Ajker Patrika

আরও উন্নত হচ্ছে জেমিনি

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন আগের কথা; অনলাইনে কিছু খুঁজতে সহায়ক ছিল গুগল। বলা যায়, গুগল ছাড়া চিন্তা করা যেত না। ২০২২ সালে ঘটনায় নতুন মোড় নিয়ে এল মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেনএআই। তাদের চ্যাটবট চ্যাটজিপিটি সাড়া ফেলল। শুধু খোঁজার কাজ নয়, আপনার যা প্রয়োজন, সেটি তৈরি করতে পারবে এই প্রযুক্তি। ধরুন, আপনার প্রয়োজন একটি মেইল লেখা বা কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা করা। সবকিছুর সমাধান দিতে পারে চ্যাটজিপিটি।

যে গুগল এত দিন অনলাইন দুনিয়ায় রাজত্ব করে যাচ্ছে, তার কী হবে? এমন প্রভাবশালী প্রযুক্তিপ্রতিষ্ঠানের তো বসে থাকার কথা নয়। ঠিক এক বছর পর, ২০২৩ সালে গুগল নিয়ে এল তাদের এআই চ্যাটবট জেমিনি। তবে এখনো এটি চ্যাটজিপিটির চেয়ে পিছিয়ে। এই প্রতিযোগিতার মোড় আবারও ঘুরতে পারে ২০২৫ সালে।

গুগল এরই মধ্যে বেশ কয়েকটি উন্নত প্রযুক্তি যোগ করেছে জেমিনিতে। সেখানেই শেষ নয়, আরও উন্নত করা হচ্ছে এই চ্যাটবট। এর মধ্যে আছে জেমিনির সঙ্গে সরাসরি কথা বলা। কোনো ধরনের টাইপ করার ঝামেলা ছাড়া জেমিনির সঙ্গে কথা বলা যাবে। আর এই চ্যাটবট সরাসরি উত্তর দিতে প্রস্তুত থাকবে। এ ছাড়া টেক্সট ও ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবে।

এসব সুবিধা ছাড়া ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক পরামর্শ দিতে পারবে জেমিনি।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এই চ্যাটবটে কিছু আপলোড করে সংশোধন চাইলে সেটি ব্যবহারকারীর পছন্দের ওপর ভিত্তি করে দেবে। এর বাইরে একাধিক কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে জেমিনির কাঁধে; যেমন রিমাইন্ডার সেট করা, হোম ডিভাইস নিয়ন্ত্রণ ইত্যাদি।

এত আপডেট এলেও গুগল সেগুলোর কিছুই বিনা মূল্যে দেবে না। আপাতত শুধু জেমিনি অ্যাডভান্স গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।

অন্যদিকে জেমিনি অ্যাপ ব্যবহার নিয়ে অপেক্ষায় ছিলেন আইফোন ব্যবহারকারীরা। তাঁদের জন্য সুখবর, সম্প্রতি অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে এই অ্যাপ।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত