প্রযুক্তি ডেস্ক
সুইডেনে নির্মিত হচ্ছে স্থায়ী বৈদ্যুতিক রাস্তা। এই রাস্তায় বিদ্যুৎ চালিত গাড়ি চলার সময়েই রিচার্জ হবে। ২০৪৫ সালের মধ্যে দেশটিতে ৩ হাজার কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ চালিত রাস্তা নির্মাণ করা হবে। এর আগে, অস্থায়ী বৈদ্যুতিক রাস্তা নির্মিত হয়েছে দেশটিতে।
ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ইউরোপীয় ইউনিয়ন নতুন একটি আইন পাস করে। এই আইনে বলা হয়, ২০৩৫ সাল থেকে গাড়ির কার্বন নিঃসরণের হার শূন্য হতে হবে। ফলে ইউরোপীয় দেশগুলো জীবাশ্ম জ্বালানি-মুক্ত যানবাহনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, সুইডেন একটি হাইওয়েকে পুরোপুরি স্থায়ী ইলেকট্রিক রাস্তায় রূপান্তরের কাজ করছে।
এর আগে, সুইডেনে বিশ্বের প্রথম বিদ্যুতায়িত অস্থায়ী রাস্তা নির্মিত হয়। রাস্তাটিতে গাড়ি এবং ট্রাকের ব্যাটারি রিচার্জ করা যায়। প্রায় ২ কিলোমিটার বা ১ দশমিক ২ মাইল দীর্ঘ একটি বৈদ্যুতিক রেললাইন রাজধানী স্টকহোমের কাছে একটি পাবলিক রাস্তায় যুক্ত করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই উদ্যোগের ফলে লম্বা দূরত্বে যাত্রার ক্ষেত্রে গাড়িগুলো ছোট ব্যাটারি ব্যবহার করতে পারবে। এ ছাড়া, চার্জিং স্টেশনেও অপেক্ষা করতে হবে না।
সুইডিশ পরিবহন প্রশাসনের কৌশলগত উন্নয়ন পরিচালক জ্যান পেটারসন ‘আমরা মনে করি রাস্তাকে বিদ্যুতায়ন করার সমাধানটি পরিবহন খাতকে কার্বনমুক্ত করবে। আমরা বেশ কয়েকটি সমাধান নিয়ে কাজ করছি।’
বিদ্যুতায়িত করার জন্য নির্বাচিত রাস্তাটির নাম ইউরোপীয় রুট ই২০। এটি দেশের তিনটি প্রধান শহর— স্টকহোম, গোথেনবার্গ এবং মালমোর মাঝখানে অবস্থিত হলসবার্গ এবং ওরেব্রোর মধ্যে লজিস্টিক হাবকে সংযুক্ত করবে।
সুইডেনে নির্মিত হচ্ছে স্থায়ী বৈদ্যুতিক রাস্তা। এই রাস্তায় বিদ্যুৎ চালিত গাড়ি চলার সময়েই রিচার্জ হবে। ২০৪৫ সালের মধ্যে দেশটিতে ৩ হাজার কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ চালিত রাস্তা নির্মাণ করা হবে। এর আগে, অস্থায়ী বৈদ্যুতিক রাস্তা নির্মিত হয়েছে দেশটিতে।
ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ইউরোপীয় ইউনিয়ন নতুন একটি আইন পাস করে। এই আইনে বলা হয়, ২০৩৫ সাল থেকে গাড়ির কার্বন নিঃসরণের হার শূন্য হতে হবে। ফলে ইউরোপীয় দেশগুলো জীবাশ্ম জ্বালানি-মুক্ত যানবাহনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, সুইডেন একটি হাইওয়েকে পুরোপুরি স্থায়ী ইলেকট্রিক রাস্তায় রূপান্তরের কাজ করছে।
এর আগে, সুইডেনে বিশ্বের প্রথম বিদ্যুতায়িত অস্থায়ী রাস্তা নির্মিত হয়। রাস্তাটিতে গাড়ি এবং ট্রাকের ব্যাটারি রিচার্জ করা যায়। প্রায় ২ কিলোমিটার বা ১ দশমিক ২ মাইল দীর্ঘ একটি বৈদ্যুতিক রেললাইন রাজধানী স্টকহোমের কাছে একটি পাবলিক রাস্তায় যুক্ত করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই উদ্যোগের ফলে লম্বা দূরত্বে যাত্রার ক্ষেত্রে গাড়িগুলো ছোট ব্যাটারি ব্যবহার করতে পারবে। এ ছাড়া, চার্জিং স্টেশনেও অপেক্ষা করতে হবে না।
সুইডিশ পরিবহন প্রশাসনের কৌশলগত উন্নয়ন পরিচালক জ্যান পেটারসন ‘আমরা মনে করি রাস্তাকে বিদ্যুতায়ন করার সমাধানটি পরিবহন খাতকে কার্বনমুক্ত করবে। আমরা বেশ কয়েকটি সমাধান নিয়ে কাজ করছি।’
বিদ্যুতায়িত করার জন্য নির্বাচিত রাস্তাটির নাম ইউরোপীয় রুট ই২০। এটি দেশের তিনটি প্রধান শহর— স্টকহোম, গোথেনবার্গ এবং মালমোর মাঝখানে অবস্থিত হলসবার্গ এবং ওরেব্রোর মধ্যে লজিস্টিক হাবকে সংযুক্ত করবে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১১ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৩ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৪ ঘণ্টা আগে