অনলাইন ডেস্ক
অনলাইনে নিরাপত্তা ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি ঠেকাতে ৫০০ কোটি ডেস্কটপ ও আইওএস ডিভাইসের ক্রোম ব্রাউজারের নতুন সুরক্ষা ফিচার আনছে গুগল। ফিশিং হামলা (প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া) চিহ্নিত করে ব্লক করে দিতে ফিচারগুলো ভূমিকা রাখবে।
নতুন আপডেটের মাধ্যমে ব্রাউজারটি ২৫ শতাংশ ফিশিং হামলা চিহ্নিত ও ব্লক করতে পারবে বলে দাবি করছে গুগল।
গত ১৪ মার্চ একটি পরিসংখ্যান প্রকাশ করে গুগল ক্রোম অ্যান্ড সেফ ব্রাউজিং প্রোডাক্ট ম্যানেজারস। এই প্রতিবেদনে বলা হয়, সাধারণত সাইবার অপরাধীরা ১০ মিনিটেরও কম সময়ে ত্রুটিপূর্ণ সাইট ব্যবহার করে ব্যক্তিগত ও আর্থিক ডেটা চুরি করতে পারে।
এই অল্পসময় অপরাধীদের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করে দেয়। এই সময়ের মধ্যেই হ্যাকাররা ব্যক্তিগত তথ্য চুরি করে ফেলতে পারে। তাই ক্রোম ব্রাউজারের নিরাপত্তার ফিচারে একটি আপডেট নিয়ে আসার ঘোষণা দিয়েছে গুগল। এই আপডেটের মাধ্যমে হ্যাকারদের ছোট খাটো দুর্বলতার সুযোগ নেওয়াও বন্ধ করে দেবে কোম্পানিটি।
ফিচারটি সম্পর্কে আরও খোলাসা করে গুগল বলছে, ক্রোমের সেফ ব্রাউজিং ফিচারে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ সাইটের অ্যাড্রেস ও ফাইলের তালিকা করে রাখে। এই তালিকা প্রতি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যে আপডেট করা হতো। এই সময়ের মধ্যে গুগলের জানার আগেই তিনটি ক্ষতিকর সাইট ব্রাউজারে এসে ঢুকে বের হয়ে যেতে পারত।
হ্যাকারদের ক্রমবর্ধমান গতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ডেস্কটপ বা আইওএসের ক্রোম ব্যবহারকারীর জন্য গুগল রিয়েল টাইম সেফ গোপনীয়তা সংরক্ষণকারী ইউআরএল ব্রাউজিং ফিচার নিয়ে আসছে। এ ছাড়া নিরাপদে ব্রাউজিংয়ের জন্য আইওএসের ক্রোম অ্যাপে নতুন পাসওয়ার্ড সুরক্ষার ফিচারও নিয়ে আসছে কোম্পানিটি।
গুগলের মতে, ৫০০ কোটি ডিভাইসে ক্রোম ব্রাউজার সক্রিয় রয়েছে। এসব ডিভাইসের প্রতিদিন ১ হাজার কোটি অ্যাড্রেস ও ফাইল গুগলের সেফ ব্রাউজিং ফিচারের আওতাভুক্ত হবে ও রিয়েল টাইমে ৩০ লাখ নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করবে।
টেক জায়ান্টটি বলছে, ‘যদি আমাদের সন্দেহ হয় কোনো সাইট আপনার বা আপনার ডিভাইসের জন্য ঝুঁকিপূর্ণ তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে সতর্কতার জন্য নোটিফিকেশন পাঠানো হবে।’
তথ্যসূত্র: ফোর্বস
অনলাইনে নিরাপত্তা ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি ঠেকাতে ৫০০ কোটি ডেস্কটপ ও আইওএস ডিভাইসের ক্রোম ব্রাউজারের নতুন সুরক্ষা ফিচার আনছে গুগল। ফিশিং হামলা (প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া) চিহ্নিত করে ব্লক করে দিতে ফিচারগুলো ভূমিকা রাখবে।
নতুন আপডেটের মাধ্যমে ব্রাউজারটি ২৫ শতাংশ ফিশিং হামলা চিহ্নিত ও ব্লক করতে পারবে বলে দাবি করছে গুগল।
