হোয়াটসঅ্যাপে ডিলিট করা বার্তা দেখবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৮: ১৮

পৃথিবীর প্রায় সর্বত্রই জনপ্রিয় একটি যোগাযোগমাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। সম্প্রতি এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য বেশ কিছু ফিচার এনেছে। এই ফিচারগুলোর মধ্যে একটি হলো ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে ভুল করে পাঠানো মেসেজটি মুছে দেওয়া যাবে। মেসেজ প্রেরক ও প্রাপক দুজনই ডিলিট করতে পারবেন। তবে মেসেজ ডিলিট করে ফেলার পর প্রাপক দেখতে পান সেখান থেকে কিছু একটা লেখা প্রেরক মুছে ফেলেছেন।

তখন অনেকেরই কৌতূহল জাগে, কী লেখা ছিল মেসেজটিতে? ফলে এটি জানার জন্য গুগল প্লে স্টোরে থাকা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে পড়ে নেন কী লেখা ছিল সেই মুছে ফেলা মেসেজে। থার্ড পার্টি অ্যাপ থেকে মুছে ফেলা মেসেজটি কী ছিল জানা সম্ভব হলেও এই অ্যাপগুলোর কারণে পড়তে হতে পারে নানা রকম বিপদে। এই সব বিপদ থেকে রক্ষা পেতে এসেছে নতুন ফিচার। যে পদ্ধতি ব্যবহার করলে মুছে ফেলা বার্তা পড়ার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। তবে জেনে রাখা ভালো, এ ফিচারটি শুধু অ্যান্ড্রয়েড ১১ এবং তার ওপরের সংস্করণে পাওয়া যাবে। 

যা করতে হবে
ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অন করে মোর সেটিংস প্রেস করে নোটিফিকেশন হিস্টরি খুলে স্ক্রিনের দৃশ্যমান ট্রায়াঙ্গল চালু করতে হবে। এ অপশনটি চালু করার পরে এই একই প্রক্রিয়া আবার করতে হবে, তখন ফোনে থাকা পুরো এক দিনের সব বিজ্ঞপ্তি দেখা যাবে। এসব মেসেজের ভেতরেই মুছে ফেলা বার্তাটিও থাকবে। তবে হ্যাঁ, এখানে অডিও-ভিডিও বা কোনো ছবি দেখতে পাওয়া যাবে না। শুধু লিখিত বার্তা দেখা যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত