Ajker Patrika

আইওএস ১৮–এর বেটা সংস্করণ উন্মোচন করল অ্যাপল, ইনস্টল করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
আইওএস ১৮–এর বেটা সংস্করণ উন্মোচন করল অ্যাপল, ইনস্টল করবেন যেভাবে 

আইফোনের নতুন অপারেটিং সিস্টেমের আইওএস ১৮–এর বেটা বা পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। এর ফলে চূড়ান্ত সংস্করণটি বের হওয়ার আগেই সিস্টেমটি যাচাই–বাছাই করে দেখতে পারবেন অ্যাপলের ভক্ত ও ডেভেলপাররা। 

অপারেটিং সিস্টেমের চূড়ান্ত সংস্করণ উন্মোচন করার আগে পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সুযোগ দেয় অ্যাপল ও বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো। এর ফলে সিস্টেমে কোনো ত্রুটি থাকলে তা সম্পর্কে জানতে পারে অ্যাপল। আর ফিচারগুলো সম্পর্কে আগে থেকেই জানতে পারে ভক্ত ও ডেভেলপাররা। 

এবার আইওএস ১৮–এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—কোম্পানিটির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই মডেল অ্যাপল ইন্টেলিজেন্স। গত জুন মাসে অ্যাপল জানায়, নতুন মডেলগুলো কোম্পানিটির এআই ফিচারগুলো ব্যবহার করতে পারবে। আইফোনের বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ, এআই ছবি তৈরি করাসহ ব্যবহারকারীর প্রশ্নের দিতেও পারবে এই এআই সার্ভিস। 

তবে আইওসের এই সংস্করণে আরও অনেক পরিবর্তন করা হয়েছে। লক স্ক্রিন, হোম স্ক্রিন, ও কন্ট্রোল সেন্টারসহ ডিভাইসের বেশ কয়েকটি প্রধান ইন্টারফেসের আপডেট করা হবে এই আপডেটের মাধ্যমে। এগুলোতে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের সুযোগ দেওয়া হয়েছে। 

অ্যাপলের ফটোজ অ্যাপের নকশায়ও পরিবর্তন আনা হয়েছে। মেসেজগুলোও এখন আরও বেশি রঙিন হবে ও ইমোজি রিক্যাশনের সমর্থন পারবে। এমনকি সব অ্যাপের আইকোনও একই রঙে পরিবর্তন করতে পারবে ব্যবহারকারীরা। 

আইওএস ১৮–এর বেটা সংস্করণে যে পরিবর্তন দেখা যাবে—
• হোম স্ক্রিনের যে কোন জায়গায় অ্যাপ রাখতে পারবেন ব্যবহারকারীরা। 
• অ্যাপ আইকোনগুলোও ‘ডার্ক মোডে’ পরিরর্তন করা যাবে। সেই সঙ্গে সব অ্যাপের আইকোনও একই রঙে পরিবর্তন করা যাবে। 
•অ্যাপল কন্ট্রোল সেন্টার মেনু এখন আরও কাস্টমাইজ করা যায়। এই মেনুর সঙ্গে কিছু পেজ আরও যুক্ত করেছে অ্যাপল। 
• লক স্ক্রিনে থাকা ক্যামেরা ও ফ্ল্যাশলাইটের সঙ্গে পরিবর্তন করে অন্য অ্যাপও রাখা যাবে এই আপডেটের মাধ্যমে। 
•অ্যাপল ফটোজে এআই ক্যাটাগরি বুঝে ছবি ও ভিডিওগুলোর অ্যালবাম স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দেবে। 
•অ্যাপল মেসেজে বোল্ড বা ইটালিক টেক্সট ও লেখা যাবে। আর যে কোনো ধরনের ইমোজি দিয়ে মেসেজের রিঅ্যাকশন দিতে পারবে ব্যবহারকারীরা। 
• আইওএস ১৮ আপডেটের মাধ্যমে ওয়াইফাই বা ইন্টারনেট সেবা ছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট পাঠানো যাবে। 
•সাফারি ব্রাউজার বিভিন্ন খবর ও ওয়েবসাইটের প্রতিবেদনের সারসংক্ষেপ তৈরি করে দেবে। 
• পাসওয়ার্ড ব্যবস্থাপনার জন্য নতুন অ্যাপ ‘পাসওয়ার্ড’–ও এই আপডেটের মাধ্যমে আইফোনে পাওয়া যাবে। 
•ফোন কলের রেকর্ডিং থেকে টেক্সট তৈরিও করে দিতে পারবে আইফোন। 

এই ধরনের বিভিন্ন নতুন ফিচার আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে দেখা যাবে। 

আইওএস ১৮ বেটা সংস্করণটি ডাউনলোড করবেন যেভাবে—
২০১৮ ও এর পরবর্তীতে উন্মোচন হওয়া ফোনগুলোতে এই আপডেট পাওয়া যাবে। এ ছাড়া অ্যাপল বেটা প্রোগ্রামেরও তালিকাভুক্ত থাকতে হবে। এ জন্য beta. apple. com–এ প্রবেশ করুন। এর পর সাইন আপ বাটনে ক্লিক করুন। নিজের অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিন। 

১. আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে প্রবেশ করুন। 
২. এরপর সফটওয়্যার আপডেটে এ প্রবেশ করুন। 
৩. ড্রপ ডাউন মেনু থেকে আইওএস ১৮ বেটা সংস্করণটি ডাউনলোড ও ইনস্টল করুন। 

মনে রাখতে হবে যে, আইওএস ১৮–এর বেটা সংস্করণটি একটি পরীক্ষামূলক সংস্করণ। তাই ইনস্টল করার পর আইফোন ব্যবহারের সময় বিভিন্ন ত্রুটি দেখা দিতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত