অনলাইন ডেস্ক
এখন পর্যন্ত দুই পদ্ধতিতে পছন্দের ভিডিও সার্চ করা যেত ইউটিউবে। এবার প্ল্যাটফর্মটির সঙ্গে গুগল লেন্স ফিচার যুক্ত করেছে গুগল। ফিচারটির মাধ্যমে ফোনের ক্যামেরা দিয়ে বা গ্যালারিতে থাকা কোনো ভিডিওয়ের স্ক্রিনশট থেকে ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল বলেছে, প্রাথমিকভাবে ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে এ সুবিধা যুক্ত করা হবে।
ফিচারটি নিয়ে একটি স্ক্রিনশটও প্রকাশ করে নাইনটুভাইভ গুগল। স্ক্রিনশট থেকে দেখা যায়, অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপের সার্চবারে ও ভয়েস ইনপুট বাটনের মাঝে গুগল লেন্সের জন্য নতুন বাটন যুক্ত করেছে গুগল। এই বাটনে ট্যাপ করলে গুগল লেন্স চালু হবে। এটি ফোনের ক্যামেরা ব্যবহার করে।
ক্যামেরা দিয়ে কোনো বস্তুর ছবি তুললে বা গ্যালারি থেকে কোনো ছবি নির্বাচন করলে কাঙ্খিত বিষয়ের বিভিন্ন ভিডিও ইউটিউবে দেখাবে। যেমন: রাস্তা দিয়ে হাটার সময় কোনো আর্কষণীয় গাড়ি দেখলেন। গাড়িটির রিভিউ জানার ইচ্ছা হলো। সেইসময় ইউটিউবে গিয়ে গুগল লেন্সে বাটনে ট্যাপ করে ফোনের ক্যামেরাটি গাড়িটির ওপর তাক করলেই গাড়িটি সম্পর্কিত ভিডিওগুলো সেকেন্ডের ভেতরে চোখের সামনে নিয়ে আসবে। ফলাফলগুলো থেকে নিজের পছন্দমতো ভিডিওতে ট্যাপ করে দেখতে পারবেন।
ফিচারটি সার্চ ফলাফলে ইউটিউবের ভিডিওসহ সাধারণ গুগল সার্চের ফলাফলও দেখাবে। এখানে ‘সার্চ অন গুগল’ অপশন দেখাবে। এতে ট্যাপ করলে সাধারণ গুগল সার্চের ফলাফলগুলো দেখাবে।
বর্তমানে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসে ফিচারটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে শিগগিরই অন্যদের অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচার যুক্ত করা হবে।
এখন ইউটিউব শর্টসেও ‘ড্রিম স্ক্রিন’ নামে নতুন এআই ফিচার যুক্ত করবে ইউটিউব। ফলে ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ডে এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ও ভিডিও যুক্ত করতে পারবে ক্রিয়েটররা। ফিচারটি অনেকটা ‘গ্রিন স্ক্রিনের’ মতো কাজ করে। এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দের মতো ছবি ও ভিডিও যুক্ত করে নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে।
ড্রিম স্ক্রিন ছাড়াও ‘ড্রিম ট্যাক’ নামের নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইউটিউব। এর মাধ্যমে ক্রিয়েটররা ৩০ সেকেন্ডের সাউন্ডট্র্যাক তৈরি করতে পারবে। এআই দিয়ে জনপ্রিয় তারকাদের নকল কণ্ঠ এসব সাউন্ডট্র্যাকে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি ও স্যামমোবাইল
এখন পর্যন্ত দুই পদ্ধতিতে পছন্দের ভিডিও সার্চ করা যেত ইউটিউবে। এবার প্ল্যাটফর্মটির সঙ্গে গুগল লেন্স ফিচার যুক্ত করেছে গুগল। ফিচারটির মাধ্যমে ফোনের ক্যামেরা দিয়ে বা গ্যালারিতে থাকা কোনো ভিডিওয়ের স্ক্রিনশট থেকে ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল বলেছে, প্রাথমিকভাবে ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে এ সুবিধা যুক্ত করা হবে।
ফিচারটি নিয়ে একটি স্ক্রিনশটও প্রকাশ করে নাইনটুভাইভ গুগল। স্ক্রিনশট থেকে দেখা যায়, অ্যান্ড্রয়েড ফোনের ইউটিউব অ্যাপের সার্চবারে ও ভয়েস ইনপুট বাটনের মাঝে গুগল লেন্সের জন্য নতুন বাটন যুক্ত করেছে গুগল। এই বাটনে ট্যাপ করলে গুগল লেন্স চালু হবে। এটি ফোনের ক্যামেরা ব্যবহার করে।
ক্যামেরা দিয়ে কোনো বস্তুর ছবি তুললে বা গ্যালারি থেকে কোনো ছবি নির্বাচন করলে কাঙ্খিত বিষয়ের বিভিন্ন ভিডিও ইউটিউবে দেখাবে। যেমন: রাস্তা দিয়ে হাটার সময় কোনো আর্কষণীয় গাড়ি দেখলেন। গাড়িটির রিভিউ জানার ইচ্ছা হলো। সেইসময় ইউটিউবে গিয়ে গুগল লেন্সে বাটনে ট্যাপ করে ফোনের ক্যামেরাটি গাড়িটির ওপর তাক করলেই গাড়িটি সম্পর্কিত ভিডিওগুলো সেকেন্ডের ভেতরে চোখের সামনে নিয়ে আসবে। ফলাফলগুলো থেকে নিজের পছন্দমতো ভিডিওতে ট্যাপ করে দেখতে পারবেন।
ফিচারটি সার্চ ফলাফলে ইউটিউবের ভিডিওসহ সাধারণ গুগল সার্চের ফলাফলও দেখাবে। এখানে ‘সার্চ অন গুগল’ অপশন দেখাবে। এতে ট্যাপ করলে সাধারণ গুগল সার্চের ফলাফলগুলো দেখাবে।
বর্তমানে নির্দিষ্ট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ডিভাইসে ফিচারটি পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে শিগগিরই অন্যদের অ্যান্ড্রয়েড ফোনেও এই ফিচার যুক্ত করা হবে।
এখন ইউটিউব শর্টসেও ‘ড্রিম স্ক্রিন’ নামে নতুন এআই ফিচার যুক্ত করবে ইউটিউব। ফলে ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ডে এআই দিয়ে তৈরি বিভিন্ন ছবি ও ভিডিও যুক্ত করতে পারবে ক্রিয়েটররা। ফিচারটি অনেকটা ‘গ্রিন স্ক্রিনের’ মতো কাজ করে। এআইকে বিভিন্ন নির্দেশনা দিয়ে পছন্দের মতো ছবি ও ভিডিও যুক্ত করে নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবে।
ড্রিম স্ক্রিন ছাড়াও ‘ড্রিম ট্যাক’ নামের নতুন ফিচার নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করছে ইউটিউব। এর মাধ্যমে ক্রিয়েটররা ৩০ সেকেন্ডের সাউন্ডট্র্যাক তৈরি করতে পারবে। এআই দিয়ে জনপ্রিয় তারকাদের নকল কণ্ঠ এসব সাউন্ডট্র্যাকে ব্যবহার করা যাবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি ও স্যামমোবাইল
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে