়োজন। অ্যাকাউন্ট তৈরির পর এক্সের সেটিংস অ্যান্ড সাপোর্ট মেনু থেকে পাসকি সুবিধা চালু করা যাবে। এটি সিকিউরিটি ট্যাবের ‘Additional password protection’ এর নিচে অবস্থিত।
পাসকি প্রযুক্তিতে ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা সংরক্ষণ করে রাখা হয়। ফলে ফোন আনলক থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ঢোকার সময় এটি ব্যবহারকারীর আঙুলের ছাপ বা চেহারা ডেটার সঙ্গে মিলিয়ে দেখে। ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য সংগ্রহের কাজটি হ্যাকারদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল গ্রোক–২ ও গ্রোক–২ মিনির বেটা সংস্করণ উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি এক্সএআই। নতুন মডেলটির সাহায্যে এখন এআই ছবি তৈরি করা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে (সাবেক টুইটার)। তবে এক্সের প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানের সাবস্ক্রাইবাররাই শুধু গ্রোক মডেলটি ব্যবহার করতে পারেন।
এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি তৈরিও করা যাবে এই মডেল দিয়ে। তাই অনেক ব্যবহারকারীই এই সুবিধা ব্যবহার করে ইতিমধ্যে রাজনৈতিক নেতাদের এআই ছবি তৈরি করেছেন। তবে এআই দিয়ে তৈরি ছবিগুলোতে কোনো মেটাডেটা যুক্ত করা হয় নাকি তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য এআই দিয়ে তৈরি ছবি মেটাডেটার মাধ্যমে শনাক্ত করা যায়।
তথ্যসূত্র: এন্ড গ্যাজেট
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
২ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৩ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
৮ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
৯ ঘণ্টা আগে