ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৩ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৪ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৬ ঘণ্টা আগে