অনলাইন ডেস্ক
সরকারি কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন। এই খবরের পর আইফোন নির্মাতা অ্যাপলের শেয়ারের দরপতন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বুধবার দিন শেষে ৩ দশমিক ৬ শতাংশ দাম কমে অ্যাপলের শেয়ার ১৮২ দশমিক ৯১ ডলারে লেনদেন হয়। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত অ্যাপলের শেয়ার ৪৬ শতাংশ বেড়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাপলের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পায়নি।
চীনের কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, করোনা মহামারির আগে থেকেই আইফোন ব্যবহার বন্ধের অলিখিত নিয়ম ছিল। এবার সেই নিয়ম আনুষ্ঠানিক নীতির মাধ্যমে প্রকাশ পেল। বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এখন হুয়াওয়ের মতো দেশীয় স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে।
২০২২ সালের জুনে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তার আশঙ্কায় চীনের সরকারি মন্ত্রণালয়গুলো টেসলা গাড়িকে তাদের প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গত মার্চ মাসে চীনে ভ্রমণ করেন। অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার ও উৎপাদক হলো চীন। চীনের বাজার থেকে কোম্পানিটির প্রায় ১৯ শতাংশ আয় হয়।
চীনের প্রযুক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিতে পারে।
চীনের হুয়াওয়ে ও জেটিই কোম্পানি অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে ‘এক অগ্রহণযোগ্য ঝুঁকির’ কথা উল্লেখ করে গত নভেম্বরে বাইডেনের প্রশাসন উভয় কোম্পানির টেলিকমিউনিকেশনের সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
চীনের সরকার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদসহ অনেক প্রতিষ্ঠানে টিকটক বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে যেমন–নিউইয়র্ক, মন্টনা, ওহিও, টেক্সাস ও জর্জিয়ায় টিকটিক বন্ধ করে দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করল চীন। এই খবরের পর আইফোন নির্মাতা অ্যাপলের শেয়ারের দরপতন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বুধবার দিন শেষে ৩ দশমিক ৬ শতাংশ দাম কমে অ্যাপলের শেয়ার ১৮২ দশমিক ৯১ ডলারে লেনদেন হয়। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত অ্যাপলের শেয়ার ৪৬ শতাংশ বেড়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অ্যাপলের সঙ্গে সিএনএন যোগাযোগ করলেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পায়নি।
চীনের কেন্দ্রীয় সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, করোনা মহামারির আগে থেকেই আইফোন ব্যবহার বন্ধের অলিখিত নিয়ম ছিল। এবার সেই নিয়ম আনুষ্ঠানিক নীতির মাধ্যমে প্রকাশ পেল। বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছুক।
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এখন হুয়াওয়ের মতো দেশীয় স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেড়েছে।
২০২২ সালের জুনে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, নিরাপত্তার আশঙ্কায় চীনের সরকারি মন্ত্রণালয়গুলো টেসলা গাড়িকে তাদের প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গত মার্চ মাসে চীনে ভ্রমণ করেন। অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ বাজার ও উৎপাদক হলো চীন। চীনের বাজার থেকে কোম্পানিটির প্রায় ১৯ শতাংশ আয় হয়।
চীনের প্রযুক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিতে পারে।
চীনের হুয়াওয়ে ও জেটিই কোম্পানি অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে ‘এক অগ্রহণযোগ্য ঝুঁকির’ কথা উল্লেখ করে গত নভেম্বরে বাইডেনের প্রশাসন উভয় কোম্পানির টেলিকমিউনিকেশনের সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
চীনের সরকার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদসহ অনেক প্রতিষ্ঠানে টিকটক বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে যেমন–নিউইয়র্ক, মন্টনা, ওহিও, টেক্সাস ও জর্জিয়ায় টিকটিক বন্ধ করে দেওয়া হয়েছে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৪ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৪ ঘণ্টা আগে