অনলাইন ডেস্ক
এক্সের (টুইটার) প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম থ্রেডসে নতুন ‘ট্যাগ’ অপশন নিয়ে এল মেটা। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ফিচার হ্যাশট্যাগের মতো এটি কাজ করবে। এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা তাঁদের পোস্টকে শ্রেণিবদ্ধ বা ক্যাটাগরাইজ করতে পারবেন। এর ফলে পোস্টগুলো সহজে খুঁজে পাওয়া যাবে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, এখন থেকে যেকোনো বিষয়কে থ্রেডসের পোস্টে ট্যাগ করা যাবে। বিশ্বের সব গ্রাহকের জন্য ধীরে ধীরে ফিচারটি ছাড়া হবে বলে মোসেরি নিশ্চিত করেন।
থ্রেডসের ট্যাগে ‘#’ চিহ্নটি দেখানো হবে না। ট্যাগের জন্য গ্রাহকেরা একটির বেশি শব্দ ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগে সাধারণত শব্দগুলো একই সঙ্গে থাকে এবং এর মাঝে কোনো স্পেস থাকে না। তবে ট্যাগ ফিচারের ক্ষেত্রে শব্দের মাঝে স্পেস থাকলেও সমস্যা নেই। একটি পোস্টের জন্য একটি মাত্র ট্যাগ ব্যবহার করা যাবে।
থ্রেডসের ‘#’ বাটন বা কি-বোর্ডের # কি ব্যবহার করে এই ট্যাগ ব্যবহার করা যাবে। এই ট্যাগ ব্যবহার করার সময় বিদ্যমান বিষয়গুলোর একটি তালিকা উপস্থাপন করা হবে। এই তালিকা থেকে গ্রাহকেরা ট্যাগ নির্বাচন করতে পারবেন অথবা নিজেও নতুন ট্যাগ তৈরি করতে পারবেন। ট্যাগের শব্দগুলোর মধ্যে স্পেস ব্যবহার এবং একটি ট্যাগের মধ্যে বিশেষ ক্যারেক্টারও অন্তর্ভুক্ত করা যাবে।
ট্যাগের সঙ্গে # চিহ্নটি দেখা না গেলেও থ্রেডের পোস্টে এটি লিংকের মতো নীল রঙে দেখা যাবে। কোনো ট্যাগে ক্লিক করে এ বিষয়ে অন্যদের পোস্টও দেখতে পারবেন। ইনস্টাগ্রামের একজন প্রোডাক্ট ডিজাইনার বলেছেন, ট্যাগের মধ্যে ইমোজিও ব্যবহার করা যাবে।
গত নভেম্বরে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করার সুবিধা দেয় মেটা। এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যেত। কারণ, ইনস্টাগ্রামের প্রোফাইল, প্রোফাইল আইকন ও ফলোয়ারদের সঙ্গে থ্রেডস নিবিড়ভাবে যুক্ত ছিল। ফিচারটি ব্যবহারের জন্য থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে এবং সক্রিয় থ্রেড অ্যাকাউন্ট থাকতে হবে।
এক্সের (টুইটার) প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম থ্রেডসে নতুন ‘ট্যাগ’ অপশন নিয়ে এল মেটা। সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ফিচার হ্যাশট্যাগের মতো এটি কাজ করবে। এই ফিচারের মাধ্যমে গ্রাহকেরা তাঁদের পোস্টকে শ্রেণিবদ্ধ বা ক্যাটাগরাইজ করতে পারবেন। এর ফলে পোস্টগুলো সহজে খুঁজে পাওয়া যাবে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, এখন থেকে যেকোনো বিষয়কে থ্রেডসের পোস্টে ট্যাগ করা যাবে। বিশ্বের সব গ্রাহকের জন্য ধীরে ধীরে ফিচারটি ছাড়া হবে বলে মোসেরি নিশ্চিত করেন।
থ্রেডসের ট্যাগে ‘#’ চিহ্নটি দেখানো হবে না। ট্যাগের জন্য গ্রাহকেরা একটির বেশি শব্দ ব্যবহার করতে পারবেন। হ্যাশট্যাগে সাধারণত শব্দগুলো একই সঙ্গে থাকে এবং এর মাঝে কোনো স্পেস থাকে না। তবে ট্যাগ ফিচারের ক্ষেত্রে শব্দের মাঝে স্পেস থাকলেও সমস্যা নেই। একটি পোস্টের জন্য একটি মাত্র ট্যাগ ব্যবহার করা যাবে।
থ্রেডসের ‘#’ বাটন বা কি-বোর্ডের # কি ব্যবহার করে এই ট্যাগ ব্যবহার করা যাবে। এই ট্যাগ ব্যবহার করার সময় বিদ্যমান বিষয়গুলোর একটি তালিকা উপস্থাপন করা হবে। এই তালিকা থেকে গ্রাহকেরা ট্যাগ নির্বাচন করতে পারবেন অথবা নিজেও নতুন ট্যাগ তৈরি করতে পারবেন। ট্যাগের শব্দগুলোর মধ্যে স্পেস ব্যবহার এবং একটি ট্যাগের মধ্যে বিশেষ ক্যারেক্টারও অন্তর্ভুক্ত করা যাবে।
ট্যাগের সঙ্গে # চিহ্নটি দেখা না গেলেও থ্রেডের পোস্টে এটি লিংকের মতো নীল রঙে দেখা যাবে। কোনো ট্যাগে ক্লিক করে এ বিষয়ে অন্যদের পোস্টও দেখতে পারবেন। ইনস্টাগ্রামের একজন প্রোডাক্ট ডিজাইনার বলেছেন, ট্যাগের মধ্যে ইমোজিও ব্যবহার করা যাবে।
গত নভেম্বরে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করার সুবিধা দেয় মেটা। এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যেত। কারণ, ইনস্টাগ্রামের প্রোফাইল, প্রোফাইল আইকন ও ফলোয়ারদের সঙ্গে থ্রেডস নিবিড়ভাবে যুক্ত ছিল। ফিচারটি ব্যবহারের জন্য থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে এবং সক্রিয় থ্রেড অ্যাকাউন্ট থাকতে হবে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৪ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৫ ঘণ্টা আগে