ফেসবুকের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৯: ৫২
আপডেট : ৩১ মে ২০২৪, ১০: ২৬

অনেকেরই ফেসবুকে এমন কিছু পোস্ট থাকে, যা মুছে ফেলবেন নাকি রেখে দেবেন তা নিয়ে সংশয় থাকে। তবে পোস্টগুলো ডিলিট না করেও চোখের সামনে থেকে সরিয়ে ফেলা যায়। এর জন্য ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করা যায়। 

ফেসবুকের আর্কাইভ ফিচার ব্যবহার করলে পোস্টগুলো আর্কাইভ ফোল্ডারে সরে যাবে। ফলে আপনি ও আপনার ফেসবুকের বন্ধুরা টাইমলাইনে পোস্টগুলো আর দেখতে পারবেন না। তবে যেকোনো সময় আবার পোস্টগুলো টাইমলাইনে ফেরত নিয়ে আসতে পারবেন। 

স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে
 ১. স্মার্টফোনের ফেসবুক অ্যাপে লগ ইন করুন। 
২. ডান দিকের তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন 
৩. নিচের দিকে স্ক্রল করে ‘সেটিংস ও প্রাইভেসি’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। 
৪. এরপর ‘সেটিংস’ অপশনে ট্যাপ করুন। 
৫. আবারও নিচের দিকে স্ক্রল করে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন। 
৬. ‘অ্যাক্টিভিটি লগ’ অপশন নির্বাচন করুন। 
৭. এরপর ‘ইউওর ফেসবুক অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন। 
৮. ‘পোস্টস’ অপশনে ট্যাপ করে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন নির্বাচন করুন। এর ফলে নতুন একটি পেজ চালু হবে। এই পেজে টাইমলাইনে প্রকাশ করা সব পোস্ট একসঙ্গে দেখতে পারবেন। 
৯. এখন পোস্টগুলোর পাশের চেক বক্সে ট্যাপ করে সেগুলো নির্বাচন করুন। অথবা সব পোস্ট আর্কাইভ করতে চাইলে ওপরে থাকা ‘অল’ অপশনের চেক বক্সে ট্যাপ করে সবগুলো পোস্ট নির্বাচন করুন। 
১০. এরপর নিচের দিকে ডানে থাকা ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন। এর ফলে একটি পপ আপ মেনু দেখা যাবে। মেনুটির ‘মুভ টু আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন। 

এভাবে এক বা একাধিক পোস্ট আর্কাইভ করা যাবে। 

আর্কাইভ করা পোস্ট আবার টাইমলাইনে ফেরত আনতে যা করবেন 
১. উল্লেখিত একই পদ্ধতিতে ‘ইউওর পোস্টস, ফটোজ অ্যান্ড ভিডিও’ অপশন খুঁজে বের করে ট্যাপ করুন। 
২. নতুন পেজ চালু হলে ওপরে থাকা আর্কাইভ বাটনে ট্যাপ করুন। 
৩. যে পোস্টটি আবার টাইমলাইনে ফেরত আনতে চান সেটি নির্বাচন করুন ও ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। এরপর একটি পপ আপ মেনু আসবে। 
৪. মেনু থেকে আবার ‘রিস্টোর’ অপশনে ট্যাপ করুন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত