অনলাইন ডেস্ক
সম্প্রতি ওপেনএআই এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে একটি অদ্ভুত সমস্যা দেখতে পেয়েছিলেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটিতে কিছু নাম সম্পর্কে জিজ্ঞেস করলেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটটি উত্তর দেওয়া বন্ধ করে দেয়। সেগুলো হলো—আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা। সোশ্যাল মিডিয়া রেডিটসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে।
চ্যাটবটে ওই নামগুলো লিখলেই চ্যাটজিপিটি বলে, ‘আই এম আনএবল টু প্রডিউস এ রেসপন্স’ (আমি এর উত্তর তৈরি করতে অক্ষম) এবং ‘দেয়ার ওয়াজ অ্যান ইরোর জেনারেটিং এ রেসপন্স’ (উত্তর তৈরির সময় একটি ত্রুটি দেখা গেছে)। এর আগে চ্যাটজিপিটিতে ‘ডেভিভ মেয়ার’ নামটি জিজ্ঞেস করলেই চ্যাটবটটি উত্তর দেওয়ার বন্ধ করে দিত।
এটি চ্যাটজিপিটির অন্যান্য পরিচিত সমস্যা থেকে আলাদা। যখন ব্যবহারকারী প্রথমবারের মতো মোবাইল অ্যাপে লগ ইন করেন, তখন একটি সতর্কীকরণ দেখায়। এই নোটিশে বলা হয়, চ্যাটজিপিটি মাঝে হ্যালুসিনেট (অবাস্তব কল্পনা করে) বা ভুল তথ্য দিতে পারে। তবে ‘ডেভিড মেয়ার’ নামের ক্ষেত্রে বিষয়টি একদম অস্বাভাবিক ছিল। এই বিশেষ ধরনের সমস্যা, যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
প্রযুক্তি সাংবাদিক ব্রায়ান লুন্ডুক এক ভিডিওতে বলেন যে, সম্ভবত এই নামটি এবং এর মতো কিছু নাম চ্যাটজিপিটি থেকে মুছে ফেলা হয়েছে। তিনি ধারণা করেন, ‘এটি হতে পারে যে, এক ডেভিড মেয়ার নামের কোনো ব্যক্তি ‘রাইট টুবি ফরগোটেন’ অধিকার চেয়ে ওপেনএআই থেকে এই নামটি মুছে দেওয়ার অনুরোধ করেছেন। রাইট টুবি ফরগোটেন একটি ইউরোপীয় আইন, যার মাধ্যমে ব্যক্তি তাদের নাম নিয়ে সার্চ ইঞ্জিন থেকে ফলাফল মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তাই সম্ভবত কিছু ব্যক্তি যাদের নাম চ্যাটজিপিটির এর ডাটাবেসে ছিল, তারা ওপেনএআইকে তাদের নাম মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন বা আইনি পদক্ষেপ নিয়েছেন।
তবে ওপেনএআই চ্যাটজিপিটির এই সমস্যা নিয়ে কোনো কিছু মন্তব্য করেনি। তবে গত মঙ্গলবারে ডেভিড মায়ার নামের সমস্যা সমাধান করেছে কোম্পানিটি। এখন চ্যাটজিপিটিকে কে এই নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোন ডেভিড মায়ার সম্পর্কে ব্যবহারকারী জানতে চায় তা জেনে নেয় চ্যাটজিপিটি। পরে তার সম্পর্কে তথ্য দেয়।
তবে আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা–এই নামগুলো নিয়ে এখনো চ্যাটজিপিটিতে সমস্যা রয়ে গেছে।
সম্প্রতি ওপেনএআই এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে একটি অদ্ভুত সমস্যা দেখতে পেয়েছিলেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটিতে কিছু নাম সম্পর্কে জিজ্ঞেস করলেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটটি উত্তর দেওয়া বন্ধ করে দেয়। সেগুলো হলো—আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা। সোশ্যাল মিডিয়া রেডিটসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে।
চ্যাটবটে ওই নামগুলো লিখলেই চ্যাটজিপিটি বলে, ‘আই এম আনএবল টু প্রডিউস এ রেসপন্স’ (আমি এর উত্তর তৈরি করতে অক্ষম) এবং ‘দেয়ার ওয়াজ অ্যান ইরোর জেনারেটিং এ রেসপন্স’ (উত্তর তৈরির সময় একটি ত্রুটি দেখা গেছে)। এর আগে চ্যাটজিপিটিতে ‘ডেভিভ মেয়ার’ নামটি জিজ্ঞেস করলেই চ্যাটবটটি উত্তর দেওয়ার বন্ধ করে দিত।
এটি চ্যাটজিপিটির অন্যান্য পরিচিত সমস্যা থেকে আলাদা। যখন ব্যবহারকারী প্রথমবারের মতো মোবাইল অ্যাপে লগ ইন করেন, তখন একটি সতর্কীকরণ দেখায়। এই নোটিশে বলা হয়, চ্যাটজিপিটি মাঝে হ্যালুসিনেট (অবাস্তব কল্পনা করে) বা ভুল তথ্য দিতে পারে। তবে ‘ডেভিড মেয়ার’ নামের ক্ষেত্রে বিষয়টি একদম অস্বাভাবিক ছিল। এই বিশেষ ধরনের সমস্যা, যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
প্রযুক্তি সাংবাদিক ব্রায়ান লুন্ডুক এক ভিডিওতে বলেন যে, সম্ভবত এই নামটি এবং এর মতো কিছু নাম চ্যাটজিপিটি থেকে মুছে ফেলা হয়েছে। তিনি ধারণা করেন, ‘এটি হতে পারে যে, এক ডেভিড মেয়ার নামের কোনো ব্যক্তি ‘রাইট টুবি ফরগোটেন’ অধিকার চেয়ে ওপেনএআই থেকে এই নামটি মুছে দেওয়ার অনুরোধ করেছেন। রাইট টুবি ফরগোটেন একটি ইউরোপীয় আইন, যার মাধ্যমে ব্যক্তি তাদের নাম নিয়ে সার্চ ইঞ্জিন থেকে ফলাফল মুছে ফেলার অনুরোধ করতে পারেন। তাই সম্ভবত কিছু ব্যক্তি যাদের নাম চ্যাটজিপিটির এর ডাটাবেসে ছিল, তারা ওপেনএআইকে তাদের নাম মুছে ফেলার জন্য অনুরোধ করেছেন বা আইনি পদক্ষেপ নিয়েছেন।
তবে ওপেনএআই চ্যাটজিপিটির এই সমস্যা নিয়ে কোনো কিছু মন্তব্য করেনি। তবে গত মঙ্গলবারে ডেভিড মায়ার নামের সমস্যা সমাধান করেছে কোম্পানিটি। এখন চ্যাটজিপিটিকে কে এই নাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কোন ডেভিড মায়ার সম্পর্কে ব্যবহারকারী জানতে চায় তা জেনে নেয় চ্যাটজিপিটি। পরে তার সম্পর্কে তথ্য দেয়।
তবে আলেক্সান্ডার হ্যানফ, জোনাথন টার্লি, ব্রায়ান হুড, জোনাথন জিট্রেন, ডেভিড ফ্যাবার এবং গুইডো স্কোরজা–এই নামগুলো নিয়ে এখনো চ্যাটজিপিটিতে সমস্যা রয়ে গেছে।
নতুন ওই এই ব্যাটারি তৈরি করা হয়েছে ল্যাবে তৈরি হীরা দিয়ে, যা ‘কার্বন-১৪’ নামে এক ধরনের তেজস্ক্রিয় পদার্থকে ঘিরে রাখে। হিরার সেমিকন্ডাক্টর বৈশিষ্ট্য তেজস্ক্রিয়তাকে বিদ্যুতে রূপান্তর করে। একই সঙ্গে হিরার অতি-কঠিন গঠন ব্যাটারির নিরাপত্তা নিশ্চিত করে এবং তেজস্ক্রিয়তা বাইরে ছড়াতে দেয় না।
১ ঘণ্টা আগেতরুণদের জন্য দৈনিক সর্বাধিক দুই থেকে তিন ঘণ্টা অবকাশকালীন সময় কাটানোর পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইউএইচও)। তবে বিশ্বজুড়ে কিশোর-কিশোরীরা গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় কাটাচ্ছে অবকাশকালীন কার্যক্রমে। এসব কার্যক্রমের মধ্য রয়েছে—টেলিভিশন দেখা, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, ভিডিও গেম খেলা এবং
৮ ঘণ্টা আগেঅনলাইনে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্টের (সিএসএএম) বিস্তার রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থার সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম। বেশ কয়েক বছর ধরে শিশু সুরক্ষা পরিকল্পনায় যোগ দেওয়ার আহ্বান উপেক্ষা করার পর এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৯ ঘণ্টা আগেব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ১১-এর জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। আগামী বছরের অক্টোবরের মধ্যে উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হতে চলেছে, আর অসমর্থিত পুরোনো কম্পিউটারে উইন্ডোজ ১১ ব্যবহারের এর ক্ষেত্রে গ্রাহকদের ওপর চাপ বাড়াতে শুরু করেছে কোম্পানিটি।
১২ ঘণ্টা আগে