প্রযুক্তি ডেস্ক
বৃহত্তর পরিসরে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে তাইওয়ানকে পাশে চায় জাপান। আজ মঙ্গলবার দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য বৈঠকে তাইওয়ানের প্রতি এ আহ্বান জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সেমিকন্ডাক্টর উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনার জন্য তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (টিএসএমসি) প্রশংসা করেছেন জাপান-তাইওয়ান এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিতসুও ওহাশি। তাইওয়ানের এ সহযোগিতা আরও প্রসারিত করার আহ্বান জানিয়েছেন তিনি। এতে করে তাইওয়ান ও জাপানের সাপ্লাইচেইনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিতসুও ওহাশি।
ওহাশি বলেন, ‘করোনা মহামারি জাপান ও তাইওয়ানের বিনিময় সম্পর্কে বেশ বাজে প্রভাব ফেলেছে। তবে অর্থনীতি ও বাণিজ্যে এ দুই দেশের গভীর সম্পর্ক সে সমস্যা খুব ভালোভাবেই কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
তাইওয়ান ও জাপানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে চীনের কার্যকলাপ এ দেশ দুটির জন্য বেশ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এ ধরনের উদ্যোগ তাদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।
তাইওয়ান-জাপান অর্থনৈতিক ও বাণিজ্য সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়। তবে মহামারির কারণে এ সপ্তাহে তা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বজুড়ে চিপ ঘাটতি মেটাতে বড় ইলেকট্রনিকস নির্মাতা ও গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠানগুলো তাইওয়ানের ওপর বেশ নির্ভরশীল হয়ে পড়েছে। গত বছর বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জাপানে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করার ঘোষণা দেয় । যেখানে প্রায় ৭ বিলিয়ন ডলার মূল্যের চিপ প্ল্যান্ট স্থাপন করা হবে বলে জানানো হয়েছিল তখন।
আরও পড়ুন:
বৃহত্তর পরিসরে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনে তাইওয়ানকে পাশে চায় জাপান। আজ মঙ্গলবার দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য বৈঠকে তাইওয়ানের প্রতি এ আহ্বান জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে সেমিকন্ডাক্টর উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনার জন্য তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (টিএসএমসি) প্রশংসা করেছেন জাপান-তাইওয়ান এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিতসুও ওহাশি। তাইওয়ানের এ সহযোগিতা আরও প্রসারিত করার আহ্বান জানিয়েছেন তিনি। এতে করে তাইওয়ান ও জাপানের সাপ্লাইচেইনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিতসুও ওহাশি।
ওহাশি বলেন, ‘করোনা মহামারি জাপান ও তাইওয়ানের বিনিময় সম্পর্কে বেশ বাজে প্রভাব ফেলেছে। তবে অর্থনীতি ও বাণিজ্যে এ দুই দেশের গভীর সম্পর্ক সে সমস্যা খুব ভালোভাবেই কাটিয়ে উঠবে বলে আমার বিশ্বাস।’
তাইওয়ান ও জাপানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে চীনের কার্যকলাপ এ দেশ দুটির জন্য বেশ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই এ ধরনের উদ্যোগ তাদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।
তাইওয়ান-জাপান অর্থনৈতিক ও বাণিজ্য সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়। তবে মহামারির কারণে এ সপ্তাহে তা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বজুড়ে চিপ ঘাটতি মেটাতে বড় ইলেকট্রনিকস নির্মাতা ও গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠানগুলো তাইওয়ানের ওপর বেশ নির্ভরশীল হয়ে পড়েছে। গত বছর বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জাপানে একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করার ঘোষণা দেয় । যেখানে প্রায় ৭ বিলিয়ন ডলার মূল্যের চিপ প্ল্যান্ট স্থাপন করা হবে বলে জানানো হয়েছিল তখন।
আরও পড়ুন:
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৯ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১০ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১১ ঘণ্টা আগে