শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অ্যানিমেটেড ডুডল দিয়ে উদ্‌যাপন গুগলের

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩১
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৬

চলতি বছরের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী নিজেদের সার্চ ইঞ্জিন হোমপেজে অ্যানিমেটেড ডুডল দিয়ে উদ্‌যাপন করেছে গুগল। এই অ্যানিমেটেড ডুডলে কিছু প্রাণী দেখানো হয়েছে , যারা শীতকালীন অলিম্পিকের বিভিন্ন খেলা নিয়ে ব্যস্ত । চীনের বেইজিংয়ে আয়োজিত আজ শুক্রবার থেকে শুরু হওয়া ১৭ দিনের এই মাল্টি-স্পোর্টস ইভেন্টটি ২০ ফেব্রুয়ারি শেষ হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইস হকি ও স্নোবোর্ডের মতো শীতকালীন অলিম্পিকের খেলাগুলো অ্যানিমেটেড প্রাণীদের খেলতে দেখা যাবে ।

এবারের শীতকালীন অলিম্পিকে সাতটি ক্রীড়া বিভাগের ১৫টি শাখায় ১০৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে ৯১টি দেশের ২ হাজার ৮০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। অ্যানিমেটেড ডুডলে মাউস ঘোরালে একটি বার্তা ভেসে ওঠে , যেখানে লেখা থাকে 'উইন্টার গেমস ২০২২ বিগিন'। 

একবার গুগলে ডুডলে ক্লিক করলে, চলমান গেমগুলোর সর্বশেষ আপডেটগুলো দেখানোর জন্য শীতকালীন অলিম্পিক তথ্য বহনকারী অনুসন্ধান পৃষ্ঠায় নিয়ে যায় । সেখানে ইভেন্টগুলো তালিকাভুক্ত করা আছে এবং তা থেকে সহজেই খেলার সময়সূচি জানা যায়। 

২০২২ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান বেইজিং জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত