Ajker Patrika

গুগল কিপে একাধিক অ্যাকাউন্টের নোট একই সঙ্গে ব্যবহার করা যাবে 

গুগল কিপে একাধিক অ্যাকাউন্টের নোট একই সঙ্গে ব্যবহার করা যাবে 

নোট লেখার জন্য জনপ্রিয় অ্যাপ হলো গুগল অ্যাপ। অ্যান্ড্রয়েড সমর্থিত বড় স্ক্রিনের ডিভাইসের জন্য গুগল কিপে নতুন ফিচার যুক্ত করছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টের নোটগুলো পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবে। তাই বারবার অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হবে না। 

নতুন ফিচারটি ট্যাবলেট ও ফোল্ডিং ফোনের মতো বড় স্ক্রিনযুক্ত ডিভাইসে বেশি কাজে দেবে। এর মাধ্যমে ভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করা দুটি গুগল কিপের উইন্ডো পাশাপাশি চালু রাখা যাবে। বিশেষ করে যারা অফিস ও ব্যক্তিগত কাজের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক হবে। 

গত বছরের মাল্টি ইনস্ট্যান্ট সাপোর্ট ফিচারের ওপর ভিত্তি করে নতুন ফিচারটি চালু করা হয়েছে। আগের ফিচারের ক্ষেত্রে গুগল কিপ অ্যাপের দুটি নোট স্প্লিট স্ক্রিনের মাধ্যমে চালু রাখা যেত। ফলে দুটি নোট একই সঙ্গে দেখা যেত। এখন একাধিক অ্যাকাউন্টের নোট একই সঙ্গে দেখা যাবে। এর ফলে কাজ করার সময় বার বার একেক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না। 

নতুন ফিচারটি র‍্যাপিড ও শিডিউল রিলিজের মাধ্যমে সব অ্যান্ড্রয়েড ফোনে ছাড়া হবে। অর্থাৎ নিজের গুগল ওয়ার্কস্পেস ডোমেইন র‍্যাপিড রিলিজের আওতাভুক্ত হলে দ্রুতই ফিচারটি ব্যবহার করা যাবে। আর শিডিউল রিলিজের আওতাভুক্ত হলে ফিচারটি কিছুটা দেরিতে আপনার ডিভাইসে পাওয়া যাবে। 

সকল গুগল ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য ফিচারটি পাওয়া যাবে। অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট বা স্বতন্ত্র গুগল অ্যাকাউন্টে এটি পাওয়া যাবে। গুগল কিপের মতো ওয়ার্ক স্পেসের টুলগুলো যেন সহজে ব্যবহার করা যায় এ জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে টেক জায়ান্টটি। 

গুগল ট্রান্সলেটের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন আরও ১১০টি ভাষায় অনুবাদ করে দিতে পারবে গুগল ট্রান্সলেট। গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নতুন ভাষাগুলো যুক্ত করা হয়। গুগল ট্রান্সলেটে এসব ভাষা যুক্ত করার জন্য কোম্পানিটি নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করে। প্রায় কাছাকাছি ধরনের বা কোনো ভাষার আঞ্চলিক উপভাষাগুলো শেখার ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকরী। 

তথ্যসূত্র: ফোন এরিনা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত