অনলাইন ডেস্ক
আইওএসের মতো ফিচার অ্যান্ড্রয়েডে নিয়ে এল গুগল ম্যাপস। নতুন ফিচারটির মাধ্যমে দিকনির্দেশনার পাশাপাশি আইফোনের মতো অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপে আবহাওয়াও দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল সর্বপ্রথম ফিচারটি বিষয়ে তথ্য তুলে ধরে। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপ অ্যাপের সার্চ বারের নিচের দিকে বাম পাশের কোনায় একটি ছোট আয়তক্ষেত্রকার বক্স যুক্ত করা হয়েছে। এই বক্সে তাপমাত্রা, আবহাওয়া ও বায়ুর গুণমান (একিউআই) নির্দেশ করা হবে।
ম্যাপের বিভিন্ন স্থান অনুযায়ী আইওএসের সংস্করণের মতো মানগুলো পরিবর্তন হবে। তবে অন্য অপশন নির্বাচন করা হলে উইজেটগুলো অদৃশ্য হয়ে যাবে।
আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ওই বক্সের ওপর গ্রাহকেরা ট্যাপ করতে পারবে। বক্সেটিতে ট্যাপের মাধ্যমে দিনের তাপমাত্রা ও আবহাওয়ার অবস্থা, সসর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা, ঘণ্টায় ঘণ্টায় এর পরিবর্তন এবং একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবার একিউআই অপশনে ট্যাপ করলে বিদ্যমান বায়ুর মানের স্তর দেখাবে।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। এই ফিচারের মাধ্যমে গুগল ম্যাপ অ্যাপ থেকে বের না হয়েই আবহাওয়া দেখা যাবে। তাই ফিচারটি গাড়ি চালানোর সময়ের জন্য খুবই কাজে দেবে।
নাইনটুফাইভগুগল বলছে, অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটির আপডেট দেওয়া শুরু করেছে অ্যাপল। তাই ফিচারটি পেতে গুগল ম্যাপস আপডেট করতে হবে।
গত বছরে ম্যাপসে এআইভিত্তিক ৬টি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। ভিজ্যুয়াল সার্চ, বিষয়ভিত্তিক সার্চ, রাস্তার জন্য ইমারসিভ ভিউ, ড্রাইভিং ও নেভিগেশন, ইভি চার্জারের তথ্য, গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি মতোর ফিচারগুলো আনা হবে জানানো হয়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আইওএসের মতো ফিচার অ্যান্ড্রয়েডে নিয়ে এল গুগল ম্যাপস। নতুন ফিচারটির মাধ্যমে দিকনির্দেশনার পাশাপাশি আইফোনের মতো অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপে আবহাওয়াও দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল সর্বপ্রথম ফিচারটি বিষয়ে তথ্য তুলে ধরে। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপ অ্যাপের সার্চ বারের নিচের দিকে বাম পাশের কোনায় একটি ছোট আয়তক্ষেত্রকার বক্স যুক্ত করা হয়েছে। এই বক্সে তাপমাত্রা, আবহাওয়া ও বায়ুর গুণমান (একিউআই) নির্দেশ করা হবে।
ম্যাপের বিভিন্ন স্থান অনুযায়ী আইওএসের সংস্করণের মতো মানগুলো পরিবর্তন হবে। তবে অন্য অপশন নির্বাচন করা হলে উইজেটগুলো অদৃশ্য হয়ে যাবে।
আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ওই বক্সের ওপর গ্রাহকেরা ট্যাপ করতে পারবে। বক্সেটিতে ট্যাপের মাধ্যমে দিনের তাপমাত্রা ও আবহাওয়ার অবস্থা, সসর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা, ঘণ্টায় ঘণ্টায় এর পরিবর্তন এবং একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবার একিউআই অপশনে ট্যাপ করলে বিদ্যমান বায়ুর মানের স্তর দেখাবে।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। এই ফিচারের মাধ্যমে গুগল ম্যাপ অ্যাপ থেকে বের না হয়েই আবহাওয়া দেখা যাবে। তাই ফিচারটি গাড়ি চালানোর সময়ের জন্য খুবই কাজে দেবে।
নাইনটুফাইভগুগল বলছে, অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটির আপডেট দেওয়া শুরু করেছে অ্যাপল। তাই ফিচারটি পেতে গুগল ম্যাপস আপডেট করতে হবে।
গত বছরে ম্যাপসে এআইভিত্তিক ৬টি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। ভিজ্যুয়াল সার্চ, বিষয়ভিত্তিক সার্চ, রাস্তার জন্য ইমারসিভ ভিউ, ড্রাইভিং ও নেভিগেশন, ইভি চার্জারের তথ্য, গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি মতোর ফিচারগুলো আনা হবে জানানো হয়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৭ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৯ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৯ ঘণ্টা আগে