অনলাইন ডেস্ক
স্মার্টফোনে নিজের ব্যক্তিগত ছবি ও ভিডিও থাকে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে এর মধ্যে কিছু ছবি অন্যকে দেখাতে চান না অনেকেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো আইফোনেও ছবি লুকিয়ে রাখার সুবিধা রয়েছে।
আইফোনের গোপন অ্যালবামে ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখা যায়। ফলে অন্য কারও হাতে আপনার ডিভাইসটি থাকলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারকারীরা দেখতে পারবে না। তবে গুগল ফটোজ ব্যবহার করেও এটি করা যাবে।
অ্যাপল ফটোজের মাধ্যমে ছবি ও ভিডিও লুকাবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখার সবচেয়ে সহজ উপায় হলো একটি গোপন অ্যালবাম তৈরি করা। এই অ্যালবামের আওতায় বাছাই করা ছবি ও ভিডিও রেখে পুরো অ্যালবাম লুকিয়ে রাখতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. আইফোনে ফটো অ্যালবাম চালু করুন।
২. যে ছবি ও ভিডিও লুকিয়ে রাখবেন, সেগুলোর ওপর ট্যাপ করে ধরে রেখে তা নির্বাচন করুন।
৩. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘হাইড’ অপশনে ক্লিক করুন।
৫. এরপর ছবি ও ভিডিও লুকিয়ে রাখা দরকার তা নিশ্চিত করার জন্য ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ছবি ও ভিডিওগুলো নিয়ে একটি লুকানো অ্যালবাম তৈরি হবে।
ছবি ও ভিডিও আনহাইড করবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো আবার ফিরিয়ে আনার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফটোজ অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে থাকা অ্যালবাম ট্যাবে ট্যাপ করুন।
৩. এটি মেনু চালু হলে এর নিচের দিকে স্ক্রল করতে থাকুন। এরপর ‘হিডেন’ অপশনে ট্যাপ করুন।
৪. লুকিয়ে রাখা অ্যালবামটি আনলক করতে নিজের ফেইস আইডি বা টাচ আইডি ব্যবহার করুন।
৫. এরপর যেসব ছবি ও ভিডিও আনহাইড করতে চান সেগুলোতে ট্যাপ করুন।
৬. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৭. মেনু থেকে ‘আনহাইড’ অপশনে ক্লিক করুন।
গুগল ফটোজের মাধ্যমে
গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করলে এর মাধ্যমে এসব কনটেন্ট লুকিয়ে রাখতে পারবেন। ফোটোজ অ্যাপের ‘লকড ফোল্ডার’ অ্যাপের মাধ্যমে এটি করা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করে ‘ইউটিলিটিজ’ অপশন নির্বাচন করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৩. পেজে স্ক্রল করে ‘লকড ফোল্ডার’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিয়ে ‘গ্যালারি প্লাস’ আইকনে ট্যাপ করুন। ফলে ছবির তালিকা দেখা যাবে।
৫. এক বা একাধিক ছবি নির্বাচন করে ওপরে থাকা ‘মুভ’ বাটন ট্যাপ করুন।
৬. আবার ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিতে হবে। এরপর একটি পপআপ মেনু দেখা যাবে।
৭. মেনু থেকে কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৮. আবার ‘মুভ’ বাটনে ট্যাপ করে ‘অ্যালাউ’ বাটনে ট্যাপ করলেই নির্দিষ্ট ছবিগুলো লক ফোল্ডারে জমা হবে।
স্মার্টফোনে নিজের ব্যক্তিগত ছবি ও ভিডিও থাকে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে এর মধ্যে কিছু ছবি অন্যকে দেখাতে চান না অনেকেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো আইফোনেও ছবি লুকিয়ে রাখার সুবিধা রয়েছে।
আইফোনের গোপন অ্যালবামে ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখা যায়। ফলে অন্য কারও হাতে আপনার ডিভাইসটি থাকলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারকারীরা দেখতে পারবে না। তবে গুগল ফটোজ ব্যবহার করেও এটি করা যাবে।
অ্যাপল ফটোজের মাধ্যমে ছবি ও ভিডিও লুকাবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখার সবচেয়ে সহজ উপায় হলো একটি গোপন অ্যালবাম তৈরি করা। এই অ্যালবামের আওতায় বাছাই করা ছবি ও ভিডিও রেখে পুরো অ্যালবাম লুকিয়ে রাখতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. আইফোনে ফটো অ্যালবাম চালু করুন।
২. যে ছবি ও ভিডিও লুকিয়ে রাখবেন, সেগুলোর ওপর ট্যাপ করে ধরে রেখে তা নির্বাচন করুন।
৩. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘হাইড’ অপশনে ক্লিক করুন।
৫. এরপর ছবি ও ভিডিও লুকিয়ে রাখা দরকার তা নিশ্চিত করার জন্য ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ছবি ও ভিডিওগুলো নিয়ে একটি লুকানো অ্যালবাম তৈরি হবে।
ছবি ও ভিডিও আনহাইড করবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো আবার ফিরিয়ে আনার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফটোজ অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে থাকা অ্যালবাম ট্যাবে ট্যাপ করুন।
৩. এটি মেনু চালু হলে এর নিচের দিকে স্ক্রল করতে থাকুন। এরপর ‘হিডেন’ অপশনে ট্যাপ করুন।
৪. লুকিয়ে রাখা অ্যালবামটি আনলক করতে নিজের ফেইস আইডি বা টাচ আইডি ব্যবহার করুন।
৫. এরপর যেসব ছবি ও ভিডিও আনহাইড করতে চান সেগুলোতে ট্যাপ করুন।
৬. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৭. মেনু থেকে ‘আনহাইড’ অপশনে ক্লিক করুন।
গুগল ফটোজের মাধ্যমে
গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করলে এর মাধ্যমে এসব কনটেন্ট লুকিয়ে রাখতে পারবেন। ফোটোজ অ্যাপের ‘লকড ফোল্ডার’ অ্যাপের মাধ্যমে এটি করা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করে ‘ইউটিলিটিজ’ অপশন নির্বাচন করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৩. পেজে স্ক্রল করে ‘লকড ফোল্ডার’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিয়ে ‘গ্যালারি প্লাস’ আইকনে ট্যাপ করুন। ফলে ছবির তালিকা দেখা যাবে।
৫. এক বা একাধিক ছবি নির্বাচন করে ওপরে থাকা ‘মুভ’ বাটন ট্যাপ করুন।
৬. আবার ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিতে হবে। এরপর একটি পপআপ মেনু দেখা যাবে।
৭. মেনু থেকে কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৮. আবার ‘মুভ’ বাটনে ট্যাপ করে ‘অ্যালাউ’ বাটনে ট্যাপ করলেই নির্দিষ্ট ছবিগুলো লক ফোল্ডারে জমা হবে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৪ ঘণ্টা আগে