ইনস্টাগ্রামে পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক
Thumbnail image

অনেক সময় মেসেজ পাঠানোর পর ভুল বানান চোখে পরে। তাই মেসেজ পাঠানোর পর এডিট করার প্রয়োজনীয়তা দেখা যায়। এজন্য পাঠানো মেসেজ এডিট করার ফিচার যুক্ত করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। 

নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএসের ইনস্টাগ্রামের অ্যাপে ব্যবহার করা যাবে। 

যেসব বিষয় খেয়াল রাখতে হবে
নতুন ফিচারটি মাধ্যমে পাঠানো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করার সুবিধা পাওয়া যাবে। আর একটি মেসেজ সর্বোচ্চ পাঁচবার এডিট করা যাবে। এরপর এডিট অপশনটি আর দেখা যাবে না। তবে ফোনের নোটিফিকেশনে আসা মেসেজগুলো পরিবর্তন হবে না। 

কম্পিউটার বা মোবাইলের ওয়েব ভার্সনে ফিচারটি এখনো চালু করা করা হয়নি। 

পাঠানো মেসেজ এডিট করবেন যেভাবে 
অ্যান্ড্রয়েড ও আইফোনে পাঠানো মেসেজ এডিট করার পদ্ধতি একই। এই প্রতিবেদনে আইফোনের উদাহরণ দিয়ে পদ্ধতিটি তুলে ধরা হলো—

১.পাঠানো মেসেজগুলোর ওপর ট্যাপ করে ধরে রাখুন। এরপর একটি কনটেক্সট মেনু চালু হবে এবং কয়েকটি অপশন দেখা যাবে। মেনু থেকে ‘এডিট’ অপশনটি নির্বাচন করুন। 
২.এরপর মেসেজটি এডিট করুন। মেসেজ এডিট শেষ হলে সেন্ড করুন। 
৩.এডিট করা হয়েছে বলে মেসেজটি নিচে ইনস্টাগ্রাম একটি ছোট টেক্সট দেখাবে। ফলে সেন্ডার সহজেই বুঝতে পারবে, এগুলো এডিট করা মেসেজ, নতুন কোনো মেসেজ নয়। 

মেসেজগুলো ওপরে ‘এডিট’ ট্যাগ থাকবে ফলে রিসিভার বুঝতে পারবে মেসেজটি এডিট করা হবে। 

হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মতো অন্যান্য ম্যাসেজিং অ্যাপেও এই ফিচার চালু করা হয়েছে। তাই পুরো মেসেজ আবার পাঠানোর চেয়ে মেসেজের কিছু অংশ এডিটে করার সুবিধা থাকলে ব্যবহারকারীর মূল্যবান সময় নষ্ট হবে না। আর গ্রাহকেরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত