Ajker Patrika

‘হ্যাকিংয়ের শিকার’ চ্যাটজিপিটি, ৯০ মিনিট সার্ভার ডাউন 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৬: ১৪
‘হ্যাকিংয়ের শিকার’ চ্যাটজিপিটি, ৯০ মিনিট সার্ভার ডাউন 

ওপেনএআইয়ের কৃত্রিম বৃদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার সন্ধ্যা ৮টার দিকে ৯০ মিনিটের জন্য প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি ডাউন ছিল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

সার্ভার ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ডাউনডিটেক্টর ও এক্স প্ল্যাটফর্মে অনেক গ্রাহক এ বিষয়ে পোস্ট করছে। অনেক গ্রাহক এখনো চ্যাটজিপিটির ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। 

কোম্পানিটি পর্যায়ক্রমিক বিভ্রাটের সঙ্গে মোকাবিলা করছে বলে ওপেনএআইয়ের স্ট্যাটাস চেকারে জানানো হয়েছে। ডিডিওএস বা ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস আক্রমণের ফলে এই ধরনের অস্বাভাবিক ট্রাফিক সৃষ্টি হতে পারে। ডিডিওএস আক্রমণ এক ধরনের সাইবার হামলা। সার্ভার বন্ধে বা কার্যক্রম বিঘ্ন করতে হ্যাকাররা নানা পদ্ধতিতে অস্বাভাবিকভাবে ট্রাফিক বাড়ায়। 

এই সমস্যা সমাধানে কাজ শুরু করছে বলে চ্যাটজিপিটির মূল কোম্পানি ওপেনএআই। তবে চ্যাটজিপিটি ওয়েব ভার্সন ব্যবহারকারীরা এবং নতুন জিপিটি বিল্ডারের গ্রাহকেরা এখনো ওপেনএআইয়ের সার্ভারে প্রবেশ করতে পারছে না। 

অনলাইনের স্বাভাবিক ট্রাফিককে বিঘ্নিত করে এই ডিডিওএস আক্রমণ। চ্যাটজিপিটির নতুন ফিচারের জন্য সার্ভারের ট্রাফিক বেড়েছে নাকি ওপেনএআই হামলার শিকার হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

এই সপ্তাহের শুরুতে কোম্পানির প্রথম ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চ্যাটজিপিটির আরও শক্তিশালী ভার্সন জিপিটি ৪ টার্বোর উন্মোচন করে ওপেনএআই। এটি ব্যবহারকারীদের পছন্দমতো জিপিটি তৈরিতে সহায়তা করবে। 

গত বছর থেকে ডেভেলপারদের চাহিদা নিয়ে আলোচনা করছে কোম্পানিটি। এরই প্রেক্ষিতে নতুন মডেল নিয়ে আসা হয়। ৩০০ পৃষ্ঠা পর্যন্ত দৈর্ঘ্যের ইনপুট গ্রহণ করতে পারে জিপিটি–৪ টার্বো। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে একটি বইয়ের সারসংক্ষেপও এটি জিজ্ঞাসা করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত