প্রযুক্তি ডেস্ক
রাজধানী ঢাকার গুলশানের হোটেল আমারীতে বাংলাদেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিংয়ের বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ জন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।’
গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভি আর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম, টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।
প্রসঙ্গত, হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল অ্যাপটিতে কাজ করেছে কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশি প্রোগ্রামার। হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। ১৫ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং ডিসেম্বর থেকে আইওএস প্ল্যাটফর্মে উঠবে গেমিং অ্যাপটি। যারা গেমটি খেলবেন তাঁরা হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল এর পেজে প্রতিক্রিয়া ও পরামর্শ জানাতে পারবেন। তাঁদের পরামর্শগুলো বিবেচনায় নিয়েই নিয়মিত গেমিং অ্যাপটিকে আপডেট করা হবে।
মুশফিকুর রহিমের লেজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। এর সঙ্গে আছে হাইডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে–জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড।
উদ্যোক্তা সাজেদুর রহমান বলেন, ‘মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়; এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।'
উল্লেখ্য, এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনে। বাইরের দেশেও লেজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট।
রাজধানী ঢাকার গুলশানের হোটেল আমারীতে বাংলাদেশের প্রথম ক্রিকেট গেমিং অ্যাপ ‘হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল’ এর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে অ্যাপটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিংয়ের বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এ জন্য এরই মধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।’
গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, খুব দ্রুতই হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবলের সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি বা ভি আর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম, টারটেইল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।
প্রসঙ্গত, হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল অ্যাপটিতে কাজ করেছে কেপিসি এন্টারপ্রাইজ এবং টারটেল সলিউশনসের আটজন দেশি প্রোগ্রামার। হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে। ১৫ অক্টোবর থেকে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম এবং ডিসেম্বর থেকে আইওএস প্ল্যাটফর্মে উঠবে গেমিং অ্যাপটি। যারা গেমটি খেলবেন তাঁরা হাউজ্যাট-মুশি দ্য ডিপেন্ডেবল এর পেজে প্রতিক্রিয়া ও পরামর্শ জানাতে পারবেন। তাঁদের পরামর্শগুলো বিবেচনায় নিয়েই নিয়মিত গেমিং অ্যাপটিকে আপডেট করা হবে।
মুশফিকুর রহিমের লেজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়েই গেমিং অ্যাপটি তৈরি করা হয়েছে। লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। এর সঙ্গে আছে হাইডেফিনেশন গ্রাফিকসে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার। যিনি গেমটি ডাউনলোড করবেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সব ধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশন এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মোডিউল এখানে আছে–জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লেজেন্ডারি মোড।
উদ্যোক্তা সাজেদুর রহমান বলেন, ‘মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে অ্যাপটির একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় এক লাখ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হয়; এক সপ্তাহে ৫০ লাখ বার খেলা হয়েছে গেমটি।'
উল্লেখ্য, এই গেমিং অ্যাপের ব্যবসায়িক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনে। বাইরের দেশেও লেজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে। যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রাইন লারাকে নিয়ে আছে ব্রাইন লারা ক্রিকেট।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৯ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১১ ঘণ্টা আগে