অনলাইন ডেস্ক
ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড থেকে শুরু করে অনেক অ্যাকাউন্ট থেকেই নিয়মিত ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে। দৈনন্দিন ব্যস্ততার মধ্যে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করার জন্য সময় বের করা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। তবে শিডিউল পোস্ট ফিচার ব্যবহার করে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি, ভিডিও বা রিলস পোস্ট করতে পারেন ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা।
থার্ড পার্ট অ্যাপ ছাড়াও দুই উপায়ে ইনস্টাগ্রামের পোস্ট শিডিউল করা যায়। একটি হলো—ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করে ও অপরটি হলো—‘মেটা বিজনেস সুইট’ ব্যবহার করে। তবে পোস্ট শিডিউল করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি একটি বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। কারণ বিজনেস অ্যাকাউন্ট ছাড়া এই অপশন ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাবে না।
ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পোষ্ট ও রিলস শিডিউল করবেন যেভাবে
ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পোস্ট ও রিলস শেয়ার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোনের ইনস্টাগ্রামে অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা ‘+’ বাটনে ট্যাপ করুন। ফলে আপনার গ্যালারি দেখা যাবে ও ক্যামেরা চালু হবে। ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও ধারণ করুন অথবা যে ছবি, ভিডিও পোস্ট করতে চান তার ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৩. কনটেন্টটি পছন্দের মতো এডিট করুন এবং ক্যাপশন যুক্ত করুন।
৪. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘শিডিউল দিস পোস্ট’ অপশনে ট্যাপ করুন।
৬. এর ফলে একটি পপআপ ক্যালেন্ডার মেনু দেখা যাবে। এটি দিয়ে স্ক্রল করে তারিখ ও সময় নির্বাচন করুন। ইনস্টাগ্রামের পোস্ট সর্বাধিক ৭৫ দিন পর্যন্ত আগাম শিডিউল করা যায়।
৭. এরপর ডান অপশনে ট্যাপ করুন। আবার তারিখ-সময় পরিবর্তন করতে চাইলে ‘কনটিনিউ শিডিউলিং’ অপশনে ট্যাপ করুন।
৮. শেষে ‘শেয়ার’ অপশনে ট্যাপ করুন। এভাবে নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে।
মেটার বিজনেস সুইট ব্যবহার করে ইনস্টাগ্রাম পোস্ট শিডিউল করবেন যেভাবে
ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের পোস্টগুলো একই সঙ্গে ব্যবস্থাপনা করার জন্য মেটার বিজনেস টুল ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিজ্ঞাপন, শিডিউল ও পোস্ট তৈরির মতো বিভিন্ন কাজ করার যায়।
মেটার বিজনেস সুইট ব্যবহার করে করে ইনস্টাগ্রাম পোস্ট শিডিউল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কম্পিউটার বা ফোন থেকে যে কোনো ব্রাউজারে প্রবেশ করুন। এরপর এই ওয়েবসাইট সার্চ করুন।
২. নিজের অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৩. ক্রিয়েট পোস্ট অপশনে ট্যাপ করুন। ইনস্টাগ্রাম বা ফেসবুক কোন প্ল্যাটফর্মে পোস্ট করতে চান তা নির্বাচন করা যাবে। ।
৪. ইনস্টাগ্রাম নির্বাচন করুন। এরপর নতুন একটি উইন্ডো চালু হবে।
৫. ‘অ্যাড ফটোস ও ভিডিও’ অপশনে ট্যাপ করুন। পছন্দের কনটেন্ট বাছাই করুন। একই সঙ্গে ১০টি ভিডিও বা ছবি নির্বাচন করা যাবে।
৬. পছন্দের মতো ক্যাপশন টাইপ করুন।
৭. ক্যাপশন বক্সের নিচে ‘শিডিউলিং অপশনস’–এর পাশে ‘সেট ডেট অ্যান্ড টাইম’ টগল বাটনে ক্লিক করুন।
৮. ফলে একটি উইন্ডো চালু হবে। এর থেকে তারিখ ও সময় নির্বাচন করুন।
৯. ‘বাঁ পাশের নিচে ‘শিডিউল’ অপশনে ক্লিক করুন।
তথ্যসূত্র: রিকুরপোস্ট
ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড থেকে শুরু করে অনেক অ্যাকাউন্ট থেকেই নিয়মিত ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে। দৈনন্দিন ব্যস্ততার মধ্যে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করার জন্য সময় বের করা অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। তবে শিডিউল পোস্ট ফিচার ব্যবহার করে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ছবি, ভিডিও বা রিলস পোস্ট করতে পারেন ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা।
থার্ড পার্ট অ্যাপ ছাড়াও দুই উপায়ে ইনস্টাগ্রামের পোস্ট শিডিউল করা যায়। একটি হলো—ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করে ও অপরটি হলো—‘মেটা বিজনেস সুইট’ ব্যবহার করে। তবে পোস্ট শিডিউল করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি একটি বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। কারণ বিজনেস অ্যাকাউন্ট ছাড়া এই অপশন ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাবে না।
ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পোষ্ট ও রিলস শিডিউল করবেন যেভাবে
ইনস্টাগ্রাম অ্যাপ থেকে পোস্ট ও রিলস শেয়ার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. স্মার্টফোনের ইনস্টাগ্রামে অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা ‘+’ বাটনে ট্যাপ করুন। ফলে আপনার গ্যালারি দেখা যাবে ও ক্যামেরা চালু হবে। ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও ধারণ করুন অথবা যে ছবি, ভিডিও পোস্ট করতে চান তার ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৩. কনটেন্টটি পছন্দের মতো এডিট করুন এবং ক্যাপশন যুক্ত করুন।
৪. এরপর নিচের দিকে স্ক্রল করে ‘অ্যাডভান্সড সেটিংস’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার ‘শিডিউল দিস পোস্ট’ অপশনে ট্যাপ করুন।
৬. এর ফলে একটি পপআপ ক্যালেন্ডার মেনু দেখা যাবে। এটি দিয়ে স্ক্রল করে তারিখ ও সময় নির্বাচন করুন। ইনস্টাগ্রামের পোস্ট সর্বাধিক ৭৫ দিন পর্যন্ত আগাম শিডিউল করা যায়।
৭. এরপর ডান অপশনে ট্যাপ করুন। আবার তারিখ-সময় পরিবর্তন করতে চাইলে ‘কনটিনিউ শিডিউলিং’ অপশনে ট্যাপ করুন।
৮. শেষে ‘শেয়ার’ অপশনে ট্যাপ করুন। এভাবে নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে।
মেটার বিজনেস সুইট ব্যবহার করে ইনস্টাগ্রাম পোস্ট শিডিউল করবেন যেভাবে
ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের পোস্টগুলো একই সঙ্গে ব্যবস্থাপনা করার জন্য মেটার বিজনেস টুল ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিজ্ঞাপন, শিডিউল ও পোস্ট তৈরির মতো বিভিন্ন কাজ করার যায়।
মেটার বিজনেস সুইট ব্যবহার করে করে ইনস্টাগ্রাম পোস্ট শিডিউল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. কম্পিউটার বা ফোন থেকে যে কোনো ব্রাউজারে প্রবেশ করুন। এরপর এই ওয়েবসাইট সার্চ করুন।
২. নিজের অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৩. ক্রিয়েট পোস্ট অপশনে ট্যাপ করুন। ইনস্টাগ্রাম বা ফেসবুক কোন প্ল্যাটফর্মে পোস্ট করতে চান তা নির্বাচন করা যাবে। ।
৪. ইনস্টাগ্রাম নির্বাচন করুন। এরপর নতুন একটি উইন্ডো চালু হবে।
৫. ‘অ্যাড ফটোস ও ভিডিও’ অপশনে ট্যাপ করুন। পছন্দের কনটেন্ট বাছাই করুন। একই সঙ্গে ১০টি ভিডিও বা ছবি নির্বাচন করা যাবে।
৬. পছন্দের মতো ক্যাপশন টাইপ করুন।
৭. ক্যাপশন বক্সের নিচে ‘শিডিউলিং অপশনস’–এর পাশে ‘সেট ডেট অ্যান্ড টাইম’ টগল বাটনে ক্লিক করুন।
৮. ফলে একটি উইন্ডো চালু হবে। এর থেকে তারিখ ও সময় নির্বাচন করুন।
৯. ‘বাঁ পাশের নিচে ‘শিডিউল’ অপশনে ক্লিক করুন।
তথ্যসূত্র: রিকুরপোস্ট
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৭ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৯ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১ দিন আগে