অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ‘ফিউশা’ নামের অপারেটিং সিস্টেম আনছে গুগল। তবে এটি পুরোপুরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে প্রতিস্থাপন করবে না। বরং এটি ভার্চুয়াল সিস্টেমে হিসেবে ব্যবহৃত হবে বলে ধারণা করছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।
২০১৬ সাল থেকেই ফিউশা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে গুগল। তবে ২০২১ সালে গুগলের পণ্য ‘নেস্ট হাব’-এ শুধু এটি ব্যবহার করা হয়। সে সময় বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট বলেছিল, স্মার্টফোন ও স্মার্ট ঘড়িসহ সব ধরনের স্মার্ট ডিভাইসের জন্য অপারেটিং সিস্টেমটি তৈরি করা হবে। তবে এখন পর্যন্ত এটি ঘটেনি। তবে অ্যান্ড্রয়েডকে এখনই প্রতিস্থাপন করবে না ফিউশা। অ্যান্ড্রয়েড ডিভাইসে ভার্চুয়াল মেশিন হিসেবে এটি ব্যবহার করতে পারে।
ফিউশা একটি ওপেন-সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম। গুগলের লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডের বিপরীতে জিরকন নামে একটি কাস্টম মাইক্রোকার্নেলের ওপর ভিত্তি তৈরি করা হয়েছে ফিউশা। সাধারণ কার্নেল অপারেটিং সিস্টেমের তুলনায় মাইক্রোকার্নেল আরও কার্যকরী। জিরকনে তুলনামূলক কম কোডও ব্যবহার করা হয়েছে। ফলে সিস্টেমটির নিরাপত্তা আরও জোরদার হবে।
গুগল ‘মাইক্রোফিউশা’ নামে একটি নতুন প্রকল্পে কাজ করছে বলে জানা গেছে। ফিউশাকে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। ভার্চুয়ালাইজেশন একটি ডিভাইসের একটি ভার্চুয়াল সংস্করণ তৈরি করে, যা একটি পৃথক কম্পিউটিং পরিবেশে চলে। সিস্টেমের বাকি অংশ থেকে আলাদা ভার্চুয়াল মেশিন। তাই প্রাথমিক অপারেটিং সিস্টেমে ও ভার্চুয়াল মেশিনের ভেতরে চলমান প্রোগ্রামগুলো একে অপরের সঙ্গে হস্তক্ষেপ করতে পারে না।
মাইক্রোফিউশা QEMU ও pKVM-এর মতো ভার্চুয়াল প্রোগ্রামের ওপর ভিত্তি করে চলবে। পিকেভিএম গুগল তৈরি করে। একটি বিচ্ছিন্ন পরিবেশে নিরাপদে কাজ চালাতে পারে এ জন্য স্তরযুক্ত সুরক্ষা পদ্ধতি পিকেভিএমের সঙ্গে যুক্ত করা হয়। এমনকি কাজগুলো ভালো মতো সম্পন্ন করার জন্য ‘মাইক্রোড্রয়েড’ নামে অ্যান্ড্রয়েডের আরেক সংস্করণ তৈরি করেছে কোম্পানিটি।
মাইক্রোড্রয়েডের মতো একইভাবে কাজ করতে পারে মাইক্রোফিউশা। সহজ কথায়, এটি এমন কাজগুলো চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে, যেগুলো নিরাপদে সম্পন্ন করা প্রয়োজন।
তথ্যসূত্র: ফোনএরিনা ও গিজমোচীনা
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ‘ফিউশা’ নামের অপারেটিং সিস্টেম আনছে গুগল। তবে এটি পুরোপুরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে প্রতিস্থাপন করবে না। বরং এটি ভার্চুয়াল সিস্টেমে হিসেবে ব্যবহৃত হবে বলে ধারণা করছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।
২০১৬ সাল থেকেই ফিউশা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে গুগল। তবে ২০২১ সালে গুগলের পণ্য ‘নেস্ট হাব’-এ শুধু এটি ব্যবহার করা হয়। সে সময় বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট বলেছিল, স্মার্টফোন ও স্মার্ট ঘড়িসহ সব ধরনের স্মার্ট ডিভাইসের জন্য অপারেটিং সিস্টেমটি তৈরি করা হবে। তবে এখন পর্যন্ত এটি ঘটেনি। তবে অ্যান্ড্রয়েডকে এখনই প্রতিস্থাপন করবে না ফিউশা। অ্যান্ড্রয়েড ডিভাইসে ভার্চুয়াল মেশিন হিসেবে এটি ব্যবহার করতে পারে।
ফিউশা একটি ওপেন-সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম। গুগলের লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডের বিপরীতে জিরকন নামে একটি কাস্টম মাইক্রোকার্নেলের ওপর ভিত্তি তৈরি করা হয়েছে ফিউশা। সাধারণ কার্নেল অপারেটিং সিস্টেমের তুলনায় মাইক্রোকার্নেল আরও কার্যকরী। জিরকনে তুলনামূলক কম কোডও ব্যবহার করা হয়েছে। ফলে সিস্টেমটির নিরাপত্তা আরও জোরদার হবে।
গুগল ‘মাইক্রোফিউশা’ নামে একটি নতুন প্রকল্পে কাজ করছে বলে জানা গেছে। ফিউশাকে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। ভার্চুয়ালাইজেশন একটি ডিভাইসের একটি ভার্চুয়াল সংস্করণ তৈরি করে, যা একটি পৃথক কম্পিউটিং পরিবেশে চলে। সিস্টেমের বাকি অংশ থেকে আলাদা ভার্চুয়াল মেশিন। তাই প্রাথমিক অপারেটিং সিস্টেমে ও ভার্চুয়াল মেশিনের ভেতরে চলমান প্রোগ্রামগুলো একে অপরের সঙ্গে হস্তক্ষেপ করতে পারে না।
মাইক্রোফিউশা QEMU ও pKVM-এর মতো ভার্চুয়াল প্রোগ্রামের ওপর ভিত্তি করে চলবে। পিকেভিএম গুগল তৈরি করে। একটি বিচ্ছিন্ন পরিবেশে নিরাপদে কাজ চালাতে পারে এ জন্য স্তরযুক্ত সুরক্ষা পদ্ধতি পিকেভিএমের সঙ্গে যুক্ত করা হয়। এমনকি কাজগুলো ভালো মতো সম্পন্ন করার জন্য ‘মাইক্রোড্রয়েড’ নামে অ্যান্ড্রয়েডের আরেক সংস্করণ তৈরি করেছে কোম্পানিটি।
মাইক্রোড্রয়েডের মতো একইভাবে কাজ করতে পারে মাইক্রোফিউশা। সহজ কথায়, এটি এমন কাজগুলো চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে, যেগুলো নিরাপদে সম্পন্ন করা প্রয়োজন।
তথ্যসূত্র: ফোনএরিনা ও গিজমোচীনা
চলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
৭ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
৮ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৩ ঘণ্টা আগেজো বাইডেনের প্রশাসন হস্তক্ষেপ না করলে যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে টিকটক। কিন্তু কোনোভাবেই এটি বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়ে চীনের মালিকানাধীন এই ভিডিও শেয়ারিং অ্যাপ। যুক্তরাষ্ট্রে ব্যবসা বিক্রি অথবা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে টিকটকের করা আপিল গতকাল শুক্রবার সুপ্
১৪ ঘণ্টা আগে