টি এইচ মাহির
এআই টুল সহজলভ্য হওয়ার ফলে ছবি সম্পাদনা করা এখন বেশ সহজ হয়ে গেছে। যেকোনো স্মার্ট ফোনে তোলা ছবির কালার ও নয়েজ এখন খুব সহজে সম্পাদনা করা যায়। ফলে সাধারণ ব্যবহারকারীদের তোলা ছবিও এখন ঝকঝকে তকতকে। তবে এ জন্য পরিচয় থাকতে হবে এআই-ভিত্তিক ফটো এডিটর অ্যাপ, সফটওয়্যারগুলোর সঙ্গে। আর জানতে হবে এগুলোর সঠিক ব্যবহার।
ক্লিপড্রপ
একসঙ্গে একাধিক ফিচার নিয়ে কাজ করছে ক্লিপড্রপ। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার কাজ করবে এটি। আবার যেকোনো ছবি থেকে স্কেচে রূপান্তর করার কাজও করবে এর এআই টুল। তা ছাড়া ছবির ফেস সোয়্যাপ, আনক্রপ, ক্লিনআপের মতো ফিচারগুলোর কাজ করবে ক্লিপড্রপের এআই। প্রম্পট লিখে কল্পনাকে ছবিতে রূপান্তর করার মতো ফিচারও আছে এতে। ক্লিপড্রপের ওয়েবসাইট থেকে সহজে ব্যবহার করা যাবে এই এআই টুলগুলো। ব্যবহার করা যাবে ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড ভার্সনে।
লেন্সা
লেন্সা একটি সাধারণ ফটো এডিটর অ্যাপ। সাধারণ ফটো এডিটর অ্যাপগুলোর মতো এখানেও বেশ কিছু ফিচার আছে। কিন্তু লেন্সা জনপ্রিয় হওয়ার কারণ তার বেশ কিছু এআই ফিচার। এখানে ম্যাজিক রিটাচ ও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কিছু ফিচার আছে। বিশেষ করে এই অ্যাপে ছবিকে পেইন্টিংয়ে রূপান্তর করার ফিচার বেশ জনপ্রিয়। লেন্সা ফ্রি ডাউনলোড করা যাবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
ফটোরুম
এআই-ভিত্তিক আরেক জনপ্রিয় অ্যাপ ফটোরুম। এই অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর—দুই জায়গায় অর্জন করেছে এডিটর চয়েজ স্বীকৃতি। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, ছবি থেকে কোনো অবজেক্ট সরানোর কাজ করতে পারে এআই টুল। আবার ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড বসানোর কাজও করা যায় এতে। সোশ্যাল মিডিয়ায় যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য পণ্যের বিজ্ঞাপন তৈরিতে এই ফিচার কাজে দেবে। তা ছাড়া এআই দিয়ে কোনো ছবিকে আরও প্রসারিত করা যাবে। এগুলোর বাইরেও কিছু ফ্রি এআই ফিচার-সুবিধা আছে ফটোরুমে।
টোপাজ ল্যাব
ছবির কোয়ালিটি উন্নত করতে অনেকে এডিটিং অ্যাপের খোঁজ করেন। কিন্তু ফটো এডিটর অ্যাপগুলোর টুল সম্পর্কে তেমন ধারণা না থাকায় ছবি এডিট করতে পারেন না। তাঁদের জন্য আছে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি। ছবির রং আরও উন্নত করা, নয়েজ সরানো, ফেস রিকভারসহ ঝাপসা ছবিকে উন্নত করার ফিচার আছে এতে। এআই টুল দিয়ে এক ক্লিকেই এখানে ছবি এডিট করা যাবে। তবে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি পাওয়া যাবে উইন্ডোজ ও ম্যাকের জন্য।
হটপট
মিডজার্নি কিংবা ডলই-এর মতো হটপটও প্রম্পট থেকে ছবি জেনারেট করে। কিন্তু এখানে ফটো এডিট করার ফিচারও আছে। ছবির গুণমান উন্নত করা, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সরানোর মতো ফিচার আছে এতে। তবে এখানকার দরকারি ফিচার হলো, ছবি থেকে আর্টে রূপান্তর করা, ছবির রং পরিবর্তন এবং এআই দিয়ে লোগো জেনারেট করা। তা ছাড়া আরও বিভিন্ন ধরনের ফটো এডিট করার ফিচার আছে হটপটে, যা সহজে এআই দিয়ে করা যাবে। হটপট ব্যবহার করা যাবে ওয়েবে।
