প্রতারণার অভিযোগে ২০ লাখ অ্যাকাউন্ট মুছে দিল মেটা

ফিচার ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭: ৪৯
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ৫৬

অনলাইনে বাড়তে থাকা প্রতারণা রোধে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। এখন পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০ লাখের বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ‘পিগ বুচারিং’ কেলেঙ্কারি ঠেকানো। এ ধরনের প্রতারণার মাধ্যমে অসৎ উপায়ে নেটিজেনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

বিশ্বব্যাপী এ ধরনের প্রতারণার শিকার হয়েছে প্রায় ৩ লাখ মানুষ। প্রতারণার শিকার মানুষেরা ২০২৩ সালে মোট ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছে। মেটা এই প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালায়। সেখান থেকে জানা যায়, সেসব অপরাধের পেছনে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের একটি বড় গ্রুপ রয়েছে। অবশেষে এই কেলেঙ্কারি ঠেকাতে মেটা ২০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।

পিগ বুচারিং জালিয়াতি

প্রাথমিকভাবে এই প্রতারণা বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে শুরু হয়। এর মাধ্যমে অপরিচিত ব্যক্তি ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে। এরপর তার লক্ষ্য হয় বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে কোনো প্রকল্পে বা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের প্রস্তাব দেওয়া। যারা এই ফাঁদে পা দেয়, তারা প্রথমে অল্প পরিমাণে টাকা তুলে নিতে পারে। কিন্তু পরে হঠাৎ তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে চাকরি খুঁজছে এমন ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা আদায় করা হতো অনৈতিকভাবে। মেটা এই ধরনের প্রতারণামূলক অ্যাকাউন্ট চিহ্নিত করা শুরু করে এবং সেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

যেভাবে সতর্ক থাকবেন

অনলাইনে আসা যেকোনো অচেনা মেসেজ সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। অনেক সময় অপরিচিত ব্যক্তি বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। তাই অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। সন্দেহজনক কিছু মনে হলে সেই প্রোফাইলটি রিপোর্ট করুন।

সূত্র: ফোর্বস

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত