অনলাইন ডেস্ক
নতুন আইফোন ব্যবহার শুরু করার পর পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসের চ্যাট ও মিডিয়া নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। তবে পুরনো ডিভাইস থেকে নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপের মূল্যবান বার্তা ও মিডিয়া ফাইলগুলো সুরক্ষিতভাবে স্থানান্তর করার সুবিধা রয়েছে।
অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর একটি সহজ প্রক্রিয়া। কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আইফোনে নিয়ে নিতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপের সব ডেটাই আইফোনে স্থানান্তর করা যায় না।
যেসব ডেটা আইফোনে স্থানান্তর করতে পারবেন
• অ্যাকাউন্টের তথ্য (ফোন নম্বর, নাম, বায়ো)
• প্রোফাইল ছবি
• সব চ্যাট থ্রেড (গ্রুপ চ্যাটসহ)
• কমিউনিটিস
• হোয়াটসঅ্যাপ চ্যানেল আপডেট
• চ্যাটের ইতিহাস
•মিডিয়া (ছবি, ভিডিও, পিডিএফ)
•অ্যাকাউন্ট সেটিংস
এসব ডেটা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্থানান্তর করলেও কলের ইতিহাস, ডিসপ্লে নেম ও হোয়াটসঅ্যাপে চ্যানেলে আসা মিডিয়াগুলোর ডেটা স্থানন্তর করা যাবে না। এছাড়া হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের ডেটা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্থানান্তর করা যায় না।
ডেটা ও চ্যাট স্থানান্তরের জন্য যা যা প্রয়োজন
• অ্যান্ড্রয়েড থেকে ডেটা ও চ্যাট স্থানান্তরের জন্য ডিভাইসটির অপারেটিং সিস্টেমটি ললিপপ, এসডিকে ২১ বা এর পরের সংস্করণ এবং অ্যান্ড্রয়েড ৫ বা এর পরের সংস্করণে আপডেট থাকতে হবে।
• আইফোনে আইওএস ১৫.৫ বা এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে আপডেট থাকতে হবে।
• হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ উভয় ডিভাইসে ইনস্টল থাকতে হবে।
• পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে যে ফোন নম্বর ব্যবহার করা হত তা নতুন আইফোনে ব্যবহার করতে হবে।
•অ্যান্ড্রয়েড ফোনে ‘Move to iOS app’ অ্যাপটি ইনস্টল করতে হবে।
• আপনার আইফোনটি নতুন অথবা ফ্যাক্টরি রিসেট করা থাকতে হবে যাতে আপনি ‘Move to iOS’ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ডেটা স্থানান্তর করতে পারেন।
•উভয় ডিভাইসই একই ওয়াইফাই বা ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।
•উভয় ডিভাইসই চার্জিং অবস্থায় থাকতে হবে।
ডেটা ও চ্যাট স্থানান্তর করবেন যেভাবে
ওপরের পূর্বশর্তগুলো নিশ্চিত করার পর নিচের ধাপগুলো অনুসরণ করে ডেটা ও চ্যাট আইফোনে স্থানান্তর করতে পারবেন।
১. নতুন আইফোনের সেটআপ শুরু করুন। যদি আপনি ইতিমধ্যে সেটআপ করে থাকেন, তবে আপনাকে নতুন করে সেটআপ দিতে হবে। এ জন্য সেটিংস থেকে জেনারেল অপশনে যেতে হবে। এরপর ট্রান্সফার বা রিসেট আইফোন অপশন নির্বাচন করুন এবং ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস বাটনে ট্যাপ করুন। এভাবে নতুন আইফোন স্বাভাবিকভাবে সেটআপ করতে থাকতে হবে। সেটআপের সময় অ্যান্ড্রয়েডের একই ওয়াইফাইয়ে আইফোনটি যুক্ত করতে হবে। একপর্যায়ে ‘অ্যাপ অ্যান্ড ডেটা’ পেজ চালু হবে। সেই পেজ থেকে ‘মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড’ নির্বাচন করে ও ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করতে হবে। ফলে একটি কোড তৈরি হবে।
২. অপরদিকে অ্যান্ড্রয়েড ফোনে ‘Move to iOS app’–এ প্রবেশ করুন।
৩. স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৪. আইফোনে একটি কোড দেখানো হবে। অ্যান্ড্রয়েড ফোনে এই কোড চাইলে নির্দিষ্ট স্থানে কোডটি দিন।
৫. এরপর ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন ও স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৬. এখন ‘ট্রান্সফার ডেটা’ এর তালিকা থেকে হোয়াটসঅ্যাপ নির্বাচন করুন।
৭. অ্যান্ড্রয়েড ফোনে ‘স্টার্ট’ বাটনে ট্যাপ করুন ও ডেটা স্থানান্তর শুরু করার জন্য হোয়াটসঅ্যাপকে সময় দিন। ডেটা স্থানান্তর শুরু হয়ে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সাইন আউট হয়ে যাবে।
৮. এখন মুভ টু আইওএস অ্যাপে নেক্সট বাটনে ট্যাপ করুন।
৯. এরপর ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন ও ‘Move to iOS’ এ থেকে ডেটা স্থানান্তর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১০. আইফোনের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করুন।
১১. এরপর স্ক্রিনে ডেটা ট্রান্সফার বা স্থানান্তরের জন্য প্রম্পট দেখা গেলে এর ‘স্টার্ট’ বাটনে ট্যাপ করুন ও প্রক্রিয়াটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১২. আইফোন সক্রিয় করা শেষ হলে ও ডিভাইসটির হোয়াটসঅ্যাপে পুরোনো চ্যাটগুলো দেখা যাবে।
তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ ও টাইমস অব ইন্ডিয়া
নতুন আইফোন ব্যবহার শুরু করার পর পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইসের চ্যাট ও মিডিয়া নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। তবে পুরনো ডিভাইস থেকে নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপের মূল্যবান বার্তা ও মিডিয়া ফাইলগুলো সুরক্ষিতভাবে স্থানান্তর করার সুবিধা রয়েছে।
অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর একটি সহজ প্রক্রিয়া। কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আইফোনে নিয়ে নিতে পারবেন। তবে হোয়াটসঅ্যাপের সব ডেটাই আইফোনে স্থানান্তর করা যায় না।
যেসব ডেটা আইফোনে স্থানান্তর করতে পারবেন
• অ্যাকাউন্টের তথ্য (ফোন নম্বর, নাম, বায়ো)
• প্রোফাইল ছবি
• সব চ্যাট থ্রেড (গ্রুপ চ্যাটসহ)
• কমিউনিটিস
• হোয়াটসঅ্যাপ চ্যানেল আপডেট
• চ্যাটের ইতিহাস
•মিডিয়া (ছবি, ভিডিও, পিডিএফ)
•অ্যাকাউন্ট সেটিংস
এসব ডেটা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্থানান্তর করলেও কলের ইতিহাস, ডিসপ্লে নেম ও হোয়াটসঅ্যাপে চ্যানেলে আসা মিডিয়াগুলোর ডেটা স্থানন্তর করা যাবে না। এছাড়া হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের ডেটা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে স্থানান্তর করা যায় না।
ডেটা ও চ্যাট স্থানান্তরের জন্য যা যা প্রয়োজন
• অ্যান্ড্রয়েড থেকে ডেটা ও চ্যাট স্থানান্তরের জন্য ডিভাইসটির অপারেটিং সিস্টেমটি ললিপপ, এসডিকে ২১ বা এর পরের সংস্করণ এবং অ্যান্ড্রয়েড ৫ বা এর পরের সংস্করণে আপডেট থাকতে হবে।
• আইফোনে আইওএস ১৫.৫ বা এর পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে আপডেট থাকতে হবে।
• হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ উভয় ডিভাইসে ইনস্টল থাকতে হবে।
• পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে যে ফোন নম্বর ব্যবহার করা হত তা নতুন আইফোনে ব্যবহার করতে হবে।
•অ্যান্ড্রয়েড ফোনে ‘Move to iOS app’ অ্যাপটি ইনস্টল করতে হবে।
• আপনার আইফোনটি নতুন অথবা ফ্যাক্টরি রিসেট করা থাকতে হবে যাতে আপনি ‘Move to iOS’ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ডেটা স্থানান্তর করতে পারেন।
•উভয় ডিভাইসই একই ওয়াইফাই বা ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।
•উভয় ডিভাইসই চার্জিং অবস্থায় থাকতে হবে।
ডেটা ও চ্যাট স্থানান্তর করবেন যেভাবে
ওপরের পূর্বশর্তগুলো নিশ্চিত করার পর নিচের ধাপগুলো অনুসরণ করে ডেটা ও চ্যাট আইফোনে স্থানান্তর করতে পারবেন।
১. নতুন আইফোনের সেটআপ শুরু করুন। যদি আপনি ইতিমধ্যে সেটআপ করে থাকেন, তবে আপনাকে নতুন করে সেটআপ দিতে হবে। এ জন্য সেটিংস থেকে জেনারেল অপশনে যেতে হবে। এরপর ট্রান্সফার বা রিসেট আইফোন অপশন নির্বাচন করুন এবং ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস বাটনে ট্যাপ করুন। এভাবে নতুন আইফোন স্বাভাবিকভাবে সেটআপ করতে থাকতে হবে। সেটআপের সময় অ্যান্ড্রয়েডের একই ওয়াইফাইয়ে আইফোনটি যুক্ত করতে হবে। একপর্যায়ে ‘অ্যাপ অ্যান্ড ডেটা’ পেজ চালু হবে। সেই পেজ থেকে ‘মুভ ডেটা ফ্রম অ্যান্ড্রয়েড’ নির্বাচন করে ও ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করতে হবে। ফলে একটি কোড তৈরি হবে।
২. অপরদিকে অ্যান্ড্রয়েড ফোনে ‘Move to iOS app’–এ প্রবেশ করুন।
৩. স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৪. আইফোনে একটি কোড দেখানো হবে। অ্যান্ড্রয়েড ফোনে এই কোড চাইলে নির্দিষ্ট স্থানে কোডটি দিন।
৫. এরপর ‘কনটিনিউ’ অপশনে ট্যাপ করুন ও স্ক্রিনে দেখানো নির্দেশনাগুলো অনুসরণ করুন।
৬. এখন ‘ট্রান্সফার ডেটা’ এর তালিকা থেকে হোয়াটসঅ্যাপ নির্বাচন করুন।
৭. অ্যান্ড্রয়েড ফোনে ‘স্টার্ট’ বাটনে ট্যাপ করুন ও ডেটা স্থানান্তর শুরু করার জন্য হোয়াটসঅ্যাপকে সময় দিন। ডেটা স্থানান্তর শুরু হয়ে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে সাইন আউট হয়ে যাবে।
৮. এখন মুভ টু আইওএস অ্যাপে নেক্সট বাটনে ট্যাপ করুন।
৯. এরপর ‘কনটিনিউ’ বাটনে ট্যাপ করুন ও ‘Move to iOS’ এ থেকে ডেটা স্থানান্তর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১০. আইফোনের অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করুন।
১১. এরপর স্ক্রিনে ডেটা ট্রান্সফার বা স্থানান্তরের জন্য প্রম্পট দেখা গেলে এর ‘স্টার্ট’ বাটনে ট্যাপ করুন ও প্রক্রিয়াটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
১২. আইফোন সক্রিয় করা শেষ হলে ও ডিভাইসটির হোয়াটসঅ্যাপে পুরোনো চ্যাটগুলো দেখা যাবে।
তথ্যসূত্র: হোয়াটসঅ্যাপ ও টাইমস অব ইন্ডিয়া
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৭ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৮ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৩ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
১৪ ঘণ্টা আগে