প্রযুক্তি ডেস্ক
গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। এতে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন ভুক্তভোগীরা। তৈরি হয় বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত সংকট।
যা খেয়াল করবেন
কোথাও ঘুরতে গিয়ে হোটেলরুমে বা নতুন কোনো বাড়িতে ঢুকেই খেয়াল করুন কোনো আসবাব বা ঘর সাজানোর সামগ্রী অস্বাভাবিক জায়গায় রাখা আছে কি না।
কোথায় থাকতে পারে ক্যামেরা
আসবাব কিংবা দরজার হাতল, অদ্ভুতভাবে লাগানো ছবির ফ্রেম, ল্যাম্পশেড, দেয়ালঘড়ি ইত্যাদির মধ্যে লুকোনো থাকতে পারে গোপন ক্যামেরা। এটি যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। ক্যামেরার কাজ করার জন্য মূলত তিনটি জিনিসের প্রয়োজন। দৃশ্যমানতা, বিদ্যুতের উৎস ও যোগাযোগের নেটওয়ার্ক। সে কারণে সুইচ বোর্ডের কাছাকাছি জায়গা, বাল্ব লাগানোর ফাঁকা জায়গা, টেলিভিশন—এসবই গোপন ক্যামেরা রাখার জন্য ব্যবহৃত হয়।
ক্যামেরা লুকোনোর আরেকটি প্রচলিত জায়গা হলো টয়লেট। অদ্ভুতভাবে ঘুরিয়ে রাখা শাওয়ারের মুখ, বিশেষ ধরনের আসবাব কিংবা আয়নার পেছনে থাকতে পারে গোপন ক্যামেরা।
যেভাবে শনাক্ত করবেন
এর সন্ধান করতে প্রথমেই ঘরটির সব আলো বন্ধ করে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালান। গোপন ক্যামেরায় প্রতিফলিত আলো দেখে শনাক্ত করে ফেলুন লুকানো ক্যামেরাটি কোথায় আছে। মোবাইল ফোনের ক্যামেরা অন করে যদি কোনো আলোর বিন্দু দেখেন তাহলে বুঝবেন সেখানেই রয়েছে ক্যামেরা।
ইদানীং অনেকে ব্লুটুথের মাধ্যমে গোপন ক্যামেরা চালায়। সে ক্ষেত্রে মোবাইল ফোনের ব্লুটুথ অন করে কাছাকাছি কী কী ডিভাইস আছে, পরীক্ষা করুন। অনেক সময় আয়নার পেছনে লুকিয়ে রাখা হয় ক্যামেরা। সেই ক্যামেরা পরীক্ষা করার একটি পদ্ধতি আছে। আয়নার ওপর চেপে ধরুন আপনার হাতের আঙুল। আঙুল ও আঙুলের প্রতিবিম্বের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে ভালো করে পরীক্ষা করে দেখুন। সেখানে থাকতে পারে গোপন ক্যামেরা।
গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। এতে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন ভুক্তভোগীরা। তৈরি হয় বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত সংকট।
যা খেয়াল করবেন
কোথাও ঘুরতে গিয়ে হোটেলরুমে বা নতুন কোনো বাড়িতে ঢুকেই খেয়াল করুন কোনো আসবাব বা ঘর সাজানোর সামগ্রী অস্বাভাবিক জায়গায় রাখা আছে কি না।
কোথায় থাকতে পারে ক্যামেরা
আসবাব কিংবা দরজার হাতল, অদ্ভুতভাবে লাগানো ছবির ফ্রেম, ল্যাম্পশেড, দেয়ালঘড়ি ইত্যাদির মধ্যে লুকোনো থাকতে পারে গোপন ক্যামেরা। এটি যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। ক্যামেরার কাজ করার জন্য মূলত তিনটি জিনিসের প্রয়োজন। দৃশ্যমানতা, বিদ্যুতের উৎস ও যোগাযোগের নেটওয়ার্ক। সে কারণে সুইচ বোর্ডের কাছাকাছি জায়গা, বাল্ব লাগানোর ফাঁকা জায়গা, টেলিভিশন—এসবই গোপন ক্যামেরা রাখার জন্য ব্যবহৃত হয়।
ক্যামেরা লুকোনোর আরেকটি প্রচলিত জায়গা হলো টয়লেট। অদ্ভুতভাবে ঘুরিয়ে রাখা শাওয়ারের মুখ, বিশেষ ধরনের আসবাব কিংবা আয়নার পেছনে থাকতে পারে গোপন ক্যামেরা।
যেভাবে শনাক্ত করবেন
এর সন্ধান করতে প্রথমেই ঘরটির সব আলো বন্ধ করে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালান। গোপন ক্যামেরায় প্রতিফলিত আলো দেখে শনাক্ত করে ফেলুন লুকানো ক্যামেরাটি কোথায় আছে। মোবাইল ফোনের ক্যামেরা অন করে যদি কোনো আলোর বিন্দু দেখেন তাহলে বুঝবেন সেখানেই রয়েছে ক্যামেরা।
ইদানীং অনেকে ব্লুটুথের মাধ্যমে গোপন ক্যামেরা চালায়। সে ক্ষেত্রে মোবাইল ফোনের ব্লুটুথ অন করে কাছাকাছি কী কী ডিভাইস আছে, পরীক্ষা করুন। অনেক সময় আয়নার পেছনে লুকিয়ে রাখা হয় ক্যামেরা। সেই ক্যামেরা পরীক্ষা করার একটি পদ্ধতি আছে। আয়নার ওপর চেপে ধরুন আপনার হাতের আঙুল। আঙুল ও আঙুলের প্রতিবিম্বের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে ভালো করে পরীক্ষা করে দেখুন। সেখানে থাকতে পারে গোপন ক্যামেরা।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১০ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১২ ঘণ্টা আগে