অনলাইন ডেস্ক
নোট লেখার জন্য জনপ্রিয় অ্যাপ হলো গুগল অ্যাপ। অ্যান্ড্রয়েড সমর্থিত বড় স্ক্রিনের ডিভাইসের জন্য গুগল কিপে নতুন ফিচার যুক্ত করছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টের নোটগুলো পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবে। তাই বারবার অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হবে না।
নতুন ফিচারটি ট্যাবলেট ও ফোল্ডিং ফোনের মতো বড় স্ক্রিনযুক্ত ডিভাইসে বেশি কাজে দেবে। এর মাধ্যমে ভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করা দুটি গুগল কিপের উইন্ডো পাশাপাশি চালু রাখা যাবে। বিশেষ করে যারা অফিস ও ব্যক্তিগত কাজের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক হবে।
গত বছরের মাল্টি ইনস্ট্যান্ট সাপোর্ট ফিচারের ওপর ভিত্তি করে নতুন ফিচারটি চালু করা হয়েছে। আগের ফিচারের ক্ষেত্রে গুগল কিপ অ্যাপের দুটি নোট স্প্লিট স্ক্রিনের মাধ্যমে চালু রাখা যেত। ফলে দুটি নোট একই সঙ্গে দেখা যেত। এখন একাধিক অ্যাকাউন্টের নোট একই সঙ্গে দেখা যাবে। এর ফলে কাজ করার সময় বার বার একেক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না।
নতুন ফিচারটি র্যাপিড ও শিডিউল রিলিজের মাধ্যমে সব অ্যান্ড্রয়েড ফোনে ছাড়া হবে। অর্থাৎ নিজের গুগল ওয়ার্কস্পেস ডোমেইন র্যাপিড রিলিজের আওতাভুক্ত হলে দ্রুতই ফিচারটি ব্যবহার করা যাবে। আর শিডিউল রিলিজের আওতাভুক্ত হলে ফিচারটি কিছুটা দেরিতে আপনার ডিভাইসে পাওয়া যাবে।
সকল গুগল ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য ফিচারটি পাওয়া যাবে। অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট বা স্বতন্ত্র গুগল অ্যাকাউন্টে এটি পাওয়া যাবে। গুগল কিপের মতো ওয়ার্ক স্পেসের টুলগুলো যেন সহজে ব্যবহার করা যায় এ জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে টেক জায়ান্টটি।
গুগল ট্রান্সলেটের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন আরও ১১০টি ভাষায় অনুবাদ করে দিতে পারবে গুগল ট্রান্সলেট। গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নতুন ভাষাগুলো যুক্ত করা হয়। গুগল ট্রান্সলেটে এসব ভাষা যুক্ত করার জন্য কোম্পানিটি নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করে। প্রায় কাছাকাছি ধরনের বা কোনো ভাষার আঞ্চলিক উপভাষাগুলো শেখার ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকরী।
তথ্যসূত্র: ফোন এরিনা
নোট লেখার জন্য জনপ্রিয় অ্যাপ হলো গুগল অ্যাপ। অ্যান্ড্রয়েড সমর্থিত বড় স্ক্রিনের ডিভাইসের জন্য গুগল কিপে নতুন ফিচার যুক্ত করছে গুগল। এর ফলে ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাকাউন্টের নোটগুলো পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবে। তাই বারবার অ্যাকাউন্ট পরিবর্তন করার প্রয়োজন হবে না।
নতুন ফিচারটি ট্যাবলেট ও ফোল্ডিং ফোনের মতো বড় স্ক্রিনযুক্ত ডিভাইসে বেশি কাজে দেবে। এর মাধ্যমে ভিন্ন অ্যাকাউন্টে লগ ইন করা দুটি গুগল কিপের উইন্ডো পাশাপাশি চালু রাখা যাবে। বিশেষ করে যারা অফিস ও ব্যক্তিগত কাজের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য ফিচারটি বেশ সুবিধাজনক হবে।
গত বছরের মাল্টি ইনস্ট্যান্ট সাপোর্ট ফিচারের ওপর ভিত্তি করে নতুন ফিচারটি চালু করা হয়েছে। আগের ফিচারের ক্ষেত্রে গুগল কিপ অ্যাপের দুটি নোট স্প্লিট স্ক্রিনের মাধ্যমে চালু রাখা যেত। ফলে দুটি নোট একই সঙ্গে দেখা যেত। এখন একাধিক অ্যাকাউন্টের নোট একই সঙ্গে দেখা যাবে। এর ফলে কাজ করার সময় বার বার একেক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে না।
নতুন ফিচারটি র্যাপিড ও শিডিউল রিলিজের মাধ্যমে সব অ্যান্ড্রয়েড ফোনে ছাড়া হবে। অর্থাৎ নিজের গুগল ওয়ার্কস্পেস ডোমেইন র্যাপিড রিলিজের আওতাভুক্ত হলে দ্রুতই ফিচারটি ব্যবহার করা যাবে। আর শিডিউল রিলিজের আওতাভুক্ত হলে ফিচারটি কিছুটা দেরিতে আপনার ডিভাইসে পাওয়া যাবে।
সকল গুগল ওয়ার্কস্পেস গ্রাহকদের জন্য ফিচারটি পাওয়া যাবে। অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্ট বা স্বতন্ত্র গুগল অ্যাকাউন্টে এটি পাওয়া যাবে। গুগল কিপের মতো ওয়ার্ক স্পেসের টুলগুলো যেন সহজে ব্যবহার করা যায় এ জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে টেক জায়ান্টটি।
গুগল ট্রান্সলেটের ক্ষেত্রেও পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এখন আরও ১১০টি ভাষায় অনুবাদ করে দিতে পারবে গুগল ট্রান্সলেট। গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নতুন ভাষাগুলো যুক্ত করা হয়। গুগল ট্রান্সলেটে এসব ভাষা যুক্ত করার জন্য কোম্পানিটি নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করে। প্রায় কাছাকাছি ধরনের বা কোনো ভাষার আঞ্চলিক উপভাষাগুলো শেখার ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকরী।
তথ্যসূত্র: ফোন এরিনা
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে