গুগল সার্চ রেজাল্টে ক্যাশ ওয়েব পেজ আর পাওয়া যাবে না। সার্চ রেজাল্ট থেকে ক্যাশড ওয়েব পেজ সরিয়ে ফেলছে গুগল। ওয়েবসাইটের সার্চের ফলাফলে ক্যাশ ফিচার না দেখতে পাওয়ার অভিযোগ কয়েক মাস ধরেই ব্যবহারকারীরা করে আসছিলেন। ১ ফেব্রুয়ারি এক্স প্ল্যাটফর্মের পোস্টে ফিচারটি সরিয়ে ফেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন গুগল সার্চের জনসংযোগ কর্মকর্তা ড্যানি সুলিভান।
বেশির ভাগ ওয়েবসাইটই প্রতিনিয়ত আপডেট হয়। নির্দিষ্ট তারিখ ও সময়ে ওয়েবসাইটটি কেমন ছিল তা রেকর্ড করে রাখে ক্যাশ ফিচার। ফলে এই ক্যাশ লিংকগুলোতে প্রবেশ করলে ওয়েবসাইটগুলোয় আগের আপডেটগুলো দেখা যায়। এই ফিচার শুধু ওয়েবসাইট ডেভেলপারদেরই সাহায্য করে না, সেই সঙ্গে সাংবাদিকদেরও সাহায্য করে। বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে কোন সময় কোন তথ্য আপডেট করা হয়েছে তা জানতেও ফিচারটি সাহায্য করে।
গুগল সার্চের একটি জনপ্রিয় ফিচার হলো ক্যাশ। আর ক্যাশ পেজে কয়েকভাবে প্রবেশ করা যেত। সার্চের ফলাফলে যেকোনো ওয়েবসাইটের পাশে তিন ডটে ক্লিক করলে ‘অ্যাবাউট দিস রেজাল্ট’ নামে একটি প্যানেল চালু হয়। প্যানেলটির নিচে স্ক্রল করলে ‘ক্যাশ’ অপশনটি পাওয়া যেত। আবার যেকোনো URL এর আগে ‘ক্যাশ’ শব্দ যুক্ত করলে সরাসরি ক্যাশড ভার্সনে নিয়ে যেত গুগল।
গুগল ধীরে ধীরে সরিয়ে ফেলেছে এই ফিচার। এর আগে এক্সে এক পোস্টে প্রযুক্তি বিশ্লেষক ব্যারি শোয়ার্টজ ডিসেম্বরের শুরুর দিকে ক্যাশ লিংকগুলো সরিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।
আপাতত এই ফিচারের পরিবর্তে অন্য কোনো ফিচার নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই গুগলের। তবে সুভিলিয়ান আশা করেন, গুগলের ফলাফলের সঙ্গে ইন্টারনেট আর্কাইভের একটি লিংক যুক্ত করে দিতে পারে কোম্পানিটি। এর মাধ্যমে ওয়েবপেজে সময়ের সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয়েছে, সেই আপডেটগুলো দেখা যাবে। তবে এই সুবিধা আসলেই আসবে কি না, তা নিশ্চিত করে বলেননি সুভিলিয়ান। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তাদের (গুগলের কার্যনির্বাহীদের) সঙ্গে আলোচনা করতে হবে, কারণ এর সঙ্গে আরও মানুষ জড়িত। তবে ফিচারটি যুক্ত হলে সব মিলিয়ে ভালোই হবে।’
এই ফিচার সরিয়ে ফেলার ফলে অনেক গ্রাহক বিং সার্চ ইঞ্জিন ব্যবহার শুরু করতে পারে। কারণ ক্যাশ ওয়েবসাইট দেখার সুবিধা এখনো এই সার্চ ইঞ্জিনে পাওয়া যায়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
গুগল সার্চ রেজাল্টে ক্যাশ ওয়েব পেজ আর পাওয়া যাবে না। সার্চ রেজাল্ট থেকে ক্যাশড ওয়েব পেজ সরিয়ে ফেলছে গুগল। ওয়েবসাইটের সার্চের ফলাফলে ক্যাশ ফিচার না দেখতে পাওয়ার অভিযোগ কয়েক মাস ধরেই ব্যবহারকারীরা করে আসছিলেন। ১ ফেব্রুয়ারি এক্স প্ল্যাটফর্মের পোস্টে ফিচারটি সরিয়ে ফেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন গুগল সার্চের জনসংযোগ কর্মকর্তা ড্যানি সুলিভান।
বেশির ভাগ ওয়েবসাইটই প্রতিনিয়ত আপডেট হয়। নির্দিষ্ট তারিখ ও সময়ে ওয়েবসাইটটি কেমন ছিল তা রেকর্ড করে রাখে ক্যাশ ফিচার। ফলে এই ক্যাশ লিংকগুলোতে প্রবেশ করলে ওয়েবসাইটগুলোয় আগের আপডেটগুলো দেখা যায়। এই ফিচার শুধু ওয়েবসাইট ডেভেলপারদেরই সাহায্য করে না, সেই সঙ্গে সাংবাদিকদেরও সাহায্য করে। বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে কোন সময় কোন তথ্য আপডেট করা হয়েছে তা জানতেও ফিচারটি সাহায্য করে।
গুগল সার্চের একটি জনপ্রিয় ফিচার হলো ক্যাশ। আর ক্যাশ পেজে কয়েকভাবে প্রবেশ করা যেত। সার্চের ফলাফলে যেকোনো ওয়েবসাইটের পাশে তিন ডটে ক্লিক করলে ‘অ্যাবাউট দিস রেজাল্ট’ নামে একটি প্যানেল চালু হয়। প্যানেলটির নিচে স্ক্রল করলে ‘ক্যাশ’ অপশনটি পাওয়া যেত। আবার যেকোনো URL এর আগে ‘ক্যাশ’ শব্দ যুক্ত করলে সরাসরি ক্যাশড ভার্সনে নিয়ে যেত গুগল।
গুগল ধীরে ধীরে সরিয়ে ফেলেছে এই ফিচার। এর আগে এক্সে এক পোস্টে প্রযুক্তি বিশ্লেষক ব্যারি শোয়ার্টজ ডিসেম্বরের শুরুর দিকে ক্যাশ লিংকগুলো সরিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।
আপাতত এই ফিচারের পরিবর্তে অন্য কোনো ফিচার নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই গুগলের। তবে সুভিলিয়ান আশা করেন, গুগলের ফলাফলের সঙ্গে ইন্টারনেট আর্কাইভের একটি লিংক যুক্ত করে দিতে পারে কোম্পানিটি। এর মাধ্যমে ওয়েবপেজে সময়ের সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয়েছে, সেই আপডেটগুলো দেখা যাবে। তবে এই সুবিধা আসলেই আসবে কি না, তা নিশ্চিত করে বলেননি সুভিলিয়ান। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তাদের (গুগলের কার্যনির্বাহীদের) সঙ্গে আলোচনা করতে হবে, কারণ এর সঙ্গে আরও মানুষ জড়িত। তবে ফিচারটি যুক্ত হলে সব মিলিয়ে ভালোই হবে।’
এই ফিচার সরিয়ে ফেলার ফলে অনেক গ্রাহক বিং সার্চ ইঞ্জিন ব্যবহার শুরু করতে পারে। কারণ ক্যাশ ওয়েবসাইট দেখার সুবিধা এখনো এই সার্চ ইঞ্জিনে পাওয়া যায়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৩৫ মিনিট আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৩ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৩ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৫ ঘণ্টা আগে