অনলাইন ডেস্ক
ত্রুটি সংশোধন ও নিরাপত্তা জোরদারের জন্য আইফোন ও অ্যাইপ্যাডের অপারেটিং সিস্টেমের নতুন আপডেট নিয়ে আসছে অ্যাপল। অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৭.৪. ১ ও আইওএস ১৭.৪. ১–এর মাধ্যমে এই ত্রুটি সংশোধন করা হবে। তাই দ্রুত এই আপডেট ডাউনলোড করাই শ্রেয়।
গত ৫ মার্চ আইওএস ১৭.৪ আপডেট নিয়ে এসেছে অ্যাপল। এই আপডেটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ব্যবহারকারীদের জন্য থার্ড পার্ট অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা নিয়ে এসেছে কোম্পানিটি। এবার সেই আপডেটের কিছু ত্রুটি সংশোধনের জন্য নতুন সংস্করণটি নিয়ে আসা হচ্ছে।
আইওএস ১৭ আপডেটের মতো নতুন আইওএস ১৭.৪. ১ আপডেটটি আইফোন এক্সএস ও নতুন মডেলগুলোয় পাওয়া যাবে। অপরদিকে আইপ্যাড, আইপ্যাড মিনি, আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ার মডেলে নতুন আইপ্যাডওএস ১৭.৪. ১ আপডেট পাওয়া যাবে। তবে আইফোন ৮ সিরিজ, আইফোন এক্স ও কিছু পুরোনো মডেলের ব্যবহারকারীরা শুধু আইওস ১৬.৭. ৭ ও আইপ্যাড ১৬.৭. ৭ সংস্করণ ডাউনলোড করতে পারবে।
আপডেটের বিষয়ে অ্যাপল বলেছে, সর্বশেষ আইওএস ১৭.৪. ১ আপডেটের মাধ্যমে ‘গুরুত্বপূর্ণ ত্রুটি সংশোধন ও নিরাপত্তার আপডেট করা হয়েছে।’ তবে নিরাপত্তার ক্ষেত্রে কোন ধরনে সমস্যা সমাধান করা হবে তা কোম্পানির ওয়েবসাইটের সাপোর্ট পেজে স্পষ্ট করে জানানো হয়নি। এর বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে পেজটিতে উল্লেখ করা হয়েছে। একই তথ্য আইপ্যাডওএস ১৭.৪. ১ আপডেটের ক্ষেত্রেও প্রকাশ করেছে কোম্পানিটি।
এই মাসের শুরুতে আইওএস ১৭.৪ আপডেট উন্মোচন করে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউয়ের ব্যবহারকারীদের জন্য এই আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আসে কোম্পানিটি। থার্ড পার্টি ব্রাউজার ও অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা এই আপডেটের মাধ্যমে নিয়ে আসা হয়। এসব পরিবর্তন শুধু ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। এসব পরিবর্তন ছাড়াই আইপ্যাডওস ১৭.৪ উন্মোচন করা হয়।
আইওএস ১৭.৪ ও আইপ্যাডওএস ১৭.৪ আপডেটে পডকাস্ট ও নতুন ইমোজিও নিয়ে আমসা হয়। এসব ইমোজির মধ্যে রয়েছে–মাশরুম, ফিনিক্স, ভাঙা চেইন, মাথা নাড়ানো ইমোজি, লেবু। আপডেট দেওয়ার পর ব্যবহারকারীরা এসব ইমোজি বিভিন্ন অ্যাপের সঙ্গে ব্যবহার করতে পারবে।
এছাড়া আইওএস ১৭.৪ আপডেটে স্টোলেন ডিভাইস ফিচারটি আরও উন্নত করা হয়। অ্যাপল পডকাস্টের জন্য ট্রান্সক্রিপশন ফিচারও নিয়ে আসা হয়। অ্যাপলের ভার্চুয়ার অ্যাসিস্টেন্ট সিরিতে আরও ভাষা বোঝার ক্ষমতা যুক্ত করা হয়েছে। আইফোন ১৫ সিরিজের মডেলগুলোর সেটিংস থেকে ব্যাটারি সাইকেল কাউন্ট, উৎপাদনের তারিখ ও ব্যাটারির হেলথ এই আপডেটের মাধ্যমে দেখা যাবে।
আইওএস ১৭.৪. ১ আপডেট ডাউনলোডের জন্য সেটিংস থেকে জেনারেল অপশনে ট্যাপ করুন। এরপর সফটওয়্যার আপডেট থেকে নতুন আপডেটটি দেখা যাবে। সবশেষে ‘ইনস্টল নাও’ অপশনে ট্যাপ করুন। আইপ্যাডওএস ১৭.৪. ১ একই ভাবে ইনস্টল করা যাবে। তবে আপডেটের সময় আইফোন ও আইপ্যাডকে চার্জিং অবস্থায় রাখতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ত্রুটি সংশোধন ও নিরাপত্তা জোরদারের জন্য আইফোন ও অ্যাইপ্যাডের অপারেটিং সিস্টেমের নতুন আপডেট নিয়ে আসছে অ্যাপল। অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৭.৪. ১ ও আইওএস ১৭.৪. ১–এর মাধ্যমে এই ত্রুটি সংশোধন করা হবে। তাই দ্রুত এই আপডেট ডাউনলোড করাই শ্রেয়।
