অনলাইন ডেস্ক
বকেয়া বেতনসহ মোট ১২ কোটি ৮০ লাখ ডলারের পাওনা পরিশোধ না করায় ইলন মাস্ক ও তাঁর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম এক্সের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে গতকাল মঙ্গলবার এই মামলা করেন টুইটারের সাবেক সিইও পরাগ আগরওয়ালসহ ৪ কর্মকর্তা।
তাদের অভিযোগ হলো, টুইটার কিনে নেওয়ার সময় কোম্পানির কাছে তাদের পাওনা পরিশোধ না করে তাদের চাকরিচ্যুত করা হয়। এই পাওনার মধ্যে আছে-পুরো এক বছরের বকেয়া বেতন, পুরস্কার হিসেবে পাওয়া শেয়ার ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম। এসবের মোট আর্থিক মূল্য ১২ কোটি ৮০ লাখ ডলার।
মামলার অপর তিন বাদী হলেন-টুইটারের সিএফও নেড সেগাল, প্রধান কৌঁসুলি বিজয়া গাড্ডে ও সাবেক প্রধান কৌঁসুলি কাউন্সেল শন এজেট।
এপি নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে মোট ৪ হাজার ৪০০ কোটি ডলারে বা শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ মার্কিন ডলারে টুইটার কিনে নেন মাস্ক।
নির্বাহীরা অভিযোগ করেন, ভুয়া কারণ দেখিয়ে মাস্ক তাদের চাকরিচ্যুত করেন এবং নিজের কোম্পানির কর্মীদেরকে নিয়োগ দিয়ে তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে চান।
অভিযোগকারীদের মধ্যে পরাগ আগরওয়াল ৫ কোটি ৭৪ লাখ, নেড সেগাল ৪ কোটি ৪৫ লাখ, বিজয়া গাডডে ২ কোটি ও শন এজেট ৬৮ লাখ ডলারেরও বেশি পাবেন বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ‘মাস্ক ও এক্স কর্পোরেশন অন্যায়ভাবে নথি আটকে রেখে, অযথা সিদ্ধান্ত বিলম্বিত করে, কর্মচারী অবসর ভাতা সুরক্ষার আইনের অপব্যবহার করে পাওনা পরিশোধে টালবাহানা করছেন। সাধারণত এভাবেই মাস্ক কর্মচারীদের সঙ্গে অন্যায় করে থাকেন। এটি তাঁর সহজাত প্রবৃত্তি।’
কোম্পানি কেনা নিয়ে আগরওয়ালের সঙ্গে বিরোধ হলে মাস্ক চুক্তি থেকে সরে আসতে চান। কিন্তু এই নির্বাহীরা আদালতে টেনে নিয়ে মাস্ককে চুক্তি করতে বাধ্য করেন। এই কারণে মাস্ক ক্ষুব্ধ হয়ে তাঁদের চাকরিচ্যুত করেন।
নতুন মামলার বিষয়ে ইলন মাস্ক বা এক্স কর্পোরেশনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বকেয়া বেতনসহ মোট ১২ কোটি ৮০ লাখ ডলারের পাওনা পরিশোধ না করায় ইলন মাস্ক ও তাঁর সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম এক্সের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে গতকাল মঙ্গলবার এই মামলা করেন টুইটারের সাবেক সিইও পরাগ আগরওয়ালসহ ৪ কর্মকর্তা।
তাদের অভিযোগ হলো, টুইটার কিনে নেওয়ার সময় কোম্পানির কাছে তাদের পাওনা পরিশোধ না করে তাদের চাকরিচ্যুত করা হয়। এই পাওনার মধ্যে আছে-পুরো এক বছরের বকেয়া বেতন, পুরস্কার হিসেবে পাওয়া শেয়ার ও স্বাস্থ্য বিমার প্রিমিয়াম। এসবের মোট আর্থিক মূল্য ১২ কোটি ৮০ লাখ ডলার।
মামলার অপর তিন বাদী হলেন-টুইটারের সিএফও নেড সেগাল, প্রধান কৌঁসুলি বিজয়া গাড্ডে ও সাবেক প্রধান কৌঁসুলি কাউন্সেল শন এজেট।
এপি নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে মোট ৪ হাজার ৪০০ কোটি ডলারে বা শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ মার্কিন ডলারে টুইটার কিনে নেন মাস্ক।
নির্বাহীরা অভিযোগ করেন, ভুয়া কারণ দেখিয়ে মাস্ক তাদের চাকরিচ্যুত করেন এবং নিজের কোম্পানির কর্মীদেরকে নিয়োগ দিয়ে তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে চান।
অভিযোগকারীদের মধ্যে পরাগ আগরওয়াল ৫ কোটি ৭৪ লাখ, নেড সেগাল ৪ কোটি ৪৫ লাখ, বিজয়া গাডডে ২ কোটি ও শন এজেট ৬৮ লাখ ডলারেরও বেশি পাবেন বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ‘মাস্ক ও এক্স কর্পোরেশন অন্যায়ভাবে নথি আটকে রেখে, অযথা সিদ্ধান্ত বিলম্বিত করে, কর্মচারী অবসর ভাতা সুরক্ষার আইনের অপব্যবহার করে পাওনা পরিশোধে টালবাহানা করছেন। সাধারণত এভাবেই মাস্ক কর্মচারীদের সঙ্গে অন্যায় করে থাকেন। এটি তাঁর সহজাত প্রবৃত্তি।’
কোম্পানি কেনা নিয়ে আগরওয়ালের সঙ্গে বিরোধ হলে মাস্ক চুক্তি থেকে সরে আসতে চান। কিন্তু এই নির্বাহীরা আদালতে টেনে নিয়ে মাস্ককে চুক্তি করতে বাধ্য করেন। এই কারণে মাস্ক ক্ষুব্ধ হয়ে তাঁদের চাকরিচ্যুত করেন।
নতুন মামলার বিষয়ে ইলন মাস্ক বা এক্স কর্পোরেশনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৫ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৮ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
২০ ঘণ্টা আগে