টি এইচ মাহির
নতুন বছরের দ্বিতীয় দিনে সূর্যটা হয়তো একই রকম আছে। কিন্তু আমাদের জীবন আর যাপন একই রকম যে নেই, সেটা হলফ করে বলা যায়। এই যে নতুন বছরের শুভেচ্ছা জানালেন আপনার বন্ধুদের, আপনি জানেনই না যে হয়তো সেটা করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গত বছর প্রযুক্তির দুনিয়ায় আলোড়ন তুলেছিল এর ব্যবহার। বলা হচ্ছে, ভবিষ্যতে এটি ছড়িয়ে পড়তে পারে সব ক্ষেত্রে। সেটা অনেকখানিই সত্য। কী আসছে এ বছর?
জেনারেটিভ এআই
এ বছর জেনারেটিভ এআই ব্যাপক পরিবর্তন আনবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। জেনারেটিভ এআই হলো মেশিন লার্নিং মডেলের একটি ধরন। এটি নিজে থেকে ভাবতে পারে না এবং এর কোনো আবেগ-অনুভূতি নেই। শুধু বিভিন্ন প্যাটার্ন খুঁজে দেবে জেনারেটিভ এআই। অতীতে এআইকে তথ্য বুঝতে ও বিভিন্ন বিষয় খুঁজতে ব্যবহার করা হতো। এখন এটি ছবি, সংগীত কিংবা কোড তৈরির মতো নতুন কনটেন্ট তৈরি করতেও আমাদের সাহায্য করে। জেনারেটিভ এআই সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস সফটওয়্যার, ডিজাইন প্যাকেজ এবং যোগাযোগের টুলসসহ নানান বিষয়ে আমাদের কাজ সহজ করবে; অনেকটা ব্যক্তিগত সহকারীর মতো।
বায়োপ্রিন্টিং
বায়োপ্রিন্টিং হলো এমন একটি প্রযুক্তি, যেখানে বায়োইঙ্ক ও বায়োম্যাটেরিয়াল কোষের সঙ্গে মিশ্রিত করে থ্রিডি প্রিন্ট করা হয়। জীবন্ত টিস্যু মডেল তৈরিতে এটি ব্যবহার করা হয়। মানবদেহের অঙ্গ প্রতিস্থাপনসহ অন্যান্য চিকিৎসাসেবা, টিস্যু প্রতিস্থাপনের কাজে ব্যবহৃত হয় বায়োপ্রিন্টিং। এ বছর এই প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছে বিশ্ব। জটিল কাঠামো এবং অঙ্গ প্রিন্ট করা যাবে এই প্রযুক্তিতে।
ব্রেন-কম্পিউটার ইন্টারফেসবিসিআইএস বা ব্রেন-কম্পিউটার ইন্টারফেস হলো মস্তিষ্ক ও ডিভাইসের মধ্যে সরাসরি যোগাযোগ। এই প্রযুক্তি চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। এর মাধ্যমে স্নায়বিক রোগ ও প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা করা আরও সহজ হয়ে উঠবে। এটি মানব-মেশিন ইন্টারফেস হিসেবে কাজ করে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া, মস্তিষ্কের সংকেত ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। এ বছর এই প্রযুক্তি আরও উন্নত হয়ে বাজারে আসবে।
ভার্চুয়াল রিয়েলিটি
ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তির প্রসার ঘটেছে। তবে এ বছর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পুরো কৃত্রিম জগৎ গড়ে উঠতে পারে এবং ডিজিটাল কনভারজেন্সের প্রসার ঘটতে পারে। ডিজিটাল কনভারজেন্স হলো বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইসের একত্রীকরণ। ভার্চুয়াল রিয়েলিটি ডিজিটাল টুইন আকারে বাজারে আসতে পারে এ বছর। গড়ে উঠতে পারে একটি সম্পূর্ণ শহর বা এমনকি একটি বাস্তুতন্ত্রের মতো জটিল বস্তুও। এ বছর বাস্তব জগৎ ও ভার্চুয়াল জগতের মধ্যে মিথস্ক্রিয়া দেখা যাবে। এর মানে হলো ডিজিটাল জগৎ ক্রমেই বাস্তবসম্মত হয়ে উঠবে।
কোয়ান্টাম কম্পিউটিং
প্রথাগত কম্পিউটারের চেয়ে বহুগুণ শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার এ বছর বেশ চমক দেখাতে পারে। জিনোম সিকোয়েন্সিং, ক্রিপ্টোগ্রাফি, আবহাওয়াবিদ্যা, বস্তুবিজ্ঞান, জটিল সিস্টেমের অপটিমাইজেশন, যেমন ট্রাফিক ব্যবস্থাসহ জটিল কাজগুলোতে কোয়ান্টাম কম্পিউটারের ব্যবহার বাড়তে পারে এ বছর। এমনকি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজতেও সুবিধা দিতে পারে এই প্রযুক্তি। আবার বিজ্ঞানীরা নতুন নতুন ওষুধ তৈরির কাজ করতে পারেন কোয়ান্টাম কম্পিউটারে। এ বছর কোয়ান্টাম কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার আরও উন্নত হবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদেরা।
নতুন বছরের দ্বিতীয় দিনে সূর্যটা হয়তো একই রকম আছে। কিন্তু আমাদের জীবন আর যাপন একই রকম যে নেই, সেটা হলফ করে বলা যায়। এই যে নতুন বছরের শুভেচ্ছা জানালেন আপনার বন্ধুদের, আপনি জানেনই না যে হয়তো সেটা করে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। গত বছর প্রযুক্তির দুনিয়ায় আলোড়ন তুলেছিল এর ব্যবহার। বলা হচ্ছে, ভবিষ্যতে এটি ছড়িয়ে পড়তে পারে সব ক্ষেত্রে। সেটা অনেকখানিই সত্য। কী আসছে এ বছর?
জেনারেটিভ এআই
এ বছর জেনারেটিভ এআই ব্যাপক পরিবর্তন আনবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। জেনারেটিভ এআই হলো মেশিন লার্নিং মডেলের একটি ধরন। এটি নিজে থেকে ভাবতে পারে না এবং এর কোনো আবেগ-অনুভূতি নেই। শুধু বিভিন্ন প্যাটার্ন খুঁজে দেবে জেনারেটিভ এআই। অতীতে এআইকে তথ্য বুঝতে ও বিভিন্ন বিষয় খুঁজতে ব্যবহার করা হতো। এখন এটি ছবি, সংগীত কিংবা কোড তৈরির মতো নতুন কনটেন্ট তৈরি করতেও আমাদের সাহায্য করে। জেনারেটিভ এআই সার্চ ইঞ্জিন থেকে শুরু করে অফিস সফটওয়্যার, ডিজাইন প্যাকেজ এবং যোগাযোগের টুলসসহ নানান বিষয়ে আমাদের কাজ সহজ করবে; অনেকটা ব্যক্তিগত সহকারীর মতো।
বায়োপ্রিন্টিং
বায়োপ্রিন্টিং হলো এমন একটি প্রযুক্তি, যেখানে বায়োইঙ্ক ও বায়োম্যাটেরিয়াল কোষের সঙ্গে মিশ্রিত করে থ্রিডি প্রিন্ট করা হয়। জীবন্ত টিস্যু মডেল তৈরিতে এটি ব্যবহার করা হয়। মানবদেহের অঙ্গ প্রতিস্থাপনসহ অন্যান্য চিকিৎসাসেবা, টিস্যু প্রতিস্থাপনের কাজে ব্যবহৃত হয় বায়োপ্রিন্টিং। এ বছর এই প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছে বিশ্ব। জটিল কাঠামো এবং অঙ্গ প্রিন্ট করা যাবে এই প্রযুক্তিতে।
ব্রেন-কম্পিউটার ইন্টারফেসবিসিআইএস বা ব্রেন-কম্পিউটার ইন্টারফেস হলো মস্তিষ্ক ও ডিভাইসের মধ্যে সরাসরি যোগাযোগ। এই প্রযুক্তি চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে। এর মাধ্যমে স্নায়বিক রোগ ও প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা করা আরও সহজ হয়ে উঠবে। এটি মানব-মেশিন ইন্টারফেস হিসেবে কাজ করে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গের নড়াচড়া, মস্তিষ্কের সংকেত ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। এ বছর এই প্রযুক্তি আরও উন্নত হয়ে বাজারে আসবে।
