ফিচার ডেস্ক
বেশ কিছুদিন আগের কথা; অনলাইনে কিছু খুঁজতে সহায়ক ছিল গুগল। বলা যায়, গুগল ছাড়া চিন্তা করা যেত না। ২০২২ সালে ঘটনায় নতুন মোড় নিয়ে এল মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের চ্যাটবট চ্যাটজিপিটি সাড়া ফেলল। শুধু খোঁজার কাজ নয়, আপনার যা প্রয়োজন, সেটি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। ধরুন, আপনার প্রয়োজন একটি মেইল লেখা বা কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা করা। সবকিছুর সমাধান দিতে পারে চ্যাটজিপিটি।
যে গুগল এত দিন অনলাইন দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে, তার কী হবে? এমন প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানের তো বসে থাকার কথা নয়। ঠিক এক বছর পর, ২০২৩ সালে গুগল নিয়ে এল তাদের এআই চ্যাটবট জেমিনি। তবে এখনো এটি চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে। এই প্রতিযোগিতার মোড় আবারও ঘুরতে পারে ২০২৫ সালে।
গুগল এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি যোগ করেছে জেমিনিতে। সেখানেই শেষ নয়, আরও উন্নত করা হচ্ছে এই চ্যাটবট। এর মধ্যে আছে জেমিনির সঙ্গে সরাসরি কথা বলা। কোনো ধরনের টাইপ করার ঝামেলা ছাড়া জেমিনির সঙ্গে কথা বলা যাবে। আর এই চ্যাটবট সরাসরি উত্তর দিতে প্রস্তুত থাকবে। এ ছাড়া টেক্সট ও ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবে।
এসব সুবিধা ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে পারবে জেমিনি।
এই চ্যাটবটে কিছু আপলোড করে সংশোধন চাইলে সেটি ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে দেবে। এর বাইরে একাধিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে জেমিনির কাঁধে; যেমন রিমাইন্ডার সেট করা, হোম ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।
এত আপডেট এলেও গুগল সেগুলোর কিছুই বিনা মূল্যে দেবে না। আপাতত শুধু জেমিনি অ্যাডভান্স গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে জেমিনি অ্যাপ ব্যবহার নিয়ে অপেক্ষায় ছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাঁদের জন্য সুখবর, সম্প্রতি অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে এই অ্যাপ।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
বেশ কিছুদিন আগের কথা; অনলাইনে কিছু খুঁজতে সহায়ক ছিল গুগল। বলা যায়, গুগল ছাড়া চিন্তা করা যেত না। ২০২২ সালে ঘটনায় নতুন মোড় নিয়ে এল মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের চ্যাটবট চ্যাটজিপিটি সাড়া ফেলল। শুধু খোঁজার কাজ নয়, আপনার যা প্রয়োজন, সেটি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। ধরুন, আপনার প্রয়োজন একটি মেইল লেখা বা কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা করা। সবকিছুর সমাধান দিতে পারে চ্যাটজিপিটি।
যে গুগল এত দিন অনলাইন দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে, তার কী হবে? এমন প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানের তো বসে থাকার কথা নয়। ঠিক এক বছর পর, ২০২৩ সালে গুগল নিয়ে এল তাদের এআই চ্যাটবট জেমিনি। তবে এখনো এটি চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে। এই প্রতিযোগিতার মোড় আবারও ঘুরতে পারে ২০২৫ সালে।
গুগল এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি যোগ করেছে জেমিনিতে। সেখানেই শেষ নয়, আরও উন্নত করা হচ্ছে এই চ্যাটবট। এর মধ্যে আছে জেমিনির সঙ্গে সরাসরি কথা বলা। কোনো ধরনের টাইপ করার ঝামেলা ছাড়া জেমিনির সঙ্গে কথা বলা যাবে। আর এই চ্যাটবট সরাসরি উত্তর দিতে প্রস্তুত থাকবে। এ ছাড়া টেক্সট ও ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবে।
এসব সুবিধা ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে পারবে জেমিনি।
এই চ্যাটবটে কিছু আপলোড করে সংশোধন চাইলে সেটি ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে দেবে। এর বাইরে একাধিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে জেমিনির কাঁধে; যেমন রিমাইন্ডার সেট করা, হোম ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।
এত আপডেট এলেও গুগল সেগুলোর কিছুই বিনা মূল্যে দেবে না। আপাতত শুধু জেমিনি অ্যাডভান্স গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।
অন্যদিকে জেমিনি অ্যাপ ব্যবহার নিয়ে অপেক্ষায় ছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাঁদের জন্য সুখবর, সম্প্রতি অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে এই অ্যাপ।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
২ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৪ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৬ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ঘণ্টা আগে