অনলাইন ডেস্ক
নিজেদের তৈরি নতুন চিপ দিয়ে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের যাত্রা শুরু করল অ্যাপল। চিপগুলো হলো ‘এম ১ প্রো’ এবং ‘এম ১ ম্যাক্স’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি মডেলের দুটি ম্যাকবুক প্রো’তে সংযুক্ত হয়েছে এম ১ প্রো এবং এম ১ ম্যাক্স নামে তাদের নিজস্ব কাস্টম বিল্ট-ইন-প্রসেসর।
অ্যাপল দাবি করছে, তাদের চিপ দুটির পারফরম্যান্স ৮ কোর পিসি চিপসের তুলনায় ১.৭ গুণ বেশি এবং তা চলবে ৭০ শতাংশ কম বিদ্যুতে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, এম ১ ম্যাক্সের ট্রানজিস্টরের সংখ্যা ৫৭ বিলিয়ন এবং তা মূল এম১-এর তুলনায় সাড়ে তিনগুণ। এটি এখন পর্যন্ত তাদের নির্মিত সবচেয়ে শক্তিশালী চিপ।
নিজেদের তৈরি সিলিকন চালিত প্রথম ম্যাক কম্পিউটার আনার প্রায় এক বছর পর নতুন চিপ আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন বিশ্বব্যাপী কম্পিউটার চিপের অপ্রতুলতার জন্য নিজেদের আইফোন ১৩ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে অ্যাপল।
তবে অ্যাপলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। বহু বছর ধরে অ্যাপল ইন্টেলের ডিজাইন করা চিপ ব্যবহার করেছে। তবে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ডিজাইন করার পদক্ষেপটি ফার্মের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বের অন্যতম মোবাইল ও ওয়্যারলেস বাজার বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেছেন, ‘নিজস্ব সিলিকন ডিজাইন করার পদক্ষেপটি অ্যাপলের জন্য বেশ ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রেগ জোসভিয়াক বলেন, নতুন ম্যাকবুক চালু করতে পেরে আমার আনন্দিত। এর পারফরম্যান্স অসাধারণ।
নিজেদের তৈরি নতুন চিপ দিয়ে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের যাত্রা শুরু করল অ্যাপল। চিপগুলো হলো ‘এম ১ প্রো’ এবং ‘এম ১ ম্যাক্স’।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৪ ইঞ্চি এবং ১৬ ইঞ্চি মডেলের দুটি ম্যাকবুক প্রো’তে সংযুক্ত হয়েছে এম ১ প্রো এবং এম ১ ম্যাক্স নামে তাদের নিজস্ব কাস্টম বিল্ট-ইন-প্রসেসর।
অ্যাপল দাবি করছে, তাদের চিপ দুটির পারফরম্যান্স ৮ কোর পিসি চিপসের তুলনায় ১.৭ গুণ বেশি এবং তা চলবে ৭০ শতাংশ কম বিদ্যুতে।
অ্যাপলের পক্ষ থেকে বলা হচ্ছে, এম ১ ম্যাক্সের ট্রানজিস্টরের সংখ্যা ৫৭ বিলিয়ন এবং তা মূল এম১-এর তুলনায় সাড়ে তিনগুণ। এটি এখন পর্যন্ত তাদের নির্মিত সবচেয়ে শক্তিশালী চিপ।
নিজেদের তৈরি সিলিকন চালিত প্রথম ম্যাক কম্পিউটার আনার প্রায় এক বছর পর নতুন চিপ আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি এমন এক সময় নতুন চিপের ঘোষণা দিল, যখন বিশ্বব্যাপী কম্পিউটার চিপের অপ্রতুলতার জন্য নিজেদের আইফোন ১৩ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়েছে অ্যাপল।
তবে অ্যাপলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। বহু বছর ধরে অ্যাপল ইন্টেলের ডিজাইন করা চিপ ব্যবহার করেছে। তবে অ্যাপলের নিজস্ব সিলিকন চিপ ডিজাইন করার পদক্ষেপটি ফার্মের জন্য ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বের অন্যতম মোবাইল ও ওয়্যারলেস বাজার বিশ্লেষক সংস্থা সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেছেন, ‘নিজস্ব সিলিকন ডিজাইন করার পদক্ষেপটি অ্যাপলের জন্য বেশ ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’
অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রেগ জোসভিয়াক বলেন, নতুন ম্যাকবুক চালু করতে পেরে আমার আনন্দিত। এর পারফরম্যান্স অসাধারণ।
প্রযুক্তির জগতে উদ্ভাবনের জোয়ারে এসেছে একটি নতুন ধরনের ফোন নিয়ে এসেছে নাথিং কোম্পানি। ‘ফোন ২এ প্লাসের একটি বিশেষ সংস্করণ’ নিয়ে এসেছে নাথিং। এই সংস্করণে ‘গ্লো-ইন-দ্য ডার্ক’ ডিজাইন যুক্ত করা হয়েছে। অর্থাৎ ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও অন্ধকার জ্বলজ্বল করবে এই ফোন। ফলে অন্ধকার ঘরে বা রাতের বেলা খুব সহজেই ফ
২ ঘণ্টা আগেমানুষের মতো সহজে মনের কথা বুঝতে পারে না কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এ জন্য কাজ সম্পাদনের এসব টুলের সঙ্গে অন্যভাবে যোগাযোগ করতে হয়। তাই এআই মডেল ব্যবহারের সময় এই যোগাযোগের জন্য ‘প্রম্পট’ ব্যবহার করা হয়। চ্যাটবটের কাছ থেকে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য এই ইনপুট ব্যবহার করতে হয়। প্রম্পটিং হলো এআই-এর
৪ ঘণ্টা আগেচীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১ দিন আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১ দিন আগে