আইওএসের মতো ফিচার অ্যান্ড্রয়েডে নিয়ে এল গুগল ম্যাপস। নতুন ফিচারটির মাধ্যমে দিকনির্দেশনার পাশাপাশি আইফোনের মতো অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপে আবহাওয়াও দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল সর্বপ্রথম ফিচারটি বিষয়ে তথ্য তুলে ধরে। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপ অ্যাপের সার্চ বারের নিচের দিকে বাম পাশের কোনায় একটি ছোট আয়তক্ষেত্রকার বক্স যুক্ত করা হয়েছে। এই বক্সে তাপমাত্রা, আবহাওয়া ও বায়ুর গুণমান (একিউআই) নির্দেশ করা হবে।
ম্যাপের বিভিন্ন স্থান অনুযায়ী আইওএসের সংস্করণের মতো মানগুলো পরিবর্তন হবে। তবে অন্য অপশন নির্বাচন করা হলে উইজেটগুলো অদৃশ্য হয়ে যাবে।
আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ওই বক্সের ওপর গ্রাহকেরা ট্যাপ করতে পারবে। বক্সেটিতে ট্যাপের মাধ্যমে দিনের তাপমাত্রা ও আবহাওয়ার অবস্থা, সসর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা, ঘণ্টায় ঘণ্টায় এর পরিবর্তন এবং একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবার একিউআই অপশনে ট্যাপ করলে বিদ্যমান বায়ুর মানের স্তর দেখাবে।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। এই ফিচারের মাধ্যমে গুগল ম্যাপ অ্যাপ থেকে বের না হয়েই আবহাওয়া দেখা যাবে। তাই ফিচারটি গাড়ি চালানোর সময়ের জন্য খুবই কাজে দেবে।
নাইনটুফাইভগুগল বলছে, অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটির আপডেট দেওয়া শুরু করেছে অ্যাপল। তাই ফিচারটি পেতে গুগল ম্যাপস আপডেট করতে হবে।
গত বছরে ম্যাপসে এআইভিত্তিক ৬টি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। ভিজ্যুয়াল সার্চ, বিষয়ভিত্তিক সার্চ, রাস্তার জন্য ইমারসিভ ভিউ, ড্রাইভিং ও নেভিগেশন, ইভি চার্জারের তথ্য, গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি মতোর ফিচারগুলো আনা হবে জানানো হয়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আইওএসের মতো ফিচার অ্যান্ড্রয়েডে নিয়ে এল গুগল ম্যাপস। নতুন ফিচারটির মাধ্যমে দিকনির্দেশনার পাশাপাশি আইফোনের মতো অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপে আবহাওয়াও দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল সর্বপ্রথম ফিচারটি বিষয়ে তথ্য তুলে ধরে। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপ অ্যাপের সার্চ বারের নিচের দিকে বাম পাশের কোনায় একটি ছোট আয়তক্ষেত্রকার বক্স যুক্ত করা হয়েছে। এই বক্সে তাপমাত্রা, আবহাওয়া ও বায়ুর গুণমান (একিউআই) নির্দেশ করা হবে।
ম্যাপের বিভিন্ন স্থান অনুযায়ী আইওএসের সংস্করণের মতো মানগুলো পরিবর্তন হবে। তবে অন্য অপশন নির্বাচন করা হলে উইজেটগুলো অদৃশ্য হয়ে যাবে।
আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ওই বক্সের ওপর গ্রাহকেরা ট্যাপ করতে পারবে। বক্সেটিতে ট্যাপের মাধ্যমে দিনের তাপমাত্রা ও আবহাওয়ার অবস্থা, সসর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা, ঘণ্টায় ঘণ্টায় এর পরিবর্তন এবং একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবার একিউআই অপশনে ট্যাপ করলে বিদ্যমান বায়ুর মানের স্তর দেখাবে।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। এই ফিচারের মাধ্যমে গুগল ম্যাপ অ্যাপ থেকে বের না হয়েই আবহাওয়া দেখা যাবে। তাই ফিচারটি গাড়ি চালানোর সময়ের জন্য খুবই কাজে দেবে।
নাইনটুফাইভগুগল বলছে, অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটির আপডেট দেওয়া শুরু করেছে অ্যাপল। তাই ফিচারটি পেতে গুগল ম্যাপস আপডেট করতে হবে।
গত বছরে ম্যাপসে এআইভিত্তিক ৬টি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। ভিজ্যুয়াল সার্চ, বিষয়ভিত্তিক সার্চ, রাস্তার জন্য ইমারসিভ ভিউ, ড্রাইভিং ও নেভিগেশন, ইভি চার্জারের তথ্য, গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি মতোর ফিচারগুলো আনা হবে জানানো হয়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৩ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
৪ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৭ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৭ ঘণ্টা আগে