অনলাইন ডেস্ক
আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
আর মাত্র চার মাস পরেই আইফোন ১৬ সিরিজ উন্মোচন করবে অ্যাপল। তাই প্রতিবারের মতো নতুন সিরিজের বিভিন্ন ফিচার সম্পর্কে তথ্য ফাঁস হয়েছে। আইফোন ১৬ প্রো ফোনের রং কেমন হবে তা জানিয়েছে প্রযুক্তি বিশ্লেষক মিং চিং কুও। আইফোন ১৫ প্রো এর টাইটানিয়াম ব্লু (নীল) রঙের পরিবর্তে আইফোন ১৬ প্রো–তে টাইটানিয়াম রোজ (ম্যাজেন্টা ও লাল রঙের মাঝামাঝি একটি রং) রং যুক্ত হবে বলে মনে করছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কুও বলছেন, আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাস মডেলগুলোর রং কালো, সাদা, সবুজ, গোলাপি ও নীল হতে পারে। দুটি মডেল বেগুনি রঙেও আসতে পারে বলে অনুমান করছে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইটগুলো। তবে বেগুনি রঙের কথা উল্লেখ করেনি কুও।
আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর একপাশে নতুন ক্যাপচার বাটনও থাকতে পারে। এটি ছবি ও ভিডিও তুলতে সাহায্য করবে। বাটনটি সংবেদনশীল যা আঙ্গুলের চাপের তারতম্যের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ করবে। যেমন: হালকা চাপ দিলে ক্যামেরা ফোকাস করবে ও পুরোপুরি চাপ দিলে ক্যামেরা ছবি তুলে দেবে। সাধারণ ক্যামেরার বাটন যেভাবে কাজ করে, এটি সেভাবে কাজ করবে।
আইফোন ১৬ প্রো সংস্করণে আরও বড় ডিসপ্লে যুক্ত করা হতে পারে। এসব মডেলের ক্যামেরায় ৫ গুণ পর্যন্ত জুম করার সুবিধা যুক্ত করা হবে। এ ছাড়া অ্যাপলের এ১৮ চিপসেটও এসব মডেলে ব্যবহার করা হতে পারে।
২০২৫ সালের আইফোন ১৭ সিরিজে নতুন মডেল হিসেবে আইফোন ১৭ স্লিম নিয়ে আসা হতে পারে। মডেলটি আকার অনেক চিকন হবে বলে দাবি করছে বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে দাম অন্যান্য মডেলের তুলনায় অনেক বেশি হবে। তবে আইফোনের ‘প্লাস’ মডেলগুলো পরিবর্তে ‘স্লিম’ মডেলটি নিয়ে আসা হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: নাইনটুফাইভ ম্যাক
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৯ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১০ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১১ ঘণ্টা আগে