ভার্চুয়াল রিয়েলিটি
ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তির প্রসার ঘটেছে। তবে এ বছর ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে পুরো কৃত্রিম জগৎ গড়ে উঠতে পারে এবং ডিজিটাল কনভারজেন্সের প্রসার ঘটতে পারে। ডিজিটাল কনভারজেন্স হলো বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইসের একত্রীকরণ। ভার্চুয়াল রিয়েলিটি ডিজিটাল টুইন আকারে বাজারে আসতে পারে এ বছর। গড়ে উঠতে পারে একটি সম্পূর্ণ শহর বা এমনকি একটি বাস্তুতন্ত্রের মতো জটিল বস্তুও। এ বছর বাস্তব জগৎ ও ভার্চুয়াল জগতের মধ্যে মিথস্ক্রিয়া দেখা যাবে। এর মানে হলো ডিজিটাল জগৎ ক্রমেই বাস্তবসম্মত হয়ে উঠবে।
কোয়ান্টাম কম্পিউটিং
প্রথাগত কম্পিউটারের চেয়ে বহুগুণ শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার এ বছর বেশ চমক দেখাতে পারে। জিনোম সিকোয়েন্সিং, ক্রিপ্টোগ্রাফি, আবহাওয়াবিদ্যা, বস্তুবিজ্ঞান, জটিল সিস্টেমের অপটিমাইজেশন, যেমন ট্রাফিক ব্যবস্থাসহ জটিল কাজগুলোতে কোয়ান্টাম কম্পিউটারের ব্যবহার বাড়তে পারে এ বছর। এমনকি পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খুঁজতেও সুবিধা দিতে পারে এই প্রযুক্তি। আবার বিজ্ঞানীরা নতুন নতুন ওষুধ তৈরির কাজ করতে পারেন কোয়ান্টাম কম্পিউটারে। এ বছর কোয়ান্টাম কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার আরও উন্নত হবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদেরা।
ইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
১০ মিনিট আগেভুলক্রমে বয়ফ্রেন্ডের ৫৬৯ মিলিয়ন বা ৫৬ কোটি ৯০ লাখ পাউন্ডের মূল্যের বিটকয়েন ‘কী’ ভাগাড়ে ফেলে দিয়েছিলেন এক নারী। এখন বয়ফ্রেন্ড বিটকয়েনগুলো ফিরে পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত টেনে নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগেপ্রযুক্তির জগতের অন্যতম পরিচিত নাম চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া এর প্রতিষ্ঠাতা এবং সিইও জেনসেন হুয়াং। তবে শুধু এনভিডিয়ার সাফল্যই তাঁর পুরো জীবনের গল্প নয়, বরং কলেজজীবনের একটি রোমান্টিক ও মজাদার অধ্যায়ও হুয়াংয়ের রয়েছে। যখন ১৭ বছর বয়সী কলেজ ছাত্র হুয়াং তাঁর ১৯ বছরের হবু স্ত্রী লরি হুয়াংয়ের মন জয়...
২ ঘণ্টা আগেফেসবুক, ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জায়ান্টেদের ওপর বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করার পরিকল্পনা প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের প্রস্তাবিত একটি আইন অনুযায়ী, কোম্পানিগুলোর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে জরিমানা আরোপ করার পরিকল্পনা করেছিল দেশটি।
৫ ঘণ্টা আগে