অনলাইন ডেস্ক
আইফোনের মেসেজেস অ্যাপে ভুলবশত টেক্সট মেসেজ বা খুদে বার্তা ডিলিট হয়ে যেতে পারে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিলে সহজেই ভুলবশত মুছে যাওয়া মেসেজগুলো ফিরে পাওয়া যায়।
আইওএস ১৬ আপডেটের আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে আইফোনের ব্যাকআপ ব্যবহার করতে হতো। তবে এখন সেই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সরাসরি মেসেজ অ্যাপের মধ্যে থেকেই মেসেজগুলো ফিরিয়ে আনা যাবে। মেসেজ অ্যাপের মধ্যে লুকানো কিছু কার্যকরী টুল ও কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো ফিরে পেতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজ খুঁজে বের করুন
সমস্ত মুছে ফেলা টেক্সট মেসেজেস অ্যাপেই পাওয়া যায়। মুছে ফেলা মেসেজগুলো খুঁজে পেতে আইফোনের মেসেজেস অ্যাপ খুলুন ও ওপরের বাম কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘শো রিসেন্টলি ডিলিটেড’ অপশনে ট্যাপ করুন।
এখানে সাম্প্রতিক ডিলিট করা মেসেজগুলোর একটি তালিকা দেখা যাবে। তালিকায় ফোন নম্বর বা কন্টাক্টসহ মেসেজের সংখ্যা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার জন্য বাকি দিনগুলোর উল্লেখ থাকবে। এতে পুরো মেসেজ থ্রেড ও একক টেক্সট উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।
তবে মুছে ফেলা মেসেজগুলো কেবলমাত্র ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করা যাবে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া মেসেজগুলোর মূল বিষয়বস্তু দেখতে পাবেন না। তাই কন্টাক্টের নাম বা ফোন নম্বর চিনে মেসেজগুলো পুনরুদ্ধার করতে হবে। একবার মেসেজগুলো পুনরুদ্ধার হলে স্বাভাবিকভাবে মেসেজগুলো পড়তে পারবেন।
মেসেজ রিস্টোর করুন
একটি টেক্সট মেসেজ ফিরে পেতে চাইলে, তাহলে সেই থ্রেড বা মেসেজে ট্যাপ করতে হবে। এরপর নিচের ডানদিকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন এবং পপ-আপে প্রদর্শিত ‘রিকভার মেসেজ’ অপশনে ট্যাপ করুন।
যদি একসঙ্গে সব মুছে ফেলা মেসেজ ফিরে পেতে চান, তাহলে কোনো মেসেজ নির্বাচিত না করে সরাসরি ‘রিকোভার অল’ বাটনে ট্যাপ করুন।
ফিরিয়ে আনা মেসেজগুলো ডিভাইসে আসার সময় অনুযায়ী ক্রমানুসারে দেখানো হবে। তাই ফিরিয়ে আনা মেসেজগুলো দেখতে কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হতে পারে। বিশেষ করে মেসেজগুলো বেশি পুরোনো হলে ও ইনবক্সে অনেক নতুন মেসেজ এসে জমা হলে।
আইফোনের ক্লাউড ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো পাওয়া যাবে। তবে এ জন্য আইফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তবে এর মাধ্যমে আইফোনে ব্যাকআপ না থাকা সব ডেটা মুছে যাবে।
তথ্যসূত্র: সিনেট
আইফোনের মেসেজেস অ্যাপে ভুলবশত টেক্সট মেসেজ বা খুদে বার্তা ডিলিট হয়ে যেতে পারে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নিলে সহজেই ভুলবশত মুছে যাওয়া মেসেজগুলো ফিরে পাওয়া যায়।
আইওএস ১৬ আপডেটের আগে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পেতে আইফোনের ব্যাকআপ ব্যবহার করতে হতো। তবে এখন সেই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজন নেই। এখন সরাসরি মেসেজ অ্যাপের মধ্যে থেকেই মেসেজগুলো ফিরিয়ে আনা যাবে। মেসেজ অ্যাপের মধ্যে লুকানো কিছু কার্যকরী টুল ও কৌশল ব্যবহার করে গুরুত্বপূর্ণ বার্তাগুলো ফিরে পেতে পারবেন।
ডিলিট হয়ে যাওয়া টেক্সট মেসেজ খুঁজে বের করুন
সমস্ত মুছে ফেলা টেক্সট মেসেজেস অ্যাপেই পাওয়া যায়। মুছে ফেলা মেসেজগুলো খুঁজে পেতে আইফোনের মেসেজেস অ্যাপ খুলুন ও ওপরের বাম কোনায় থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করুন। এরপর ‘শো রিসেন্টলি ডিলিটেড’ অপশনে ট্যাপ করুন।
এখানে সাম্প্রতিক ডিলিট করা মেসেজগুলোর একটি তালিকা দেখা যাবে। তালিকায় ফোন নম্বর বা কন্টাক্টসহ মেসেজের সংখ্যা এবং স্থায়ীভাবে মুছে যাওয়ার জন্য বাকি দিনগুলোর উল্লেখ থাকবে। এতে পুরো মেসেজ থ্রেড ও একক টেক্সট উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।
তবে মুছে ফেলা মেসেজগুলো কেবলমাত্র ৩০ দিনের মধ্যে পুনরুদ্ধার করা যাবে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ ছাড়া মেসেজগুলোর মূল বিষয়বস্তু দেখতে পাবেন না। তাই কন্টাক্টের নাম বা ফোন নম্বর চিনে মেসেজগুলো পুনরুদ্ধার করতে হবে। একবার মেসেজগুলো পুনরুদ্ধার হলে স্বাভাবিকভাবে মেসেজগুলো পড়তে পারবেন।
মেসেজ রিস্টোর করুন
একটি টেক্সট মেসেজ ফিরে পেতে চাইলে, তাহলে সেই থ্রেড বা মেসেজে ট্যাপ করতে হবে। এরপর নিচের ডানদিকে ‘রিকভার’ বাটনে ট্যাপ করুন এবং পপ-আপে প্রদর্শিত ‘রিকভার মেসেজ’ অপশনে ট্যাপ করুন।
যদি একসঙ্গে সব মুছে ফেলা মেসেজ ফিরে পেতে চান, তাহলে কোনো মেসেজ নির্বাচিত না করে সরাসরি ‘রিকোভার অল’ বাটনে ট্যাপ করুন।
ফিরিয়ে আনা মেসেজগুলো ডিভাইসে আসার সময় অনুযায়ী ক্রমানুসারে দেখানো হবে। তাই ফিরিয়ে আনা মেসেজগুলো দেখতে কিছুটা নিচের দিকে স্ক্রল করতে হতে পারে। বিশেষ করে মেসেজগুলো বেশি পুরোনো হলে ও ইনবক্সে অনেক নতুন মেসেজ এসে জমা হলে।
আইফোনের ক্লাউড ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো পাওয়া যাবে। তবে এ জন্য আইফোনটিকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তবে এর মাধ্যমে আইফোনে ব্যাকআপ না থাকা সব ডেটা মুছে যাবে।
তথ্যসূত্র: সিনেট
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১১ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৪ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৬ ঘণ্টা আগে