অনলাইন ডেস্ক
আশপাশের মানুষের সঙ্গে দ্রুত ফাইল শেয়ারের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এটি অ্যান্ড্রয়েডের ‘নিয়ারবাই শেয়ার’ ফিচারের মতো কাজ করবে। তবে ফিচারটি ব্যবহারের জন্য সেন্ডার (প্রেরক) ও রিসিভার (গ্রাহক) ডিভাইস কাছাকাছি থাকতে হবে।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, বর্তমানে ফিচারটি হোয়াটসঅ্যাপের ২.২৪. ২.১৭ বেটা সংস্করণে পাওয়া গেছে। ফাইল শেয়ারের জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নতুন একটি পেজ দেখা যাবে।
ফিচারটির একটি স্ক্রিনশট ওয়েবসাইটটি প্রকাশ করে। এই স্ক্রিনশট অনুযায়ী, ফাইল রিসিভ করতে গ্রাহকের ডিভাইসটিকে ঝাঁকাতে হবে। আর কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই শুধু গ্রাহকের ডিভাইসে ফাইল পাঠাতে পারবেন।
প্ল্যাটফর্মটির টেক্সট ও ভয়েস মেসেজের মতো এই ফিচারও অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের আওতায় থাকবে।
অ্যান্ড্রয়েডে কয়েক বছর ধরেই এ ধরনের ফিচার আছে। তবে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন ও কন্টাক্ট লিস্টের ভেতরে ফাইল শেয়ারের ব্যবস্থাটি গ্রাহকের ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা দেয়। তাই জনসমাগমস্থলে ছবি ও ভিডিও শেয়ারের জন্য ফিচারটি ভালো কাজ করবে।
হোয়াটসঅ্যাপের এই ফিচার এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ ফিচারটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে, তা স্পষ্ট নয়। এ ছাড়া ক্যালেন্ডার ফিচার নিয়েও কাজ করছে প্ল্যাটফর্মটি। এটি নির্দিষ্ট তারিখের মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে।
আবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভয়েস আপডেট ও পোল ফিচার নিয়ে আসবে মেটা। এসব আপডেটের মাধ্যমে ফলোয়ারদের ভয়েস মেসেজ পাঠানো এবং বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানার মতো সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া একটি চ্যানেলে ১৬ জন অ্যাডমিনকে পরিচালনা করার সুযোগও দেবে হোয়াটসঅ্যাপ।
তথ্যসূত্র: গিজমোচায়না
আশপাশের মানুষের সঙ্গে দ্রুত ফাইল শেয়ারের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। এটি অ্যান্ড্রয়েডের ‘নিয়ারবাই শেয়ার’ ফিচারের মতো কাজ করবে। তবে ফিচারটি ব্যবহারের জন্য সেন্ডার (প্রেরক) ও রিসিভার (গ্রাহক) ডিভাইস কাছাকাছি থাকতে হবে।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, বর্তমানে ফিচারটি হোয়াটসঅ্যাপের ২.২৪. ২.১৭ বেটা সংস্করণে পাওয়া গেছে। ফাইল শেয়ারের জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নতুন একটি পেজ দেখা যাবে।
ফিচারটির একটি স্ক্রিনশট ওয়েবসাইটটি প্রকাশ করে। এই স্ক্রিনশট অনুযায়ী, ফাইল রিসিভ করতে গ্রাহকের ডিভাইসটিকে ঝাঁকাতে হবে। আর কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিরাই শুধু গ্রাহকের ডিভাইসে ফাইল পাঠাতে পারবেন।
প্ল্যাটফর্মটির টেক্সট ও ভয়েস মেসেজের মতো এই ফিচারও অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের আওতায় থাকবে।
অ্যান্ড্রয়েডে কয়েক বছর ধরেই এ ধরনের ফিচার আছে। তবে অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন ও কন্টাক্ট লিস্টের ভেতরে ফাইল শেয়ারের ব্যবস্থাটি গ্রাহকের ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা দেয়। তাই জনসমাগমস্থলে ছবি ও ভিডিও শেয়ারের জন্য ফিচারটি ভালো কাজ করবে।
হোয়াটসঅ্যাপের এই ফিচার এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে কবে নাগাদ ফিচারটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে, তা স্পষ্ট নয়। এ ছাড়া ক্যালেন্ডার ফিচার নিয়েও কাজ করছে প্ল্যাটফর্মটি। এটি নির্দিষ্ট তারিখের মেসেজ খুঁজে পেতে সাহায্য করবে।
আবার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ভয়েস আপডেট ও পোল ফিচার নিয়ে আসবে মেটা। এসব আপডেটের মাধ্যমে ফলোয়ারদের ভয়েস মেসেজ পাঠানো এবং বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া জানার মতো সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া একটি চ্যানেলে ১৬ জন অ্যাডমিনকে পরিচালনা করার সুযোগও দেবে হোয়াটসঅ্যাপ।
তথ্যসূত্র: গিজমোচায়না
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
১৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১৯ ঘণ্টা আগে