মেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারটি অসম্পূর্ণ মেসেজগুলো খুঁজে বের করে সেগুলো ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে। ফলে মেসেজগুলো সহজেই সমাপ্ত করে অন্যদের পাঠানোর যাবে।
নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ যে কোনো অসম্পূর্ণ মেসেজের পাশে ‘ড্রাফট’ ইন্ডিকেটর বা নির্দেশক দেখাবে এবং সংশ্লিষ্ট চ্যাট থ্রেডটি ইনবক্সের ওপরের দিকে সরিয়ে রাখবে। কোম্পানির মতে, ব্যবহারকারীরা টাইপ করার সময় বাধা পেলে বা মনোযোগ বিঘ্নিত হলে, অথবা মেসেজ পাঠাতে ভুলে গেলে এই ফিচারটি কাজে দেবে। এর মাধ্যমে অসম্পূর্ণ কথোপকথনগুলো ব্যবহারকারীদের চোখের সামনে পড়বে। যার ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো সময়মতো পাঠানো যাবে।
এর আগে কিছু অসম্পূর্ণ মেসেজ হোয়াটসঅ্যাপের চ্যাটে আংশিকভাবে সংরক্ষিত হতো। তবে এটি অনেকটাই অস্থায়ী ছিল। চ্যাট সেশনটি আবার খোলার পর মেসেজগুলো থাকবে কিনা তা নিশ্চিত ছিল না। বিশেষ করে অ্যাপটি থেকে বের হয়ে গেলে। তাই দীর্ঘ মেসেজ তৈরি করার জন্য তাদের নোটস অ্যাপ বা অন্যান্য স্থানে লিখে রাখতেন অনেকেই এবং পরে মেসেজটি পাঠানোর জন্য প্রস্তুত হলে সেটি হোয়াটসঅ্যাপে কপি-পেস্ট করতেন।
তবে মেসেজ ড্রাফট ফিচারটি এখন স্পষ্টভাবে অসম্পূর্ণ মেসেজের অবস্থা প্রদর্শন করবে এবং এটি চ্যাট সেশনের ওপরের দিকে, অন্য যেকোনো পিন করা চ্যাটের নিচে থাকবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন ফিচারটির ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘সবারই এই ফিচারের প্রয়োজনীয়তা রয়েছে।’ বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএসের সংস্করণে ড্রাফট ফিচারটি চালু হবে।
এই মাসের শুরুতে মেটা হোয়াটসঅ্যাপের জন্য একটি ‘লিস্টস’ ফিচার চালুর ঘোষণা দিয়েছিল, যা ব্যবহারকারীদের তাদের ইনবক্স গুছিয়ে রাখতে দেয়। এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিল্টার তৈরি করার সুযোগ দেয়, যার মাধ্যমে চ্যাটগুলো ক্যাটাগরি অনুসারে শ্রেণিবদ্ধ করা যায়। যেমন পরিবার, কাজ বা প্রতিবেশী গ্রুপের জন্য আলাদা লিস্ট বা তালিকা তৈরি করা। একবার কোনো ক্যাটাগরি নির্বাচন করলে, শুধুমাত্র সেই তালিকার মধ্যে থাকা কন্টাক্টগুলো ইনবক্সে দেখানো হবে।
তথ্যসূত্র: এনগেজেট
মেসেজ লেখার সময় অন্য গুরুত্বপূর্ণ কাজ সামনে এলে সেই বার্তা সম্পূর্ণ করার বিষয়টি ভুলে যান অনেকেই। এই সমস্যা সমাধানে ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে ‘ড্রাফট’ ফিচার চালু করেছে মেটা। ব্যবহারকারীদের অসমাপ্ত মেসেজগুলো পরিচালনা করতে সাহায্য করবে ফিচারটি। এক সংবাদবিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ফিচারটি অসম্পূর্ণ মেসেজগুলো খুঁজে বের করে সেগুলো ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে। ফলে মেসেজগুলো সহজেই সমাপ্ত করে অন্যদের পাঠানোর যাবে।
নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ যে কোনো অসম্পূর্ণ মেসেজের পাশে ‘ড্রাফট’ ইন্ডিকেটর বা নির্দেশক দেখাবে এবং সংশ্লিষ্ট চ্যাট থ্রেডটি ইনবক্সের ওপরের দিকে সরিয়ে রাখবে। কোম্পানির মতে, ব্যবহারকারীরা টাইপ করার সময় বাধা পেলে বা মনোযোগ বিঘ্নিত হলে, অথবা মেসেজ পাঠাতে ভুলে গেলে এই ফিচারটি কাজে দেবে। এর মাধ্যমে অসম্পূর্ণ কথোপকথনগুলো ব্যবহারকারীদের চোখের সামনে পড়বে। যার ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো সময়মতো পাঠানো যাবে।
এর আগে কিছু অসম্পূর্ণ মেসেজ হোয়াটসঅ্যাপের চ্যাটে আংশিকভাবে সংরক্ষিত হতো। তবে এটি অনেকটাই অস্থায়ী ছিল। চ্যাট সেশনটি আবার খোলার পর মেসেজগুলো থাকবে কিনা তা নিশ্চিত ছিল না। বিশেষ করে অ্যাপটি থেকে বের হয়ে গেলে। তাই দীর্ঘ মেসেজ তৈরি করার জন্য তাদের নোটস অ্যাপ বা অন্যান্য স্থানে লিখে রাখতেন অনেকেই এবং পরে মেসেজটি পাঠানোর জন্য প্রস্তুত হলে সেটি হোয়াটসঅ্যাপে কপি-পেস্ট করতেন।
তবে মেসেজ ড্রাফট ফিচারটি এখন স্পষ্টভাবে অসম্পূর্ণ মেসেজের অবস্থা প্রদর্শন করবে এবং এটি চ্যাট সেশনের ওপরের দিকে, অন্য যেকোনো পিন করা চ্যাটের নিচে থাকবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে নতুন ফিচারটির ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘সবারই এই ফিচারের প্রয়োজনীয়তা রয়েছে।’ বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএসের সংস্করণে ড্রাফট ফিচারটি চালু হবে।
এই মাসের শুরুতে মেটা হোয়াটসঅ্যাপের জন্য একটি ‘লিস্টস’ ফিচার চালুর ঘোষণা দিয়েছিল, যা ব্যবহারকারীদের তাদের ইনবক্স গুছিয়ে রাখতে দেয়। এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য কাস্টম ফিল্টার তৈরি করার সুযোগ দেয়, যার মাধ্যমে চ্যাটগুলো ক্যাটাগরি অনুসারে শ্রেণিবদ্ধ করা যায়। যেমন পরিবার, কাজ বা প্রতিবেশী গ্রুপের জন্য আলাদা লিস্ট বা তালিকা তৈরি করা। একবার কোনো ক্যাটাগরি নির্বাচন করলে, শুধুমাত্র সেই তালিকার মধ্যে থাকা কন্টাক্টগুলো ইনবক্সে দেখানো হবে।
তথ্যসূত্র: এনগেজেট
প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
৩৯ মিনিট আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
২ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
৫ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৫ ঘণ্টা আগে