অনলাইন ডেস্ক
বিশ্বের ইতিহাসে এক অভূতপূর্ব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে চীন। চলতি বছরে এপ্রিল মাসে বেইজিংয়ের ডাশিং জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের প্রথম মানব ও রোবটের ম্যারাথন। এই অর্ধ-ম্যারাথনে (২১ কিমি) ১২ হাজার মানব দৌড়বিদের সঙ্গে প্রতিযোগিতা করবে একাধিক হিউম্যানয়েড রোবট। প্রতিযোগিতায় শীর্ষ তিন দৌড়বিদকে পুরস্কার দেওয়ার হবে এবং তা প্রযুক্তি ও ক্রীড়াজগতের মিশেলে এক অবিস্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে।
বেইজিংয়ের ইকোনমিক-টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়ার (ই টাউন)-এর প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যারাথনের জন্য রোবটগুলো ২০টিরও বেশি কোম্পানি তৈরি করেছে। তারা আরও বলেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের একমাত্র শর্ত হলো—রোবটগুলোকে মানবসদৃশ হতে হবে এবং তাদের একটি দ্বিপদী যান্ত্রিক কাঠামো থাকতে হবে, যা হাঁটা বা দৌড়ানোর মতো কাজ সম্পাদন করতে পারে। তবে রোবটগুলো চলাফেরার জন্য হুইল ব্যবহার করা যাবে না।
এ ছাড়া রোবটগুলোর উচ্চতা দশমিক ৫ মিটার থেকে ২ মিটার (১ দশমিক ৬ ফুট থেকে ৬ দশমিক ৫ ফুট) মধ্যে হতে হবে এবং তাদের কোমরের জয়েন্ট থেকে পায়ের তলার সোল পর্যন্ত সর্বাধিক দৈর্ঘ্য কমপক্ষে দশমিক ৪৫ মিটার হতে হবে।
রিমোট-কন্ট্রোলড এবং পুরোপুরি স্বতন্ত্রভাবে পরিচালিত হিউম্যানয়েড রোবটগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার মাঝপথে রোবটের ব্যাটারি পরিবর্তন করার ক্ষেত্রে স্বাধীনতা পাবে অপারেটররা।
চীনের সংবাদমাধ্যম দ্য ডেইলি সিপিইসি বলেছে, এই ম্যারাথনে ‘টিয়ানগং’ নামের হিউম্যানয়েড রোবট অংশগ্রহণ করবে, যা গড়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। চীনের এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিকস ইনোভেশন সেন্টার রোবটটি তৈরি করেছে।
গত বছর বেইজিংয়ের ইয়িজুয়াং অর্ধ–ম্যারাথনে অংশগ্রহণ করেছি টিয়ানগং। এই ম্যারাথনে মানব প্রতিযোগীদের সঙ্গে শুরু এবং শেষ লাইনে দৌড়েছিল রোবটটি। তবে, এবারের এপ্রিল মাসের ইভেন্টে প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবটরা পুরো ম্যারাথনে অংশ নেবে।
এ উদ্যোগটি এমন একসময়ে শুরু হয়েছে যখন জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখোমুখি চীন। দেশটিতে বৃদ্ধ বয়সের মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং শ্রমশক্তি সংকুচিত হচ্ছে। এ জন্য অটোমেশন এবং রোবটিকস খাতে ব্যাপক পরিমাণে বিনিয়োগ বাড়িয়েছে চীন।
রোবট প্রযুক্তিতে নিজেদের আত্মনির্ভরশীল করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য হিউম্যানয়েড রোবটকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখে চীনের কমিউনিস্ট পার্টি। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এটি এগিয়ে রাখতে সাহায্য করবে বলে মনে করেন তারা।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স অনুযায়ী, ২০২৩ সালে চীনের বিভিন্ন শিল্প, প্রতিষ্ঠান বা সংস্থা ২ লাখ ৭৬ হাজার ২৮৮টি রোবট ব্যবহার করছে, যা বিশ্বের মোট রোবটের ৫১ শতাংশ। আগামী আগস্ট মাসে আরও একটি ক্রীড়া ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বেইজিং। এই ইভেন্টে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবলের মতো অন্যান্য খেলা এবং দক্ষতাভিত্তিক চ্যালেঞ্জে প্রতিযোগিতা করবে হিউম্যানয়েড রোবটগুলো।
তথ্যসূত্র: এনডিটিভি
বিশ্বের ইতিহাসে এক অভূতপূর্ব ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে চীন। চলতি বছরে এপ্রিল মাসে বেইজিংয়ের ডাশিং জেলায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের প্রথম মানব ও রোবটের ম্যারাথন। এই অর্ধ-ম্যারাথনে (২১ কিমি) ১২ হাজার মানব দৌড়বিদের সঙ্গে প্রতিযোগিতা করবে একাধিক হিউম্যানয়েড রোবট। প্রতিযোগিতায় শীর্ষ তিন দৌড়বিদকে পুরস্কার দেওয়ার হবে এবং তা প্রযুক্তি ও ক্রীড়াজগতের মিশেলে এক অবিস্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে।
বেইজিংয়ের ইকোনমিক-টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়ার (ই টাউন)-এর প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যারাথনের জন্য রোবটগুলো ২০টিরও বেশি কোম্পানি তৈরি করেছে। তারা আরও বলেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের একমাত্র শর্ত হলো—রোবটগুলোকে মানবসদৃশ হতে হবে এবং তাদের একটি দ্বিপদী যান্ত্রিক কাঠামো থাকতে হবে, যা হাঁটা বা দৌড়ানোর মতো কাজ সম্পাদন করতে পারে। তবে রোবটগুলো চলাফেরার জন্য হুইল ব্যবহার করা যাবে না।
এ ছাড়া রোবটগুলোর উচ্চতা দশমিক ৫ মিটার থেকে ২ মিটার (১ দশমিক ৬ ফুট থেকে ৬ দশমিক ৫ ফুট) মধ্যে হতে হবে এবং তাদের কোমরের জয়েন্ট থেকে পায়ের তলার সোল পর্যন্ত সর্বাধিক দৈর্ঘ্য কমপক্ষে দশমিক ৪৫ মিটার হতে হবে।
রিমোট-কন্ট্রোলড এবং পুরোপুরি স্বতন্ত্রভাবে পরিচালিত হিউম্যানয়েড রোবটগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার মাঝপথে রোবটের ব্যাটারি পরিবর্তন করার ক্ষেত্রে স্বাধীনতা পাবে অপারেটররা।
চীনের সংবাদমাধ্যম দ্য ডেইলি সিপিইসি বলেছে, এই ম্যারাথনে ‘টিয়ানগং’ নামের হিউম্যানয়েড রোবট অংশগ্রহণ করবে, যা গড়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম। চীনের এমবডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিকস ইনোভেশন সেন্টার রোবটটি তৈরি করেছে।
গত বছর বেইজিংয়ের ইয়িজুয়াং অর্ধ–ম্যারাথনে অংশগ্রহণ করেছি টিয়ানগং। এই ম্যারাথনে মানব প্রতিযোগীদের সঙ্গে শুরু এবং শেষ লাইনে দৌড়েছিল রোবটটি। তবে, এবারের এপ্রিল মাসের ইভেন্টে প্রথমবারের মতো হিউম্যানয়েড রোবটরা পুরো ম্যারাথনে অংশ নেবে।
এ উদ্যোগটি এমন একসময়ে শুরু হয়েছে যখন জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখোমুখি চীন। দেশটিতে বৃদ্ধ বয়সের মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং শ্রমশক্তি সংকুচিত হচ্ছে। এ জন্য অটোমেশন এবং রোবটিকস খাতে ব্যাপক পরিমাণে বিনিয়োগ বাড়িয়েছে চীন।
রোবট প্রযুক্তিতে নিজেদের আত্মনির্ভরশীল করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য হিউম্যানয়েড রোবটকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখে চীনের কমিউনিস্ট পার্টি। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় এটি এগিয়ে রাখতে সাহায্য করবে বলে মনে করেন তারা।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবটিক্স অনুযায়ী, ২০২৩ সালে চীনের বিভিন্ন শিল্প, প্রতিষ্ঠান বা সংস্থা ২ লাখ ৭৬ হাজার ২৮৮টি রোবট ব্যবহার করছে, যা বিশ্বের মোট রোবটের ৫১ শতাংশ। আগামী আগস্ট মাসে আরও একটি ক্রীড়া ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বেইজিং। এই ইভেন্টে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবলের মতো অন্যান্য খেলা এবং দক্ষতাভিত্তিক চ্যালেঞ্জে প্রতিযোগিতা করবে হিউম্যানয়েড রোবটগুলো।
তথ্যসূত্র: এনডিটিভি
আর মাত্র কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই অভিষেক অনুষ্ঠানের আগেই নিজের নামে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি চালু করেছেন যুক্তরাষ্ট্রের হবু ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
২ ঘণ্টা আগেআদালতের নির্দেশে গতকাল রোববার কিছু সময়ের জন্য যুক্তরাষ্ট্রে টিকটকের সেবা বন্ধ করার পর ফের সচল হতে শুরু করেছে অ্যাপটি। প্ল্যাটফর্মটির এই সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের বসবাসকারী বিপুলসংখ্যক টিকটক ব্যবহারকারীকে আকৃষ্ট করতে টিকটকের মতো বেশ কিছু আপডেট নিয়ে আসছে ইনস্টাগ্রাম। সেই সঙ্গে মেটা নতুন একটি ভিডিও
৭ ঘণ্টা আগেআদালতের নির্দেশে যুক্তরাষ্ট্রে টিকটকের সেবা বন্ধ করা হয়েছে। তবে চীনা শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের পরিষেবা পুনরায় চালুর কাজ চলছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত এসেছে।
১৮ ঘণ্টা আগেমাত্র সাত বছরে যুক্তরাষ্ট্রে ১৭ কোটির বেশি ব্যবহারকারী পেয়েছিল টিকটক। কিন্তু শেষ পর্যন্ত এই প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মুছে ফেলা হয়েছে মার্কিন ব্যবহারকারীদের অ্যাপল এবং গুগলের অ্যাপ স্টোর থেকেও।
২১ ঘণ্টা আগে