অনলাইন ডেস্ক
ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
২ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
২ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
২ দিন আগে