অনলাইন ডেস্ক
ইলন মাস্কের টেসলা কারখানায় এক সফটওয়্যার প্রকৌশলীকে গুরুতর আঘাত করেছে একটি রোবট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কারখানায় রোবটটি ওই প্রকৌশলীকে আঁকড়ে ধরে তাঁর পিঠ ও হাতে ধাতব নখ দিয়ে আঘাত করে।
সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুসারে, গাড়ি তৈরিতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অটো পার্ট সামলানোর জন্য এ রোবটটি তৈরি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ভুক্তভোগী প্রকৌশলী এমন এক সফটওয়্যার নিয়ে কাজ করছিল যা দিয়ে রোবটকে নিয়ন্ত্রণ করা যায়। এ রোবটগুলো সদ্য ঢালাই করা অ্যালুমিনিয়াম পাত থেকে গাড়ির জন্য বিভিন্ন অংশ কেটে রাখে।
প্রকৌশলী ও তাঁর দল রোবটগুলোর ওপর কাজ করার জন্য দুটি রোবটকে অফলাইন করেন। কিন্তু একটি রোবট সচল রয়ে যায়। সেটিই ওই প্রকৌশলীকে আঘাত করেছে।
এ ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন টেক্সাসের ট্র্যাভিস কাউন্টির স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুসারে, ওই প্রকৌশলীর বাম হাত ও পিঠ কেটে গেছে। তবে তা কাজ থেকে বিশ্রাম নেওয়ার মতো গুরুতর নয়।
এ বিষয়ে টেসলা এখনো কোনো বিবৃতি দেয়নি।
তবে টেসলার মালিক ইলন মাস্ক পরদিন ২৮ ডিসেম্বর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ওই ঘটনাটি দুই বছর আগের। আর যে রোবটটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি পৃথিবীর বহু কারখানাতে ব্যবহার করা হয়। সেটি টেসলার নিজস্ব রোবট নয়।
যুক্তরাষ্ট্রের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিবেদন অনুসারে, টেক্সাস গিগা কারখানার প্রতি ২১ জনের মধ্যে একজন কর্মী গত বছর আঘাতের শিকার হয়েছেন।
গত বছর এ অটোমোবাইল কারখানায় প্রতি ৩০ জনে একজন কর্মী আহত হয়েছেন। টেসলার বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী বলেছেন, এ প্রতিষ্ঠানটি সম্প্রতি শর্টকাট উপায়ে ব্যবস্থাপনা ও নির্মাণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কর্মীরা ঝুঁকির মধ্যে পড়েছেন।
কয়েকটি সূত্র থেকে জানা যায়, যথাযথ নিরাপত্তার অভাবে প্রায়ই বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি কর্মীদের কাছাকাছিই বিপজ্জনকভাবে খুলে পড়েছে। অ্যামোনিয়ার সংস্পর্শে থাকার কারণে অনেক কর্মীই অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি এক কর্মীর গোড়ালি গাড়ির নিচে পড়ায় তিনি চার মাস পর্যন্ত কাজে আসতে পারেননি।
এর কয়দিন পরই আরেক কর্মীর মাথায় ধাতব বস্তুর আঘাত লাগে। এতে তিনি ৮৫ দিন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
ইলন মাস্কের টেসলা কারখানায় এক সফটওয়্যার প্রকৌশলীকে গুরুতর আঘাত করেছে একটি রোবট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কারখানায় রোবটটি ওই প্রকৌশলীকে আঁকড়ে ধরে তাঁর পিঠ ও হাতে ধাতব নখ দিয়ে আঘাত করে।
সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুসারে, গাড়ি তৈরিতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অটো পার্ট সামলানোর জন্য এ রোবটটি তৈরি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ভুক্তভোগী প্রকৌশলী এমন এক সফটওয়্যার নিয়ে কাজ করছিল যা দিয়ে রোবটকে নিয়ন্ত্রণ করা যায়। এ রোবটগুলো সদ্য ঢালাই করা অ্যালুমিনিয়াম পাত থেকে গাড়ির জন্য বিভিন্ন অংশ কেটে রাখে।
প্রকৌশলী ও তাঁর দল রোবটগুলোর ওপর কাজ করার জন্য দুটি রোবটকে অফলাইন করেন। কিন্তু একটি রোবট সচল রয়ে যায়। সেটিই ওই প্রকৌশলীকে আঘাত করেছে।
এ ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন টেক্সাসের ট্র্যাভিস কাউন্টির স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুসারে, ওই প্রকৌশলীর বাম হাত ও পিঠ কেটে গেছে। তবে তা কাজ থেকে বিশ্রাম নেওয়ার মতো গুরুতর নয়।
এ বিষয়ে টেসলা এখনো কোনো বিবৃতি দেয়নি।
তবে টেসলার মালিক ইলন মাস্ক পরদিন ২৮ ডিসেম্বর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ওই ঘটনাটি দুই বছর আগের। আর যে রোবটটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি পৃথিবীর বহু কারখানাতে ব্যবহার করা হয়। সেটি টেসলার নিজস্ব রোবট নয়।
যুক্তরাষ্ট্রের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিবেদন অনুসারে, টেক্সাস গিগা কারখানার প্রতি ২১ জনের মধ্যে একজন কর্মী গত বছর আঘাতের শিকার হয়েছেন।
গত বছর এ অটোমোবাইল কারখানায় প্রতি ৩০ জনে একজন কর্মী আহত হয়েছেন। টেসলার বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী বলেছেন, এ প্রতিষ্ঠানটি সম্প্রতি শর্টকাট উপায়ে ব্যবস্থাপনা ও নির্মাণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কর্মীরা ঝুঁকির মধ্যে পড়েছেন।
কয়েকটি সূত্র থেকে জানা যায়, যথাযথ নিরাপত্তার অভাবে প্রায়ই বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি কর্মীদের কাছাকাছিই বিপজ্জনকভাবে খুলে পড়েছে। অ্যামোনিয়ার সংস্পর্শে থাকার কারণে অনেক কর্মীই অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি এক কর্মীর গোড়ালি গাড়ির নিচে পড়ায় তিনি চার মাস পর্যন্ত কাজে আসতে পারেননি।
এর কয়দিন পরই আরেক কর্মীর মাথায় ধাতব বস্তুর আঘাত লাগে। এতে তিনি ৮৫ দিন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৪ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৭ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৯ ঘণ্টা আগে