ইলন মাস্কের টেসলা কারখানায় এক সফটওয়্যার প্রকৌশলীকে গুরুতর আঘাত করেছে একটি রোবট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কারখানায় রোবটটি ওই প্রকৌশলীকে আঁকড়ে ধরে তাঁর পিঠ ও হাতে ধাতব নখ দিয়ে আঘাত করে।
সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুসারে, গাড়ি তৈরিতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অটো পার্ট সামলানোর জন্য এ রোবটটি তৈরি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ভুক্তভোগী প্রকৌশলী এমন এক সফটওয়্যার নিয়ে কাজ করছিল যা দিয়ে রোবটকে নিয়ন্ত্রণ করা যায়। এ রোবটগুলো সদ্য ঢালাই করা অ্যালুমিনিয়াম পাত থেকে গাড়ির জন্য বিভিন্ন অংশ কেটে রাখে।
প্রকৌশলী ও তাঁর দল রোবটগুলোর ওপর কাজ করার জন্য দুটি রোবটকে অফলাইন করেন। কিন্তু একটি রোবট সচল রয়ে যায়। সেটিই ওই প্রকৌশলীকে আঘাত করেছে।
এ ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন টেক্সাসের ট্র্যাভিস কাউন্টির স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুসারে, ওই প্রকৌশলীর বাম হাত ও পিঠ কেটে গেছে। তবে তা কাজ থেকে বিশ্রাম নেওয়ার মতো গুরুতর নয়।
এ বিষয়ে টেসলা এখনো কোনো বিবৃতি দেয়নি।
তবে টেসলার মালিক ইলন মাস্ক পরদিন ২৮ ডিসেম্বর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ওই ঘটনাটি দুই বছর আগের। আর যে রোবটটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি পৃথিবীর বহু কারখানাতে ব্যবহার করা হয়। সেটি টেসলার নিজস্ব রোবট নয়।
যুক্তরাষ্ট্রের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিবেদন অনুসারে, টেক্সাস গিগা কারখানার প্রতি ২১ জনের মধ্যে একজন কর্মী গত বছর আঘাতের শিকার হয়েছেন।
গত বছর এ অটোমোবাইল কারখানায় প্রতি ৩০ জনে একজন কর্মী আহত হয়েছেন। টেসলার বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী বলেছেন, এ প্রতিষ্ঠানটি সম্প্রতি শর্টকাট উপায়ে ব্যবস্থাপনা ও নির্মাণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কর্মীরা ঝুঁকির মধ্যে পড়েছেন।
কয়েকটি সূত্র থেকে জানা যায়, যথাযথ নিরাপত্তার অভাবে প্রায়ই বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি কর্মীদের কাছাকাছিই বিপজ্জনকভাবে খুলে পড়েছে। অ্যামোনিয়ার সংস্পর্শে থাকার কারণে অনেক কর্মীই অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি এক কর্মীর গোড়ালি গাড়ির নিচে পড়ায় তিনি চার মাস পর্যন্ত কাজে আসতে পারেননি।
এর কয়দিন পরই আরেক কর্মীর মাথায় ধাতব বস্তুর আঘাত লাগে। এতে তিনি ৮৫ দিন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
ইলন মাস্কের টেসলা কারখানায় এক সফটওয়্যার প্রকৌশলীকে গুরুতর আঘাত করেছে একটি রোবট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কারখানায় রোবটটি ওই প্রকৌশলীকে আঁকড়ে ধরে তাঁর পিঠ ও হাতে ধাতব নখ দিয়ে আঘাত করে।
সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন অনুসারে, গাড়ি তৈরিতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম অটো পার্ট সামলানোর জন্য এ রোবটটি তৈরি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলছে, ভুক্তভোগী প্রকৌশলী এমন এক সফটওয়্যার নিয়ে কাজ করছিল যা দিয়ে রোবটকে নিয়ন্ত্রণ করা যায়। এ রোবটগুলো সদ্য ঢালাই করা অ্যালুমিনিয়াম পাত থেকে গাড়ির জন্য বিভিন্ন অংশ কেটে রাখে।
প্রকৌশলী ও তাঁর দল রোবটগুলোর ওপর কাজ করার জন্য দুটি রোবটকে অফলাইন করেন। কিন্তু একটি রোবট সচল রয়ে যায়। সেটিই ওই প্রকৌশলীকে আঘাত করেছে।
এ ঘটনা সম্পর্কে একটি প্রতিবেদন টেক্সাসের ট্র্যাভিস কাউন্টির স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন অনুসারে, ওই প্রকৌশলীর বাম হাত ও পিঠ কেটে গেছে। তবে তা কাজ থেকে বিশ্রাম নেওয়ার মতো গুরুতর নয়।
এ বিষয়ে টেসলা এখনো কোনো বিবৃতি দেয়নি।
তবে টেসলার মালিক ইলন মাস্ক পরদিন ২৮ ডিসেম্বর এক্স হ্যান্ডলে জানিয়েছেন, ওই ঘটনাটি দুই বছর আগের। আর যে রোবটটি দুর্ঘটনা ঘটিয়েছে সেটি পৃথিবীর বহু কারখানাতে ব্যবহার করা হয়। সেটি টেসলার নিজস্ব রোবট নয়।
যুক্তরাষ্ট্রের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসনের প্রতিবেদন অনুসারে, টেক্সাস গিগা কারখানার প্রতি ২১ জনের মধ্যে একজন কর্মী গত বছর আঘাতের শিকার হয়েছেন।
গত বছর এ অটোমোবাইল কারখানায় প্রতি ৩০ জনে একজন কর্মী আহত হয়েছেন। টেসলার বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী বলেছেন, এ প্রতিষ্ঠানটি সম্প্রতি শর্টকাট উপায়ে ব্যবস্থাপনা ও নির্মাণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কর্মীরা ঝুঁকির মধ্যে পড়েছেন।
কয়েকটি সূত্র থেকে জানা যায়, যথাযথ নিরাপত্তার অভাবে প্রায়ই বিভিন্ন বড় বড় যন্ত্রপাতি কর্মীদের কাছাকাছিই বিপজ্জনকভাবে খুলে পড়েছে। অ্যামোনিয়ার সংস্পর্শে থাকার কারণে অনেক কর্মীই অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি এক কর্মীর গোড়ালি গাড়ির নিচে পড়ায় তিনি চার মাস পর্যন্ত কাজে আসতে পারেননি।
এর কয়দিন পরই আরেক কর্মীর মাথায় ধাতব বস্তুর আঘাত লাগে। এতে তিনি ৮৫ দিন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
১ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৩ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৫ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৬ ঘণ্টা আগে