প্রযুক্তি ডেস্ক
গত ফেব্রুয়ারি থেকে ক্রমাগত সাইবার হামলার সম্মুখীন হয়েছে এশিয়ার দেশ চীন। দেশটির দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট-সেবা ও ভূখণ্ড ব্যবহার করেই এই হামলাগুলো করা হয়েছে। চীন আরও বলেছে, চীনা কম্পিউটারগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে সাইবার হামলা চালানোর লক্ষ্য ছিল হ্যাকারদের। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিক থেকে চীনের ইন্টারনেট দুনিয়া ক্রমাগত বিদেশি সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছে বলে দাবি করছে চীনের ন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স টেকনিক্যাল টিম (সিএনসিইআরটি/সিসি)। সংস্থাটি জানিয়েছে, এই বিদেশি গোষ্ঠীগুলো রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের ওপর সাইবার হামলা চালানোর জন্য চীনের কম্পিউটারের ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে।
সিএনসিইআরটি আরও জানিয়েছে, এই সাইবার হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট-সেবা বেশি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কিছু ক্ষেত্রে জার্মানি ও নেদারল্যান্ডসের ইন্টারনেট ব্যবহার করা হয়েছে।
চীনের ন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স টেকনিক্যাল টিম (সিএনসিইআরটি/সিসি) একটি সাইবার নিরাপত্তা প্রযুক্তি কেন্দ্র, যা দেশটির সাইবার নিরাপত্তা হুমকি প্রতিরোধ ও শনাক্ত করার প্রচেষ্টা করে থাকে।
সম্প্রতি সাইবার হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সঙ্গে চীনের মধ্যকার উত্তেজনার একটি প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। চীনের অভিযোগের বিপরীতে পশ্চিমারাও চীনকে একটি বৈশ্বিক সাইবার গুপ্তচরবৃত্তি অভিযান চালানোর জন্য অভিযুক্ত করে আসছে। তবে চীন বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
গত ফেব্রুয়ারি থেকে ক্রমাগত সাইবার হামলার সম্মুখীন হয়েছে এশিয়ার দেশ চীন। দেশটির দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট-সেবা ও ভূখণ্ড ব্যবহার করেই এই হামলাগুলো করা হয়েছে। চীন আরও বলেছে, চীনা কম্পিউটারগুলোর নিয়ন্ত্রণ নিয়ে বেলারুশ, রাশিয়া ও ইউক্রেনে সাইবার হামলা চালানোর লক্ষ্য ছিল হ্যাকারদের। শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষের দিক থেকে চীনের ইন্টারনেট দুনিয়া ক্রমাগত বিদেশি সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছে বলে দাবি করছে চীনের ন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স টেকনিক্যাল টিম (সিএনসিইআরটি/সিসি)। সংস্থাটি জানিয়েছে, এই বিদেশি গোষ্ঠীগুলো রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের ওপর সাইবার হামলা চালানোর জন্য চীনের কম্পিউটারের ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছে।
সিএনসিইআরটি আরও জানিয়েছে, এই সাইবার হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট-সেবা বেশি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কিছু ক্ষেত্রে জার্মানি ও নেদারল্যান্ডসের ইন্টারনেট ব্যবহার করা হয়েছে।
চীনের ন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স টেকনিক্যাল টিম (সিএনসিইআরটি/সিসি) একটি সাইবার নিরাপত্তা প্রযুক্তি কেন্দ্র, যা দেশটির সাইবার নিরাপত্তা হুমকি প্রতিরোধ ও শনাক্ত করার প্রচেষ্টা করে থাকে।
সম্প্রতি সাইবার হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সঙ্গে চীনের মধ্যকার উত্তেজনার একটি প্রধান কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। চীনের অভিযোগের বিপরীতে পশ্চিমারাও চীনকে একটি বৈশ্বিক সাইবার গুপ্তচরবৃত্তি অভিযান চালানোর জন্য অভিযুক্ত করে আসছে। তবে চীন বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৫ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৮ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
২০ ঘণ্টা আগে