অনলাইন ডেস্ক
ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখার জন্য এতে মিনি প্লেয়ার যুক্ত হচ্ছে। সেইসঙ্গে ভিডিওর গতি পরিবর্তন, স্লিপ টাইমার সেট করা, বন্ধুদের সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার নতুন ফিচারও চালু করেছে ইউটিউব।
এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, নতুন ফিচারগুলো ওয়েব, মোবাইল, টিভি ও ইউটিউব মিউজিক সংস্করণে পাওয়া যাবে। নতুন আপডেটের মাধ্যমে ইউটিউব ভিডিওর গতি আরও সূক্ষভাবে পরিবর্তন করা যাবে। ভিডিও প্লেব্যাক গতি দশমিক ২৫-এর বদলে দশমিক শূন্য ৫ সেকেন্ড নির্ধারন করা যাবে।
ভিডিও সেটিংস থেকে স্লিপ টাইমারও চালু করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ১০,১৫, ২০,৩০, ৪৫ ও ৬০ মিনিট পর্যন্ত স্লিপ টাইমার নির্ধারণ করা যাবে। নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে। ভিডিও দেখতে দেখতে বা গান শুনতে শুনতে যাদের ঘুমিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে ফিচারটি তাদের বেশ কাজে দেবে।
বন্ধুদের সঙ্গে যৌথভাবে ভিডিও প্লেলিস্ট বা পছন্দের ভিডিওর তালিকা তৈরির সুযোগও চালু করেছে ইউটিউব। কলাবরেটিভ প্লেলিস্ট নামের ফিচারটি কাজে লাগিয়ে কিউআর কোড বা লিংকের মাধ্যমে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে।
এসব প্লেলিস্টের থাম্বনেইলও কাস্টমাইজ করা যাবে। ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে বা জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি ছবি দিয়ে এই থাম্বনেইল পছন্দমতো সাজানো যাবে। এই বছরের শেষের দিকে প্লেলিস্টের ভিডিওগুলোতে ভোট দেওয়ার সুযোগও দেয়া হবে।
এছাড়া ইউটিউব মোবাইল অ্যাপে মিনিপ্লেয়ারও যুক্ত করা হবে। এটি আপনি স্ক্রিনের বিভিন্ন জায়গায় সরাতে পারবেন এবং সাইজ পরিবর্তন করা যাবে।
ইউটিউব এবং ইউটিউব মিউজিক মোবাইল অ্যাপে ‘ইউনিক-টু-ইউটিউব মাইলস্টোন’ নামে নতুন ব্যাজ চালু করা হচ্ছে। কোনো শিল্পীর শীর্ষ শ্রোতা বা একটি চ্যানেলের প্রথম পেইড সদস্য হওয়ার মতো বিষয় উদ্যাপন করার জন্য ব্যবহারকারীদের নামের পাশে এই ব্যাজ থাকবে।
ল্যান্ডস্কেপ মোডে আরও ভালো ব্রাউজিংয়ের জন্য আইওএস ব্যবহারকারীদের জন্য টেক্সট এবং থাম্বনেইলের সাইজ পরিবর্তনের মতো কিছু সংশোধন আসবে। ২০২৪ সালের শেষের দিকে আইফোনের ইউটিউব অ্যাপে এই পরিবর্তন দেখা যাবে।
নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখার জন্য এতে মিনি প্লেয়ার যুক্ত হচ্ছে। সেইসঙ্গে ভিডিওর গতি পরিবর্তন, স্লিপ টাইমার সেট করা, বন্ধুদের সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার নতুন ফিচারও চালু করেছে ইউটিউব।
এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, নতুন ফিচারগুলো ওয়েব, মোবাইল, টিভি ও ইউটিউব মিউজিক সংস্করণে পাওয়া যাবে। নতুন আপডেটের মাধ্যমে ইউটিউব ভিডিওর গতি আরও সূক্ষভাবে পরিবর্তন করা যাবে। ভিডিও প্লেব্যাক গতি দশমিক ২৫-এর বদলে দশমিক শূন্য ৫ সেকেন্ড নির্ধারন করা যাবে।
ভিডিও সেটিংস থেকে স্লিপ টাইমারও চালু করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ১০,১৫, ২০,৩০, ৪৫ ও ৬০ মিনিট পর্যন্ত স্লিপ টাইমার নির্ধারণ করা যাবে। নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে। ভিডিও দেখতে দেখতে বা গান শুনতে শুনতে যাদের ঘুমিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে ফিচারটি তাদের বেশ কাজে দেবে।
বন্ধুদের সঙ্গে যৌথভাবে ভিডিও প্লেলিস্ট বা পছন্দের ভিডিওর তালিকা তৈরির সুযোগও চালু করেছে ইউটিউব। কলাবরেটিভ প্লেলিস্ট নামের ফিচারটি কাজে লাগিয়ে কিউআর কোড বা লিংকের মাধ্যমে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে।
এসব প্লেলিস্টের থাম্বনেইলও কাস্টমাইজ করা যাবে। ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে বা জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি ছবি দিয়ে এই থাম্বনেইল পছন্দমতো সাজানো যাবে। এই বছরের শেষের দিকে প্লেলিস্টের ভিডিওগুলোতে ভোট দেওয়ার সুযোগও দেয়া হবে।
এছাড়া ইউটিউব মোবাইল অ্যাপে মিনিপ্লেয়ারও যুক্ত করা হবে। এটি আপনি স্ক্রিনের বিভিন্ন জায়গায় সরাতে পারবেন এবং সাইজ পরিবর্তন করা যাবে।
ইউটিউব এবং ইউটিউব মিউজিক মোবাইল অ্যাপে ‘ইউনিক-টু-ইউটিউব মাইলস্টোন’ নামে নতুন ব্যাজ চালু করা হচ্ছে। কোনো শিল্পীর শীর্ষ শ্রোতা বা একটি চ্যানেলের প্রথম পেইড সদস্য হওয়ার মতো বিষয় উদ্যাপন করার জন্য ব্যবহারকারীদের নামের পাশে এই ব্যাজ থাকবে।
ল্যান্ডস্কেপ মোডে আরও ভালো ব্রাউজিংয়ের জন্য আইওএস ব্যবহারকারীদের জন্য টেক্সট এবং থাম্বনেইলের সাইজ পরিবর্তনের মতো কিছু সংশোধন আসবে। ২০২৪ সালের শেষের দিকে আইফোনের ইউটিউব অ্যাপে এই পরিবর্তন দেখা যাবে।
নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১০ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১২ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৪ ঘণ্টা আগে