অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানি হুয়াওয়ে ও টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেকে ‘অ্যাপলের ভক্ত’ বলে চমকে দিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেই। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
চীনের প্রযুক্তি উদ্যোক্তা রেন গত মাসে অনুষ্ঠিত হওয়া হুয়াওয়ের আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষাবিদদের বলেন, তিনি যেকোনো বিদেশি ব্র্যান্ডের প্রতি ‘জেনফোবিয়া’ (বিদেশি বা অপরিচিত মানুষের প্রতি ভয় বা ঘৃণা) প্রদর্শনের বিরুদ্ধে। অ্যাপলকে তিনি মূল্যবান শিক্ষক হিসেবে দেখেন।
রেন বলেন, ‘অ্যাপলের পণ্য কেন এত ভালো তা নিয়ে আমরা মাঝে মধ্যেই ভাবি এবং অ্যাপলের সঙ্গে আমাদের পার্থক্যও দেখতে পারি।’
তিনি এ রকম শিক্ষকের কাছ থেকে জানার সুযোগ পেয়ে ও তুলনা করতে পেরে অনেক খুশি। তাই তাকে অ্যাপলের ভক্ত বললে ভুল হবে না। তিনি আরও বলেন, তার মেয়েও অ্যাপলের পণ্য ব্যবহার করে।
২০১৯ সালের এক সাক্ষাৎকারে অ্যাপলের কোম্পানির প্রশংসা করে রেন বলেন, গোপনীয়তা সুরক্ষার (প্রাইভেসি প্রটেকশন) ক্ষেত্রে তিনি অ্যাপলকে অনুসরণ করেন।
তিনি এই মন্তব্য তখন করলেন যখন হুয়াওয়ের নতুন ফোন মেট ৬০ প্রো ও মেট ৬০ প্রো প্লাস ৫জি বাজারে এসে চীনে স্বদেশপ্রেমের উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ফোনগুলো চীনের কিরিন ৯০০০ প্রসেসর দিয়ে তৈরি যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অমান্য করার প্রতীক হয়ে উঠেছে।
রেন এ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে তাদের কোম্পানি চিপ তৈরির উপাদান সংগ্রহে অন্য প্ল্যাটফর্মে নজর দেয়। এখন তারা নিজেদের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের মত একই ভিত্তি নিয়ে না হলেও এরা একে অপরের সঙ্গে সংযুক্ত হবে।
নতুন মেট ৬০ প্রো মডেলটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে ব্যবসা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে, যদিও কোম্পানিটি আইফোন ১৫ সিরিজের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হবে। দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) চীনের শীর্ষ পাঁচটি স্মার্টফোন বিক্রির তালিকায় হুয়াওয়ে ফিরে এসেছে।
চীনের সংবাদমাধ্যম সিকিউরিটিস ডেইলি এর মতে, কোম্পানিটি ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনে চালানের লক্ষ্য ২০ শতাংশ বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত চীনা কোম্পানি হুয়াওয়ে ও টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, তখন নিজেকে ‘অ্যাপলের ভক্ত’ বলে চমকে দিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেংফেই। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
চীনের প্রযুক্তি উদ্যোক্তা রেন গত মাসে অনুষ্ঠিত হওয়া হুয়াওয়ের আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষাবিদদের বলেন, তিনি যেকোনো বিদেশি ব্র্যান্ডের প্রতি ‘জেনফোবিয়া’ (বিদেশি বা অপরিচিত মানুষের প্রতি ভয় বা ঘৃণা) প্রদর্শনের বিরুদ্ধে। অ্যাপলকে তিনি মূল্যবান শিক্ষক হিসেবে দেখেন।
রেন বলেন, ‘অ্যাপলের পণ্য কেন এত ভালো তা নিয়ে আমরা মাঝে মধ্যেই ভাবি এবং অ্যাপলের সঙ্গে আমাদের পার্থক্যও দেখতে পারি।’
তিনি এ রকম শিক্ষকের কাছ থেকে জানার সুযোগ পেয়ে ও তুলনা করতে পেরে অনেক খুশি। তাই তাকে অ্যাপলের ভক্ত বললে ভুল হবে না। তিনি আরও বলেন, তার মেয়েও অ্যাপলের পণ্য ব্যবহার করে।
২০১৯ সালের এক সাক্ষাৎকারে অ্যাপলের কোম্পানির প্রশংসা করে রেন বলেন, গোপনীয়তা সুরক্ষার (প্রাইভেসি প্রটেকশন) ক্ষেত্রে তিনি অ্যাপলকে অনুসরণ করেন।
তিনি এই মন্তব্য তখন করলেন যখন হুয়াওয়ের নতুন ফোন মেট ৬০ প্রো ও মেট ৬০ প্রো প্লাস ৫জি বাজারে এসে চীনে স্বদেশপ্রেমের উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ফোনগুলো চীনের কিরিন ৯০০০ প্রসেসর দিয়ে তৈরি যা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অমান্য করার প্রতীক হয়ে উঠেছে।
রেন এ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরে তাদের কোম্পানি চিপ তৈরির উপাদান সংগ্রহে অন্য প্ল্যাটফর্মে নজর দেয়। এখন তারা নিজেদের প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছেন। প্ল্যাটফর্মটি যুক্তরাষ্ট্রের মত একই ভিত্তি নিয়ে না হলেও এরা একে অপরের সঙ্গে সংযুক্ত হবে।
নতুন মেট ৬০ প্রো মডেলটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোনের বাজারে হুয়াওয়ে ব্যবসা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে, যদিও কোম্পানিটি আইফোন ১৫ সিরিজের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হবে। দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) চীনের শীর্ষ পাঁচটি স্মার্টফোন বিক্রির তালিকায় হুয়াওয়ে ফিরে এসেছে।
চীনের সংবাদমাধ্যম সিকিউরিটিস ডেইলি এর মতে, কোম্পানিটি ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে স্মার্টফোনে চালানের লক্ষ্য ২০ শতাংশ বাড়িয়েছে।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৯ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৬ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৭ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে