আগামীকাল গ্যালাক্সি এস ২৪ সিরিজ উন্মোচন করবে স্যামসাং। এর আগেই সিরিজটি সম্পর্কে নানা তথ্য ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে সাত বছরের সফটওয়্যার আপডেট সুবিধা থাকতে পারে। এছাড়া প্রি-অর্ডারের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও এই সিরিজের মডেলগুলোর রং সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলছে, গ্যালাক্সি এস ২৪ সিরিজ সাত বছরের সফটওয়্যার আপডেটের সমর্থন পাবে। সম্ভবত, অ্যান্ড্রয়েড এবং ওয়ান ইউআইয়ের (স্যামসাংয়ের ইউজার ইন্টারফেস) উভয় ক্ষেত্রেই এই সমর্থন পাওয়া যাবে।
গত বছর গ্যালাক্সি এস ২৩ সিরিজে চার বছরের অ্যান্ড্রয়েড ও পাঁচ বছরের সিকিউরিটি (নিরাপত্তা) আপডেটের সুবিধা দেয় স্যামসাং। যদি নতুন তথ্যটি সত্য হয়, তাহলে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারকেরাও স্যামসাংয়ের পথ অনুসরণ করতে পারে।
স্যামসাংয়ের প্রধান প্রতিযোগী কোম্পানি গুগলও গত বছরের অক্টোবরে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনে সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।
এছাড়া নতুন সিরিজের ফোনগুলোর রং এবং ইউরোপে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা ফোন প্রিঅর্ডারের সুবিধাগুলো প্রকাশ করেছে স্যামসাং ফোনের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট স্যাম ইনসাইডার।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে তিন ধরনের রং দেখা যেতে পারে। সেগুলো হলো–টাইটেনিয়াম গ্রিন (সবুজ), টাইটেনিয়াম ব্লু (নীল) ও টাইটেনিয়াম অরেঞ্জ (কমলা)। গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাসে জেড গ্রিন, স্যাফেয়ার ব্লু ও স্যান্ডস্টোন অরেঞ্জ–এই তিনটি রং দেখা দিতে পারে।
স্যামসাংয়ের প্রচারণামূলক অফারগুলো আগের বছরের মতোই হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সংস্করণের অতিরিক্ত চার্জ ছাড়াই দ্বিগুণ স্টোরেজ সুবিধা দেবে। প্রি অর্ডারে গ্রাহকেরা ১২৮ জিবি সংস্করণের দামে ২৫৬ জিবি সংস্করণ কিনতে পারবে। একইভাবে ২৫৬ জিবি সংস্করণের দামে ৫১২ জিবি সংস্করণের মডেল কিনতে পারবে। ১ টিবি স্টোরেজের সংস্করণটি খুচরা বিক্রির জন্য ২ হাজার ইউনিটের মধ্যে সীমাবদ্ধ হতে পারে।
গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা কেনার সময় পুরোনো ফোনের পরিবর্তে ১০০ ইউরো পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, স্যামসাং এস ২৪ সিরিজে এআই ভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে।
সিরিজটির বিভিন্ন স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং গ্যালাক্সি এস ২৪—এ ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
আগামীকাল গ্যালাক্সি এস ২৪ সিরিজ উন্মোচন করবে স্যামসাং। এর আগেই সিরিজটি সম্পর্কে নানা তথ্য ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ সিরিজে সাত বছরের সফটওয়্যার আপডেট সুবিধা থাকতে পারে। এছাড়া প্রি-অর্ডারের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও এই সিরিজের মডেলগুলোর রং সম্পর্কেও বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলছে, গ্যালাক্সি এস ২৪ সিরিজ সাত বছরের সফটওয়্যার আপডেটের সমর্থন পাবে। সম্ভবত, অ্যান্ড্রয়েড এবং ওয়ান ইউআইয়ের (স্যামসাংয়ের ইউজার ইন্টারফেস) উভয় ক্ষেত্রেই এই সমর্থন পাওয়া যাবে।
গত বছর গ্যালাক্সি এস ২৩ সিরিজে চার বছরের অ্যান্ড্রয়েড ও পাঁচ বছরের সিকিউরিটি (নিরাপত্তা) আপডেটের সুবিধা দেয় স্যামসাং। যদি নতুন তথ্যটি সত্য হয়, তাহলে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারকেরাও স্যামসাংয়ের পথ অনুসরণ করতে পারে।
স্যামসাংয়ের প্রধান প্রতিযোগী কোম্পানি গুগলও গত বছরের অক্টোবরে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো ফোনে সাত বছরের অ্যান্ড্রয়েড আপডেটের সুবিধা দেওয়ার ঘোষণা দেয়।
এছাড়া নতুন সিরিজের ফোনগুলোর রং এবং ইউরোপে গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা ফোন প্রিঅর্ডারের সুবিধাগুলো প্রকাশ করেছে স্যামসাং ফোনের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট স্যাম ইনসাইডার।
গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে তিন ধরনের রং দেখা যেতে পারে। সেগুলো হলো–টাইটেনিয়াম গ্রিন (সবুজ), টাইটেনিয়াম ব্লু (নীল) ও টাইটেনিয়াম অরেঞ্জ (কমলা)। গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাসে জেড গ্রিন, স্যাফেয়ার ব্লু ও স্যান্ডস্টোন অরেঞ্জ–এই তিনটি রং দেখা দিতে পারে।
স্যামসাংয়ের প্রচারণামূলক অফারগুলো আগের বছরের মতোই হতে পারে। গ্যালাক্সি এস ২৪ সংস্করণের অতিরিক্ত চার্জ ছাড়াই দ্বিগুণ স্টোরেজ সুবিধা দেবে। প্রি অর্ডারে গ্রাহকেরা ১২৮ জিবি সংস্করণের দামে ২৫৬ জিবি সংস্করণ কিনতে পারবে। একইভাবে ২৫৬ জিবি সংস্করণের দামে ৫১২ জিবি সংস্করণের মডেল কিনতে পারবে। ১ টিবি স্টোরেজের সংস্করণটি খুচরা বিক্রির জন্য ২ হাজার ইউনিটের মধ্যে সীমাবদ্ধ হতে পারে।
গ্যালাক্সি এস ২৪, গ্যালাক্সি এস ২৪ প্লাস ও গ্যালাক্সি এস ২৪ আলট্রা কেনার সময় পুরোনো ফোনের পরিবর্তে ১০০ ইউরো পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল বলছে, স্যামসাং এস ২৪ সিরিজে এআই ভিত্তিক বিভিন্ন ফিচার দেখা যাবে।
সিরিজটির বিভিন্ন স্পেসিফিকেশনও ফাঁস হয়েছে। গ্যালাক্সি এস ২৪ আল্ট্রাতে ৬ দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা থাকবে। গ্যালাক্সি এস ২৪ প্লাসে ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং গ্যালাক্সি এস ২৪—এ ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
১ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৩ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৫ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৬ ঘণ্টা আগে