এআই টুল সহজলভ্য হওয়ার ফলে ছবি সম্পাদনা করা এখন বেশ সহজ হয়ে গেছে। যেকোনো স্মার্ট ফোনে তোলা ছবির কালার ও নয়েজ এখন খুব সহজে সম্পাদনা করা যায়। ফলে সাধারণ ব্যবহারকারীদের তোলা ছবিও এখন ঝকঝকে তকতকে। তবে এ জন্য পরিচয় থাকতে হবে এআই-ভিত্তিক ফটো এডিটর অ্যাপ, সফটওয়্যারগুলোর সঙ্গে। আর জানতে হবে এগুলোর সঠিক ব্যবহার।
ক্লিপড্রপ
একসঙ্গে একাধিক ফিচার নিয়ে কাজ করছে ক্লিপড্রপ। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, নতুন ব্যাকগ্রাউন্ড যুক্ত করার কাজ করবে এটি। আবার যেকোনো ছবি থেকে স্কেচে রূপান্তর করার কাজও করবে এর এআই টুল। তা ছাড়া ছবির ফেস সোয়্যাপ, আনক্রপ, ক্লিনআপের মতো ফিচারগুলোর কাজ করবে ক্লিপড্রপের এআই। প্রম্পট লিখে কল্পনাকে ছবিতে রূপান্তর করার মতো ফিচারও আছে এতে। ক্লিপড্রপের ওয়েবসাইট থেকে সহজে ব্যবহার করা যাবে এই এআই টুলগুলো। ব্যবহার করা যাবে ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড ভার্সনে।
লেন্সা
লেন্সা একটি সাধারণ ফটো এডিটর অ্যাপ। সাধারণ ফটো এডিটর অ্যাপগুলোর মতো এখানেও বেশ কিছু ফিচার আছে। কিন্তু লেন্সা জনপ্রিয় হওয়ার কারণ তার বেশ কিছু এআই ফিচার। এখানে ম্যাজিক রিটাচ ও ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো কিছু ফিচার আছে। বিশেষ করে এই অ্যাপে ছবিকে পেইন্টিংয়ে রূপান্তর করার ফিচার বেশ জনপ্রিয়। লেন্সা ফ্রি ডাউনলোড করা যাবে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।
ফটোরুম
এআই-ভিত্তিক আরেক জনপ্রিয় অ্যাপ ফটোরুম। এই অ্যাপ প্লে স্টোর এবং অ্যাপ স্টোর—দুই জায়গায় অর্জন করেছে এডিটর চয়েজ স্বীকৃতি। ছবির ব্যাকগ্রাউন্ড সরানো, ছবি থেকে কোনো অবজেক্ট সরানোর কাজ করতে পারে এআই টুল। আবার ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড বসানোর কাজও করা যায় এতে। সোশ্যাল মিডিয়ায় যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের জন্য পণ্যের বিজ্ঞাপন তৈরিতে এই ফিচার কাজে দেবে। তা ছাড়া এআই দিয়ে কোনো ছবিকে আরও প্রসারিত করা যাবে। এগুলোর বাইরেও কিছু ফ্রি এআই ফিচার-সুবিধা আছে ফটোরুমে।
টোপাজ ল্যাব
ছবির কোয়ালিটি উন্নত করতে অনেকে এডিটিং অ্যাপের খোঁজ করেন। কিন্তু ফটো এডিটর অ্যাপগুলোর টুল সম্পর্কে তেমন ধারণা না থাকায় ছবি এডিট করতে পারেন না। তাঁদের জন্য আছে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি। ছবির রং আরও উন্নত করা, নয়েজ সরানো, ফেস রিকভারসহ ঝাপসা ছবিকে উন্নত করার ফিচার আছে এতে। এআই টুল দিয়ে এক ক্লিকেই এখানে ছবি এডিট করা যাবে। তবে টোপাজ ল্যাবের ফটো এআই থ্রি পাওয়া যাবে উইন্ডোজ ও ম্যাকের জন্য।
হটপট
মিডজার্নি কিংবা ডলই-এর মতো হটপটও প্রম্পট থেকে ছবি জেনারেট করে। কিন্তু এখানে ফটো এডিট করার ফিচারও আছে। ছবির গুণমান উন্নত করা, অবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সরানোর মতো ফিচার আছে এতে। তবে এখানকার দরকারি ফিচার হলো, ছবি থেকে আর্টে রূপান্তর করা, ছবির রং পরিবর্তন এবং এআই দিয়ে লোগো জেনারেট করা। তা ছাড়া আরও বিভিন্ন ধরনের ফটো এডিট করার ফিচার আছে হটপটে, যা সহজে এআই দিয়ে করা যাবে। হটপট ব্যবহার করা যাবে ওয়েবে।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১২ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে