অনলাইন ডেস্ক
ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ডিজিটাল যুগে প্রতিদিনের সঙ্গী স্মার্টফোন বা ল্যাপটপ। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এসব ডিভাইসের চার্জিং পোর্টে ধুলা বা ময়লা জমে যায়। এ জন্য অনেক সময় ডিভাইসে চার্জ হয় না বা চার্জ হতে দেরি হয়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। তবে নিরাপদ ও সঠিক উপায়ে পরিষ্কার না করলে পোর্টের উল্টো ক্ষতি হতে পারে।
সাবধানে ও সময় নিয়ে স্মার্টফোন ও ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করতে হবে। আর এগুলো অবশ্যই আলতোভাবে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেশি শক্তি প্রয়োগ করে ঘষামাজা করা যাবে না। সেই সঙ্গে পরিষ্কার করার জন্য কখনোই পানি ব্যবহার করা যাবে না।
অ্যান্ড্রয়েড ও আইফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. পরিষ্কার করার আগে অ্যান্ড্রয়েড ও আইফোন ডিভাইস বন্ধ (পাওয়ার অফ) করতে হবে।
২. তুলার একটি ছোট অংশ ছিঁড়ে নিতে হবে। এরপর সেটি টুথপিকে জড়িয়ে নিতে হবে অথবা কটন বাডস সরাসরিভাবে ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, তুলার আশগুলো যেন বেশি বের হয়ে না থাকে, তা না হলে এগুলো পোর্টের ভেতরে আটকে যাবে।
৩. কম্প্রেসড এয়ারের ক্যান ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে। তবে বেশিক্ষণ ওই এয়ার ব্যবহার করা ঠিক নয়। আর এই ক্যান না থাকলে এই ধাপটি বাদ দিতে পারেন বা ফুঁ দিয়ে যতটা সম্ভব ময়লা বের করতে পারেন।
৪. এরপর চার্জিং পোর্টে কটন বাডস বা তুলায় মোড়ানো টুথপিকের অগ্রভাগ প্রবেশ করাতে হবে। তবে সেটি ধীরে ধীরে করতে হবে। টুলগুলো যেন সব জায়গায় পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে।
৫. অবশিষ্ট ময়লা দূর করতে আবার কম্প্রেসড এয়ার ব্যবহার করতে হবে।
আর ময়লা বা ধুলাবালু খুব শক্তভাবে লেগে থাকলে কটনবাডসে বা তুলায় মোড়ানো টুথপিকে রাবিং অ্যালকোহল (যে কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে) লাগিয়ে নিতে পারেন। তবে এটি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হবে।
ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে
১. ল্যাপটপের চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য ডিভাইসটি প্রথমে বন্ধ করতে হবে। সেই সঙ্গে পাওয়ার সোর্স থেকে তা প্লাগ বন্ধ করতে হবে। ২. পোর্টের ভেতরের অংশ দেখার জন্য ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হবে। সেখানে কোনো ভঙ্গুর পিন রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কারণ পিনগুলো পরিষ্কার করার সময় ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে পরিষ্কার না করে মেরামতের জন্য দক্ষ কোনো মেকানিক বা ব্র্যান্ডের কাছে নিয়ে যেতে হবে।
৩. এরপর ফোনের চার্জিং পোর্ট পরিষ্কারের মতো ল্যাপটপের পোর্ট পরিষ্কার করতে হবে।
চার্জিং পোর্টের ক্ষতি প্রতিরোধের উপায়
১. চার্জিং পোর্টে প্লাগিং ও আনপ্লাগিং করার সময় সতর্ক থাকতে হবে।
২. কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে।
৩. ধুলা ও ময়লা যেন না ঢোকে তখন পোর্ট ঢেকে রাখার জন্য কভার (ডাস্ট প্রোটেক্টিভ কভার) ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
টেকসই ও পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন দেশের বাজারে। বিভিন্ন ক্যাম্পেইনে বোলিং উইদ আ স্প্ল্যাশ ও আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ডিভাইসটিকে হ্যামার ফোন হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবহারকারীরা। পানিরোধী প্রযুক্তিসহ আর যেসব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে
৫ ঘণ্টা আগেযুক্তরাজ্যের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোকে নিয়ে আসার জন্য কপিরাইট আইনে পরিবর্তন আনার পরিকল্পনা করছে দেশটির সরকার। এই প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে এআই ডেভেলপাররা শিল্পীদের অনলাইনে পাওয়া কনটেন্ট...
৬ ঘণ্টা আগেবিনা মূল্যে ব্যবহারের জন্য এমএস অফিসের একটি পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল বিনা মূল্য ব্যবহার করতে পারবেন। এটি অনলাইনের অফিস সংস্করণের তুলনায় ভিন্ন। কারণ এতে সীমিত ফিচার থাকবে।
৮ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এল গুগল এবং কোয়ালকম। কোম্পানি দুটির মধ্যে নতুন অংশীদারত্বের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপডেট সেবা আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। এই চুক্তির আওতায় এখন থেকে ৮ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং নিরাপত্তা আপডেটের সুবিধা পাবে অ্যান্ড্রয়েড...
১০ ঘণ্টা আগে