পাবলিক প্লেসের ইউএসবি চার্জারে হ্যাকারদের দৌরাত্ম্য, সতর্ক করল ভারত 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১৮: ৫৭

পাবলিক প্লেসে মোবাইল ফোন চার্জ করার ব্যাপারে ব্যবহারে সতর্ক করেছে ভারতের কেন্দ্র সরকার। বিমানবন্দর, ক্যাফে, হোটেল ও বাসস্ট্যান্ডের মতো জনসমাগমের স্থলে ইউএসবি চার্জার ব্যবহারে ফোনের ডেটা চুরি যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সরকার। 

আজ শনিবার এনডিটিভির এক প্রতিবেদনে, ‘ইউএসবি চার্জার স্ক্যাম’ বিষয়ে সরকারের সতর্কতা জারির বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্যে বিমানবন্দর, ক্যাফে, হোটেল এবং বাসস্ট্যান্ডের মতো পাবলিক প্লেসে ইউএসবি চার্জিং পোর্টগুলোকে টার্গেট করে। টার্গেটকৃত ইউএসবি পোস্টগুলোর চার্জিং ডিভাইস ব্যবহারকারীদের ‘জুস জ্যাকিং’ সাইবার আক্রমণের ঝুঁকিতে ফেলতে পারে। 

 ‘জুস জ্যাকিং’ হলো এক ধরনের সাইবার আক্রমণ কৌশল, যেখানে পাবলিক ইউএসবি চার্জিং স্টেশন ব্যবহার করে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর ডেটা চুরি করে বা ইউএসবি পোর্টের সঙ্গে যুক্ত ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে। 

ব্যবহারকারীরা যখন তাঁদের ডিভাইসকে এই জাতীয় চার্জিং পোর্টে প্লাগ করেন, তখন সাইবার অপরাধীরা ডেটা স্থানান্তর করে দিতে পারে অথবা সংযুক্ত ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করতে পারে। এর ফলে ব্যক্তিগত তথ্য চুরি এবং ম্যালওয়্যার বা ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করে মুক্তিপণ দাবি করতে পারে অপরাধীরা। 

নিরাপদ থাকতে হলে করণীয়—

  • ব্যক্তিগত চার্জার বা পাওয়ার ব্যাংক সঙ্গে রাখা। 
  • ডিভাইস লক করে রাখা। 
  • অপরিচিত ডিভাইসের সঙ্গে (ব্লুটুথ) পেয়ারিং না করা। 
  • ফোন চার্জ করার সময় ডিভাইস অফ করে রাখা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত