প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাস্তায় প্রথমবারের মতো নামানো হয়েছে আমাজনের চালকবিহীন গাড়ি ‘রোবোট্যাক্সি’। গাড়িটির পরীক্ষা চালিয়েছে রোবোট্যাক্সির নির্মাণ প্রতিষ্ঠান জুক্স। অনেকটা মেট্রোরেলের বগির মতো দেখতে এই রোবোট্যাক্সি। এতে রাখা হয়নি প্রচলিত কোনো স্টিয়ারিং হুইল কিংবা ব্রেক প্যাডেল। এর কেবিনে মুখোমুখি বসতে পারেন চারজন আরোহী।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ফসটারসিটিতে অবস্থিত জুক্স-এর প্রধান কার্যালয় থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত প্রতিষ্ঠানের অপর একটি ভবনের মাঝে যাত্রী নিয়ে যাতায়াত করে রোবোট্যাক্সিটি। এখন থেকে ছোট এই রুটে পরীক্ষামূলকভাবে নিয়মিত চলবে এই চালকবিহীন গাড়ি। আপাতত জুক্সের কর্মীরা রোবোট্যাক্সির সেবা পাবে। পরীক্ষামূলক চলাচল সফল হলেও কবে নাগাদ এটি বাজারজাত করা হবে, সে ব্যাপারে এখনো কিছুই জানায়নি আমাজন।
রোবোট্যাক্সি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে আমাজনকে। জুক্স-এর প্রধান নির্বাহী আইচাইভান্স বলেছেন, ‘পরীক্ষামূলক চলাচল সফলভাবে সম্পন্ন হওয়ায় রোবোট্যাক্সির বাজারে আসার পথ অনেকটাই সুগম হয়েছে।’
চালকবিহীন যান প্রযুক্তি ব্যাপক সাড়া ফেললেও বাস্তবে এর প্রয়োগ বেশ চ্যালেঞ্জিং। ব্যাপক বিনিয়োগ করেও এ খাত থেকে সরে যেতে বাধ্য হয় অটোমোবাইল জায়ান্ট ফোর্ড ও ফোকসওয়াগন এর মতো প্রতিষ্ঠানগুলো। তবে একই পথে না হেঁটে চালকবিহীন গাড়ি নির্মাণ প্রযুক্তিতে আস্থা রেখেছে আমাজন। এ খাতে বিপুল বিনিয়োগ করছে এই প্রযুক্তি জায়ান্ট। গত ২০২০ সালে প্রায় ১৩০ কোটি ডলারে জুক্সকে কিনে নেয় আমাজন।
এর আগে, ২০২০ সালে সান ফ্রান্সিসকো-ভিত্তিক স্টার্টআপ অরোরার কাছে স্বয়ংক্রিয় যানবাহন নিয়ে নিজেদের গবেষণা বিভাগ বিক্রি করে উবার। সাময়িক বিরতির পর আবার রোবোট্যাক্সির পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল কোম্পানিটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস অঙ্গরাজ্যে চালকবিহীন ডেলিভারি সেবা চালুর জন্য প্রযুক্তি-নির্মাতা স্টার্টআপ নুরোর সঙ্গে ১০ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছে উবার।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাস্তায় প্রথমবারের মতো নামানো হয়েছে আমাজনের চালকবিহীন গাড়ি ‘রোবোট্যাক্সি’। গাড়িটির পরীক্ষা চালিয়েছে রোবোট্যাক্সির নির্মাণ প্রতিষ্ঠান জুক্স। অনেকটা মেট্রোরেলের বগির মতো দেখতে এই রোবোট্যাক্সি। এতে রাখা হয়নি প্রচলিত কোনো স্টিয়ারিং হুইল কিংবা ব্রেক প্যাডেল। এর কেবিনে মুখোমুখি বসতে পারেন চারজন আরোহী।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার ফসটারসিটিতে অবস্থিত জুক্স-এর প্রধান কার্যালয় থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত প্রতিষ্ঠানের অপর একটি ভবনের মাঝে যাত্রী নিয়ে যাতায়াত করে রোবোট্যাক্সিটি। এখন থেকে ছোট এই রুটে পরীক্ষামূলকভাবে নিয়মিত চলবে এই চালকবিহীন গাড়ি। আপাতত জুক্সের কর্মীরা রোবোট্যাক্সির সেবা পাবে। পরীক্ষামূলক চলাচল সফল হলেও কবে নাগাদ এটি বাজারজাত করা হবে, সে ব্যাপারে এখনো কিছুই জানায়নি আমাজন।
রোবোট্যাক্সি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার আগে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে আমাজনকে। জুক্স-এর প্রধান নির্বাহী আইচাইভান্স বলেছেন, ‘পরীক্ষামূলক চলাচল সফলভাবে সম্পন্ন হওয়ায় রোবোট্যাক্সির বাজারে আসার পথ অনেকটাই সুগম হয়েছে।’
চালকবিহীন যান প্রযুক্তি ব্যাপক সাড়া ফেললেও বাস্তবে এর প্রয়োগ বেশ চ্যালেঞ্জিং। ব্যাপক বিনিয়োগ করেও এ খাত থেকে সরে যেতে বাধ্য হয় অটোমোবাইল জায়ান্ট ফোর্ড ও ফোকসওয়াগন এর মতো প্রতিষ্ঠানগুলো। তবে একই পথে না হেঁটে চালকবিহীন গাড়ি নির্মাণ প্রযুক্তিতে আস্থা রেখেছে আমাজন। এ খাতে বিপুল বিনিয়োগ করছে এই প্রযুক্তি জায়ান্ট। গত ২০২০ সালে প্রায় ১৩০ কোটি ডলারে জুক্সকে কিনে নেয় আমাজন।
এর আগে, ২০২০ সালে সান ফ্রান্সিসকো-ভিত্তিক স্টার্টআপ অরোরার কাছে স্বয়ংক্রিয় যানবাহন নিয়ে নিজেদের গবেষণা বিভাগ বিক্রি করে উবার। সাময়িক বিরতির পর আবার রোবোট্যাক্সির পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিল কোম্পানিটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং টেক্সাস অঙ্গরাজ্যে চালকবিহীন ডেলিভারি সেবা চালুর জন্য প্রযুক্তি-নির্মাতা স্টার্টআপ নুরোর সঙ্গে ১০ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছে উবার।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৬ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৮ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৮ ঘণ্টা আগে