প্রযুক্তি ডেস্ক
লেখাপড়ার অংশ হিসেবে কিংবা ব্যক্তিগত কাজের জন্য একটি নির্ভরযোগ্য কম্পিউটার থাকাটা আজকাল খুবই জরুরি।
দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজেট ডেস্কটপ বিক্রি করে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার; বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনায় স্টারটেক লিমিটেড বেশ কিছু ডেস্কটপ কম্পিউটার এনেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা লিঙ্কে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।
এই ডেস্কটপগুলো এমন একটি কাস্টম প্রি-বিল্ট পিসি, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর, এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড এবং ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসরটি মাল্টিটাস্কিং এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করার জন্য বেশ দক্ষ। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম, কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে পরে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে।
এই কম্পিউটারের দাম ২৫ হাজার ৭৯৯ টাকা। অফিস কিংবা বাসার কাজের জন্য অল্প বাজেটের মধ্যে এই কম্পিউটার বেশ উপযোগী। এই পিসি কেনায় স্টারটেক লিমিটেড প্রায়ই দিয়ে থাকে নানা ধরনের অফার। পিসি কিংবা অন্যান্য অফার পেতে খোঁজ রাখতে হবে তাদের ওয়েবসাইটে।
লেখাপড়ার অংশ হিসেবে কিংবা ব্যক্তিগত কাজের জন্য একটি নির্ভরযোগ্য কম্পিউটার থাকাটা আজকাল খুবই জরুরি।
দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজেট ডেস্কটপ বিক্রি করে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার; বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনায় স্টারটেক লিমিটেড বেশ কিছু ডেস্কটপ কম্পিউটার এনেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা লিঙ্কে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।
এই ডেস্কটপগুলো এমন একটি কাস্টম প্রি-বিল্ট পিসি, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর, এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড এবং ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসরটি মাল্টিটাস্কিং এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করার জন্য বেশ দক্ষ। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম, কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে পরে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে।
এই কম্পিউটারের দাম ২৫ হাজার ৭৯৯ টাকা। অফিস কিংবা বাসার কাজের জন্য অল্প বাজেটের মধ্যে এই কম্পিউটার বেশ উপযোগী। এই পিসি কেনায় স্টারটেক লিমিটেড প্রায়ই দিয়ে থাকে নানা ধরনের অফার। পিসি কিংবা অন্যান্য অফার পেতে খোঁজ রাখতে হবে তাদের ওয়েবসাইটে।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৪ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৮ ঘণ্টা আগে