গত ১৪ মার্চ একটি পরিসংখ্যান প্রকাশ করে গুগল ক্রোম অ্যান্ড সেফ ব্রাউজিং প্রোডাক্ট ম্যানেজারস। এই প্রতিবেদনে বলা হয়, সাধারণত সাইবার অপরাধীরা ১০ মিনিটেরও কম সময়ে ত্রুটিপূর্ণ সাইট ব্যবহার করে ব্যক্তিগত ও আর্থিক ডেটা চুরি করতে পারে।
এই অল্পসময় অপরাধীদের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করে দেয়। এই সময়ের মধ্যেই হ্যাকাররা ব্যক্তিগত তথ্য চুরি করে ফেলতে পারে। তাই ক্রোম ব্রাউজারের নিরাপত্তার ফিচারে একটি আপডেট নিয়ে আসার ঘোষণা দিয়েছে গুগল। এই আপডেটের মাধ্যমে হ্যাকারদের ছোট খাটো দুর্বলতার সুযোগ নেওয়াও বন্ধ করে দেবে কোম্পানিটি।
ফিচারটি সম্পর্কে আরও খোলাসা করে গুগল বলছে, ক্রোমের সেফ ব্রাউজিং ফিচারে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ সাইটের অ্যাড্রেস ও ফাইলের তালিকা করে রাখে। এই তালিকা প্রতি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যে আপডেট করা হতো। এই সময়ের মধ্যে গুগলের জানার আগেই তিনটি ক্ষতিকর সাইট ব্রাউজারে এসে ঢুকে বের হয়ে যেতে পারত।
হ্যাকারদের ক্রমবর্ধমান গতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ডেস্কটপ বা আইওএসের ক্রোম ব্যবহারকারীর জন্য গুগল রিয়েল টাইম সেফ গোপনীয়তা সংরক্ষণকারী ইউআরএল ব্রাউজিং ফিচার নিয়ে আসছে। এ ছাড়া নিরাপদে ব্রাউজিংয়ের জন্য আইওএসের ক্রোম অ্যাপে নতুন পাসওয়ার্ড সুরক্ষার ফিচারও নিয়ে আসছে কোম্পানিটি।
গুগলের মতে, ৫০০ কোটি ডিভাইসে ক্রোম ব্রাউজার সক্রিয় রয়েছে। এসব ডিভাইসের প্রতিদিন ১ হাজার কোটি অ্যাড্রেস ও ফাইল গুগলের সেফ ব্রাউজিং ফিচারের আওতাভুক্ত হবে ও রিয়েল টাইমে ৩০ লাখ নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে ব্যবহারকারীদের সতর্ক করবে।
টেক জায়ান্টটি বলছে, ‘যদি আমাদের সন্দেহ হয় কোনো সাইট আপনার বা আপনার ডিভাইসের জন্য ঝুঁকিপূর্ণ তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে সতর্কতার জন্য নোটিফিকেশন পাঠানো হবে।’
তথ্যসূত্র: ফোর্বস
বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে।
৯ ঘণ্টা আগেস্বাস্থ্য খাতে ব্যবহারের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘ড্রাগন কো-পাইলট’ উন্মোচন করল মাইক্রোসফট। এটি চিকিৎসকদের কথা শুনবে ও প্রয়োজনীয় নোট তৈরি করে দিতে পারবে।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা কিনতে আগ্রহী মার্কিন ব্যবসায়ী, উদ্যোক্তা, এবং বিনিয়োগকারী ফ্রাঙ্ক ম্যাককোর্ট। তাঁর এই অধিগ্রহণ প্রচেষ্টায় আগ্রহ প্রকাশ করেছেন রেডিটের সহ-প্রতিষ্ঠাতা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট অ্যালেক্সিস ওহানিয়ান। টিকটক কেনার ফ্রাঙ্ক ম্যাককোর্টের...
১৬ ঘণ্টা আগেদেশজুড়ে প্রথমবারের মতো ওপেনসোর্স চিপ রিস্ক-ভি–এর ব্যবহার বাড়ানোর জন্য নীতিমালা প্রকাশের পরিকল্পনা করছে চীন। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চীন পশ্চিমা প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমানোর জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং রিস্ক-ভি চিপের ব্যবহারের জন্য নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে