অনলাইন ডেস্ক
চীনে আইফোনের নিদির্ষ্ট কিছু মডেলের দামে প্রায় ২ হাজার ৩০০ ইউয়ান বা ৩১৮ ডলার পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে অ্যাপল। হুয়াওয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্টটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
চীনের টিমল প্ল্যাটফরমে আইফোনের অফিশিয়ালভাবে এই মূল্য ছাড় দিচ্ছে। মূলছাড়টি ২০ মে থেকে শুরু হয়েছে, চলবে ১৮ মে পর্যন্ত। গত ফেব্রুয়ারিতেও আইফোনের কিছু মডেলের ওপর বিশেষ মূল্য ছাড় দিয়েছিল অ্যাপল। তবে এবারের মূল্যছাড়ের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি।
গত ফেব্রুয়ারির ক্যাম্পেইনে সর্বোচ্চ মূলছাড় ছিল ১ হাজার ১৫০ ইউয়ান। এবার মূলছাড় ২ হাজার ৩০০ ইউয়ান পর্যন্ত। সবচেয়ে বেশি ছাড় আইফোন ১৫ প্রো ম্যাক্সের ১ টিবি সংস্করণের মডেলে দেওয়া হয়েছে। অন্য মডেলগুলোর ওপর উল্লেখযোগ্যভাবে মূল্য ছাড় দেওয়া হয়েছে। যেমন: আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি সংস্করণে ১ হাজার ৪০০ ইউয়ান মূল্য ছাড় দেওয়া হয়েছে।
গত মাসে নতুন ‘পুরা ৭০’ সিরিজ উন্মোচন করে হুয়াওয়ে। এই সিরিজ চীনে জনপ্রিয়তা পাওয়ায় অ্যাপল বেশ চাপের মুখে পড়েছে। এ ছাড়া গত বছরের আগস্টে মেট ৬০ মডেল উন্মোচন করে হুয়াওয়ে। এর ফলেও আইফোন বিক্রির ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।
গত ফেব্রুয়ারিতে কোম্পানির দেওয়া মূল্যছাড় চীনে আইফোনের বিক্রির মন্দা প্রশমিত করতে সাহায্য করেছে বলে মনে হচ্ছে।
চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের (সিএআইসিটি) তথ্য বিশ্লেষণ করে রয়টার্স বলছে, গত মার্চে চীনে অ্যাপলের চালান ১২ শতাংশ বেড়েছে। এর ফলে ২০২৪ সালের প্রথম দুই মাসে অ্যাপলের বিক্রি বেড়েছে। তবে এ সময় কোম্পানিটির বিক্রি ৩৭ শতাংশ কমেছে।
রয়টার্স অনুযায়ী, বিশ্বে স্মার্টফোনের বৃহত্তম বাজার চীন। গত বছর চীনের বাজারের ৯ দশমিক ৩ শতাংশ ছিল হুয়াওয়ের দখলে।
চীনে আইফোনের নিদির্ষ্ট কিছু মডেলের দামে প্রায় ২ হাজার ৩০০ ইউয়ান বা ৩১৮ ডলার পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে অ্যাপল। হুয়াওয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্টটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
চীনের টিমল প্ল্যাটফরমে আইফোনের অফিশিয়ালভাবে এই মূল্য ছাড় দিচ্ছে। মূলছাড়টি ২০ মে থেকে শুরু হয়েছে, চলবে ১৮ মে পর্যন্ত। গত ফেব্রুয়ারিতেও আইফোনের কিছু মডেলের ওপর বিশেষ মূল্য ছাড় দিয়েছিল অ্যাপল। তবে এবারের মূল্যছাড়ের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি।
গত ফেব্রুয়ারির ক্যাম্পেইনে সর্বোচ্চ মূলছাড় ছিল ১ হাজার ১৫০ ইউয়ান। এবার মূলছাড় ২ হাজার ৩০০ ইউয়ান পর্যন্ত। সবচেয়ে বেশি ছাড় আইফোন ১৫ প্রো ম্যাক্সের ১ টিবি সংস্করণের মডেলে দেওয়া হয়েছে। অন্য মডেলগুলোর ওপর উল্লেখযোগ্যভাবে মূল্য ছাড় দেওয়া হয়েছে। যেমন: আইফোন ১৫ মডেলের ১২৮ জিবি সংস্করণে ১ হাজার ৪০০ ইউয়ান মূল্য ছাড় দেওয়া হয়েছে।
গত মাসে নতুন ‘পুরা ৭০’ সিরিজ উন্মোচন করে হুয়াওয়ে। এই সিরিজ চীনে জনপ্রিয়তা পাওয়ায় অ্যাপল বেশ চাপের মুখে পড়েছে। এ ছাড়া গত বছরের আগস্টে মেট ৬০ মডেল উন্মোচন করে হুয়াওয়ে। এর ফলেও আইফোন বিক্রির ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়।
গত ফেব্রুয়ারিতে কোম্পানির দেওয়া মূল্যছাড় চীনে আইফোনের বিক্রির মন্দা প্রশমিত করতে সাহায্য করেছে বলে মনে হচ্ছে।
চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের (সিএআইসিটি) তথ্য বিশ্লেষণ করে রয়টার্স বলছে, গত মার্চে চীনে অ্যাপলের চালান ১২ শতাংশ বেড়েছে। এর ফলে ২০২৪ সালের প্রথম দুই মাসে অ্যাপলের বিক্রি বেড়েছে। তবে এ সময় কোম্পানিটির বিক্রি ৩৭ শতাংশ কমেছে।
রয়টার্স অনুযায়ী, বিশ্বে স্মার্টফোনের বৃহত্তম বাজার চীন। গত বছর চীনের বাজারের ৯ দশমিক ৩ শতাংশ ছিল হুয়াওয়ের দখলে।
চীনের সবচেয়ে ধনী ব্যক্তি এখন টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইয়িমিং। দেশটির ধনী ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে হুরুন রিসার্চ ইনস্টিটিউট। এই তালিকায় ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা ৪ হাজার ৯৩০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঝ্যাং। ২০২৩ সালের তুলনায় তা
১৩ ঘণ্টা আগেগুগলের নতুন কোডগুলোর প্রায় এক–চতুর্থাংশের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। গত মঙ্গলবার কোম্পানিটির ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের সময় এসব তথ্য জানায় সিইও সুন্দর পিচাই।
১৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমগুলোর জন্য ব্রডকম ও টিএসএমসি–এর সহযোগিতায় নিজস্ব চিপ তৈরি করছে ওপেনএআই। এর পাশাপাশি অবকাঠামোগত চাহিদা পূরণের জন্য এনভিডিয়া ও এএমডি–এর চিপগুলোও ব্যবহার করছে কোম্পানিটি। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
১৬ ঘণ্টা আগেমেটা, টিকটক ও কোয়াইয় নামের চীনের শর্ট ভিডিও প্ল্যাটফর্মের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে ব্রাজিলের ভোক্তা অধিকার গ্রুপ কালেকটিভ ডিফেন্স ইনস্টিটিউট। মামলার অভিযোগ বলা হয়, কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। তাই মামলায় ৩ বিলিয়ন রেইস বা প্রায় ৫২৫ মি
১৮ ঘণ্টা আগে