Ajker Patrika

ফের সাইবার হামলার হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৫৪
ফের সাইবার হামলার হুমকি

আবারও দেশে সাইবার হামলার হুমকি দিয়েছে একটি হ্যাকার গ্রুপ। এবার ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলা চালানো হবে বলে হ্যাকার গ্রুপটি হুমকি দিয়েছে। ‘ইন্ডিয়ান সাইবার ফোর্স’ নামে হ্যাকার গ্রুপের কাছ থেকে এই হুমকি এসেছে বলে জানা গেছে। 

আজ শনিবার সাইবার হামলার হুমকির বিষয়টি নিশ্চিত করেন বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত একটি সোর্স থেকে ১৯ সেপ্টেম্বরের হামলার হুমকি পেয়েছি।’ 

সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোভুক্ত (সিআইআই) ২৯টি প্রতিষ্ঠানকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আগের মতোই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

এ বিষয়ে কথা হলে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাইবার হামলা বলে কয়ে হবে—এমন বিষয় নয়। এর জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। এ জন্য কোনো নির্দিষ্ট দিন নয়, বছরের প্রতিদিন ২৪ ঘণ্টা সতর্ক থাকতে হবে। এটাই হচ্ছে মূল কথা।’

তিনি আরও বলেন, ‘কেউ হুমকির তারিখ দেবে, কেউ দেবে না। অনেকে আবার স্রেফ হুমকি দিয়ে দুশ্চিন্তায় ফেলতে পারে, আবার সত্যিও হতে পারে। তাই আমাদের সার্বক্ষণিক সতর্ক থাকার কোনো বিকল্প নেই।’ 

এর আগে গত ৩১ জুলাই ভারতীয় হ্যাকার দল দাবি করে সাইবার হামলার হুমকি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে গত ৩ আগস্ট এক বিজ্ঞপ্তিতে সার্ট জানায়, ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছে একটি হ্যাকার গ্রুপ। সেই হুমকির পরিপ্রেক্ষিতে ৯ আগস্ট সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ২৯টি সংস্থাসহ অন্য প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আইসিটি বিভাগ। এতে প্রতিষ্ঠানগুলোকে আইটি দুর্বলতা নিরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া সিআইআইভুক্ত ২৯ প্রতিষ্ঠানকে সার্ট গঠন করতে বলা হলেও এখন পর্যন্ত মাত্র ৯টি প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করেছে বলে জানা গেছে। 

ওই সাইবার হামলার হুমকি আসার পর গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সতর্ক করে ১১ দফা নির্দেশনা দেয়। এরপর বিভিন্ন ওয়েবসাইটে কিছু হামলার ঘটনা ঘটে। তবে এগুলো বড় ধরনের হামলা না হলেও এসব হামলা হুমকির অংশ কি না তা নিশ্চিত করে বলতে পারেনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত