ফিচার ডেস্ক
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
আপনার শখের মোটরসাইকেল থেকে যদি কালো ধোঁয়া বের হতে দেখেন, তবে সতর্ক হোন। আপনি কি জানেন, কোন কোন কারণে আপনার প্রিয় বাহনটি থেকে কালো ধোঁয়া বের হয়?
১.
সাইলেন্সারে কালো ধোঁয়া বের হলে বুঝতে হবে, বাইকের ইঞ্জিন অয়েল শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তেল না বদলালে ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া ফুয়েল ইনজেক্টর, কার্বোরেটর বা ফুয়েল পাম্পের ত্রুটির কারণেও সাইলেন্সারে কালো ধোঁয়া বের হতে পারে। আবার কোনো কারণে নকল বা গুণগত মানে খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও কালো ধোঁয়া বের হতে পারে। পিস্টন ফুটো হয়ে তেল বের হলে বা ভালভের সিলগুলো ত্রুটিযুক্ত হলে ইঞ্জিন অয়েল ফুয়েলের সঙ্গে মিশে কালো ধোঁয়া উৎপন্ন করতে পারে।
২.
এয়ার ফিল্টারে ময়লা জমলে বা কিছু আটকে থাকলে ইঞ্জিনে বাতাস প্রবেশ করে না। ফলে কালো ধোঁয়া বের হয়। অনেক সময় ইঞ্জিনের বিভিন্ন উপাদান পুরোনো হয়ে গেলেও কালো ধোঁয়া বের হতে পারে। আবার ইঞ্জিন পর্যাপ্ত বায়ু বা জ্বালানি না পেলেও কালো ধোঁয়া ও কালি হয়।
৩.
এয়ার কুলেন্ট বা অয়েল কুলেন্ট সিস্টেম ঠিকমতো কাজ না করলে সাইলেন্সারের কালো ধোঁয়া বের হবে। ফলে বাইকের ইঞ্জিন অনেক গরম হবে, ইঞ্জিন অয়েল ও মাইলেজ কমে যাবে। নতুনের সঙ্গে পুরোনো ইঞ্জিন অয়েল মেশানো উচিত নয়। পুরোনো ইঞ্জিন অয়েল পুরোটা বের করে নেওয়ার পরই নতুন ইঞ্জিন অয়েল ঢালা উচিত। পুরোনো ও নতুন ইঞ্জিন অয়েল মেশালে বাইকের ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। অনেক সময় এ কারণেও কালো ধোঁয়া বের হয়।
৪.
ইনজেক্টর ঠিকভাবে কাজ না করলে বাইকের এগজস্ট থেকে সাদা ধোঁয়া বের হবে। আবার অনেক দিন ধরে ফুয়েল ইনজেকশন পরিষ্কার না করলে এর মধ্যে ময়লা জমে স্বাভাবিক কর্মক্ষমতা নষ্ট করে দেয়। তখন সঠিকভাবে বাতাস ও ফুয়েল মিশ্রিত হয়ে কাজ করতে পারে না। ফলে সাইলেন্সারের ধোঁয়া বের হয়।
বাইকের এগজস্ট সিস্টেমের কাজ ইঞ্জিন থেকে বিষাক্ত বাতাস বের করে দেওয়া। এ থেকে দৃশ্যত কিছু বের হতে দেখলেই বুঝবেন, বাইকে কোনো না কোনো সমস্যা হচ্ছে। বুঝতে পারলে সমাধান করে নিন। না হলে সার্ভিস সেন্টারের সাহায্য নিন।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৮ ঘণ্টা আগে