গত ৫ মার্চ আইওএস ১৭.৪ আপডেট নিয়ে এসেছে অ্যাপল। এই আপডেটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ব্যবহারকারীদের জন্য থার্ড পার্ট অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা নিয়ে এসেছে কোম্পানিটি। এবার সেই আপডেটের কিছু ত্রুটি সংশোধনের জন্য নতুন সংস্করণটি নিয়ে আসা হচ্ছে।
আইওএস ১৭ আপডেটের মতো নতুন আইওএস ১৭.৪. ১ আপডেটটি আইফোন এক্সএস ও নতুন মডেলগুলোয় পাওয়া যাবে। অপরদিকে আইপ্যাড, আইপ্যাড মিনি, আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ার মডেলে নতুন আইপ্যাডওএস ১৭.৪. ১ আপডেট পাওয়া যাবে। তবে আইফোন ৮ সিরিজ, আইফোন এক্স ও কিছু পুরোনো মডেলের ব্যবহারকারীরা শুধু আইওস ১৬.৭. ৭ ও আইপ্যাড ১৬.৭. ৭ সংস্করণ ডাউনলোড করতে পারবে।
আপডেটের বিষয়ে অ্যাপল বলেছে, সর্বশেষ আইওএস ১৭.৪. ১ আপডেটের মাধ্যমে ‘গুরুত্বপূর্ণ ত্রুটি সংশোধন ও নিরাপত্তার আপডেট করা হয়েছে।’ তবে নিরাপত্তার ক্ষেত্রে কোন ধরনে সমস্যা সমাধান করা হবে তা কোম্পানির ওয়েবসাইটের সাপোর্ট পেজে স্পষ্ট করে জানানো হয়নি। এর বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে পেজটিতে উল্লেখ করা হয়েছে। একই তথ্য আইপ্যাডওএস ১৭.৪. ১ আপডেটের ক্ষেত্রেও প্রকাশ করেছে কোম্পানিটি।
এই মাসের শুরুতে আইওএস ১৭.৪ আপডেট উন্মোচন করে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউয়ের ব্যবহারকারীদের জন্য এই আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে আসে কোম্পানিটি। থার্ড পার্টি ব্রাউজার ও অ্যাপ স্টোর ব্যবহারের সুবিধা এই আপডেটের মাধ্যমে নিয়ে আসা হয়। এসব পরিবর্তন শুধু ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। এসব পরিবর্তন ছাড়াই আইপ্যাডওস ১৭.৪ উন্মোচন করা হয়।
আইওএস ১৭.৪ ও আইপ্যাডওএস ১৭.৪ আপডেটে পডকাস্ট ও নতুন ইমোজিও নিয়ে আমসা হয়। এসব ইমোজির মধ্যে রয়েছে–মাশরুম, ফিনিক্স, ভাঙা চেইন, মাথা নাড়ানো ইমোজি, লেবু। আপডেট দেওয়ার পর ব্যবহারকারীরা এসব ইমোজি বিভিন্ন অ্যাপের সঙ্গে ব্যবহার করতে পারবে।
এছাড়া আইওএস ১৭.৪ আপডেটে স্টোলেন ডিভাইস ফিচারটি আরও উন্নত করা হয়। অ্যাপল পডকাস্টের জন্য ট্রান্সক্রিপশন ফিচারও নিয়ে আসা হয়। অ্যাপলের ভার্চুয়ার অ্যাসিস্টেন্ট সিরিতে আরও ভাষা বোঝার ক্ষমতা যুক্ত করা হয়েছে। আইফোন ১৫ সিরিজের মডেলগুলোর সেটিংস থেকে ব্যাটারি সাইকেল কাউন্ট, উৎপাদনের তারিখ ও ব্যাটারির হেলথ এই আপডেটের মাধ্যমে দেখা যাবে।
আইওএস ১৭.৪. ১ আপডেট ডাউনলোডের জন্য সেটিংস থেকে জেনারেল অপশনে ট্যাপ করুন। এরপর সফটওয়্যার আপডেট থেকে নতুন আপডেটটি দেখা যাবে। সবশেষে ‘ইনস্টল নাও’ অপশনে ট্যাপ করুন। আইপ্যাডওএস ১৭.৪. ১ একই ভাবে ইনস্টল করা যাবে। তবে আপডেটের সময় আইফোন ও আইপ্যাডকে চার্জিং অবস্থায় রাখতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
২ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৪ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৪ ঘণ্টা আগে