স্ট্যাটাস আপডেটের জন্য নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১৬: ১৭

স্ট্যাটাস আপডেটের প্রাইভেসি বা গোপনীয়তার সেটিংস দ্রুত পরিবর্তনের জন্য নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের ফলে ব্যবহারকারীদের সেটিংস গিয়ে প্রতিবার গোপনীয়তার সেটিংস পরিবর্তন করতে হবে না।

ফিচারটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলছে, অ্যান্ড্রয়েড ২.২৪. ১২.২৭ সংস্করণে ফিচারটি দেখা গিয়েছে। ব্যবহারকারীরা স্ট্যাটাস দেওয়ার সময় একটি নতুন উইন্ডো দেখতে পারবেন যেখানে অডিয়েন্স নির্বাচনের অপশন থাকবে। এটি অনেকটা ইনস্টাগ্রামের স্টোরির মতো হবে।

গুগল প্লে স্টোরের বেটা প্রোগ্রামের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বেটা সংস্করণটি ইনস্টল করা যায়। এই সংস্করণেই আপাতত ফিচারটি পাওয়া যাবে।

ফিচারটি সম্পর্কিত একটি ছবি প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। এই ছবিতে ফিচারটিতে দুইটি অপশন দেখা যায়। এটি হলো—অল কন্টাক্টস আর আরেকটি হলো স্পেসিফিক কন্টাক্ট। পরের অপশনটির মাধ্যমে স্ট্যাটাস শেয়ারের জন্য নির্দিষ্ট কিছু নম্বর নির্বাচন করতে পারবেন। ফিচারটি মাধ্যমে স্ট্যাটাস আপডেটের গোপনীয়তার ওপর আরও নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীদের।

আইওএসের ব্যবহারকারীদের জন্য ফিচারটি আগেই চালু করা হয়েছে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটের পেজের নকশায় পরিবর্তন করা হবে। এটি হোয়াটসঅ্যাপের ২.২৪. ১২.২০ বেটা সংস্করণে পাওয়া যাবে। স্ট্যাটাস আপডেটের ছোট উইন্ডোর পরিবর্তে বড় আকারের থাম্বনেইল দেখা যাবে।

 ২০১৭ সালে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ফিচার যুক্ত করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা টেক্সট, ইমোজি, ছবি ও বিভিন্ন কনটেন্টে ২৪ ঘণ্টার জন্য শেয়ার করা যায়।

ব্রাজিলের এক সম্মেলনের গত সপ্তাহে হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক টুল উন্মোচন করেন মার্ক জাকারবার্গ। এসব টুলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখানো যাবে।

এই ঘোষণা হোয়াটসঅ্যাপে বিজনেস প্ল্যাটফর্মের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। কারণ হোয়াটসঅ্যাপের দীর্ঘদিন এন্ড টু এন্ড এনক্রিপটেভ সুবিধা আওতায় রয়েছে আর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের মতো ব্যক্তিগতকরণ বিজ্ঞাপন দেখানো হতো না।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত